কলকাতা: ১০ নং ওয়ার্ড হল কলকাতা পৌরসংস্থার দুই নং বরোর একটি প্রশাসনিক বিভাগ। এটি কলকাতা শহরের উত্তরাংশে শ্যামবাজার ও শোভাবাজারএলাকার কিয়দংশ নিয়ে গঠিত। ১০ নং ওয়ার্ড শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।
১০ নং ওয়ার্ডের উত্তর দিকে আছে শ্যামবাজার স্ট্রিট, ভূপেন্দ্র বসু অ্যাভিনিউ ও বাগবাজার স্ট্রিট; পূর্ব দিকে আছে বিধান সরণি; দক্ষিণ দিকে আছে রামকান্ত বসু স্ট্রিট ও শ্রীঅরবিন্দ সরণি এবং পশ্চিম দিকে আছে যতীন্দ্রমোহন অ্যাভিনিউ ও শচীন মিত্র লেন
এখন কাস্তে-হাতুড়ির অধীন এই ওয়ার্ড। তৃণমূল হোক বা বিজেপি, কেউই এই ওয়ার্ডে সিপিএমকে হঠাতে পারেনি। ২০০৫ সাল থেকে নাগাড়ে এই ওয়ার্ডে জয়লাভ করে আসছেন সিপিএম প্রার্থী করুণা সেনগুপ্ত। ২০১৫তেও তিনি এই ওয়ার্ডে জয়যুক্ত হন।
২০২১-এ পুরভোটে প্রার্থী হলেন যাঁরা
এই পুরভোটে ১০ নম্বর ওয়ার্ডে সিপিএমের তরফে প্রার্থী হয়েছেন তিনবারের জয়ী কাউন্সিলর করুণা সেনগুপ্ত। তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন সুব্রত বন্দ্যোপাধ্যায় ও বিজেপির তরফ নির্বাচিত হয়েছেন ঈশ্বরদয়াল সাউ।
শ্যামপুকুর-শ্যামবাজার-শোভাবাজার || ওয়ার্ড নম্বর- ১০ (বোরো- ২) || ২০২১ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
২০১৫ (শতাংশ) |
তৃণমূল |
সুব্রত ব্যানার্জি |
৬৭৮৬ |
৫৮.৮৭ |
৩৩.৩০ |
বিজেপি |
ঈশ্বর দয়াল সাউ |
৪৩৫ |
৩.৭৭ |
৬.০৩ |
বাম |
করুণা সেনগুপ্ত |
৪১০৯ |
৩৫.৬৫ |
৫৮.৭০ |
কংগ্রেস |
প্রতাপ সেন |
৭৯ |
০.৬৯ |
১.৩০ |
অন্যান্য |
– |
– |
– |
০.৬৭ |
শ্যামপুকুর-শ্যামবাজার-শোভাবাজার || ওয়ার্ড নম্বর- ১০ (বোরো- ২) || ২০১৫ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
তৃণমূল |
ডঃ প্রসূন ঘোষ |
৪,৫৮৩ |
৩৩.৩০ |
বিজেপি |
মানস সরখেল |
৮৩২ |
৬.০৩ |
বাম |
করুণা সেনগুপ্ত |
৮,০৮৫ |
৫৮.৭০ |
কংগ্রেস |
কৃষ্ণদাস দত্ত |
১৭৭ |
১.৩০ |
অন্যান্য |
– |
১০১ |
০.৬৭ |