Ward No. 17 Shyampukur Sobhabazar KMC Election Result 2021 LIVE: আসন বেড়েছে ঘাসফুলের, নির্দলের হয়ে লড়ে এই ওয়ার্ডে জয়ী তৃণমূল নেতা
KMC Election Result 2021, Ward LIVE Counting:
KMC Elections 2021 Result | Borough Wise 2021 Result | Ward Wsie 2021 Result |
---|---|---|
এক নজরে সব ফল (Click Here) | বোরো ভিত্তিক (১৬) (Click Here) | ওয়ার্ড ভিত্তিক(১৪৪) (Click Here) |
কলকাতা: ১৭ নং ওয়ার্ড কলকাতা পৌরসংস্থার ২ নং বরোর একটি প্রশাসনিক বিভাগ। কলকাতা শহরের উত্তরাংশের শোভাবাজার ও দর্জিপাড়া অঞ্চলের কিয়দংশ নিয়ে এই ওয়ার্ডটি গঠিত। এই ওয়ার্ডটি শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের (Shyampukur Assembly) অন্তর্গত।
১৭ নং ওয়ার্ডের সীমানা নিম্নরূপ: উত্তর দিকে শ্রীঅরবিন্দ সরণি, পূর্ব দিকে বিধান সরণি, দক্ষিণ দিকে দানী ঘোষ সরণি এবং পশ্চিম দিকে যতীন্দ্রমোহন অ্যাভিনিউ।
এই ওয়ার্ডে ২০০৫ সালে জয়লাভ করেন সিপিএম প্রার্থী অনুশীলা সেনগুপ্ত। ২০১০ সালে তৃণমূলের তরফে জয়লাভ করেন ড. পার্থপ্রতিম হাজরা। ২০১৫-সালে নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়ান তৃণমূল নেতা মোহনকুমার গুপ্ত।
২০২১ সালে পুরভোটে ১৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী যাঁরা
তৃণমূলের তরফে প্রার্থী নির্বাচিত হন মোহনকুমার গুপ্ত। বিজেপির তরফে লড়ছেন পারমিতা বন্দ্যোপাধ্যায় জয়সওয়াল। বামেদের তরফে রয়েছেন মতিলাল ঘোষ।
তৃণমূলের বিদায়ী কাউন্সিলরদের মধ্যে ৩৫ জনের নাম বাদ গিয়েছে। সেখানে নতুন মুখ আনা হয়েছে। এ ছাড়াও চারজন কাউন্সিলর প্রয়াত হয়েছেন। সেই জায়গাতে স্বভাবতই নতুন প্রার্থী দিয়েছে দল। এই ৩৫ জনের মধ্যে উত্তর কলকাতা থেকে বাদ পড়েছে ১৭ জন কাউন্সিলরের নাম। দক্ষিণ কলকাতায় তালিকাটা ১৮ জনের নামের।
বিজেপির তালিকায় উল্লেখযোগ্য ভাবে গুরুত্ব পেয়েছে মহিলা প্রার্থীর নাম। ৫০টি ওয়ার্ডের বেশি জায়গায় পদ্ম শিবিরের মুখ মহিলারা। একই সঙ্গে তরুণ মুখ রয়েছে ৪৮টি।
শ্যামপুকুর-শোভাবাজার || ওয়ার্ড নম্বর- ১৭ (বোরো- ২) || ২০২১ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ | ২০১৫ (শতাংশ) |
---|---|---|---|---|
তৃণমূল | মোহন কুমার গুপ্তা | ১১০৯৭ | ৮৭.০৭ | ২৫.৯৪ |
বিজেপি | পারমিতা ব্যানার্জি | ৫৭৬ | ৪.৫২ | ৭.২০ |
বাম | মতিলাল ঘোষ | ৮৩২ | ৬.৫৩ | ২৩.০৫ |
কংগ্রেস | মৌমিতা কালী | ১৬৮ | ১.৩২ | ১.০৬ |
অন্যান্য | – | – | – | ৪০.৯০ |
শ্যামপুকুর-শোভাবাজার || ওয়ার্ড নম্বর- ১৭ (বোরো- ২) || ২০১৫ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল | পার্থ প্রতিম হাজারী | ২,৮৪০ | ২৫.৯৪ |
বিজেপি | গণেশ ঘোষ | ৭৮৮ | ৭.২০ |
বাম | সুখেন চৌধুরী (ভুটু) | ২,৫২৪ | ২৩.০৫ |
কংগ্রেস | হিমাদ্রী ভূষণ কালী | ১১৭ | ১.০৬ |
নির্দল | মোহনকুমার গুপ্ত | ৪,৪৭৩ | ৪০.৯০ |