Ward No. 9 Shyampukur Sobhabazar KMC Election Result 2021 LIVE : তৃণমূলের একচ্ছত্র রাজ অটুট, জয়ী মিতালী

KMC Election Result 2021, Ward LIVE Counting : এই ওয়ার্ডে বরাবরই দাপট দেখিয়েছে তৃণমূল। ২০০৫ সালে এই ওয়ার্ডে সিপিএমের তরফে জয় লাভ করেন মহুয়া মল্লিক। তারপর থেকেই এখানে তৃণমূলী রাজ।

Ward No. 9 Shyampukur Sobhabazar  KMC Election Result 2021 LIVE : তৃণমূলের একচ্ছত্র রাজ অটুট, জয়ী মিতালী
কলকাতা পুরভোট, অলঙ্করণ: অভিজিত্‍ বিশ্বাস
Follow Us:
| Edited By: | Updated on: Dec 30, 2021 | 10:53 PM

কলকাতা: ৯ নং ওয়ার্ড কলকাতা পৌরসংস্থার এক নং বরোর একটি প্রশাসনিক বিভাগ। এটি কলকাতা শহরের উত্তরাংশে শোভাবাজার, কুমারটুলি এলাকা ও শ্যামবাজার এলাকার কিয়দংশ নিয়ে গঠিত। ৯ নং ওয়ার্ড শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।

৯ নং ওয়ার্ডের উত্তর দিকে রয়েছে কুমারটুলি স্ট্রিট, দুর্গাচরণ ব্যানার্জি স্ট্রিট, রাজা নবকৃষ্ণ স্ট্রিট ও শ্যামবাজার স্ট্রিট; পূর্ব দিকে রয়েছে শোভাবাজার স্ট্রিট ও শ্রীঅরবিন্দ সরণি; দক্ষিণ দিকে রয়েছে জ্যোতিন্দ্রমোহন অ্যাভিনিয়, রবীন্দ্র সরণি ও গোপেশ্বর পাল অ্যাভিনিউ এবং পশ্চিম দিকে রয়েছে হুগলি নদী।

এই ওয়ার্ডে বরাবরই দাপট দেখিয়েছে তৃণমূল। ২০০৫ সালে এই ওয়ার্ডে সিপিএমের তরফে জয় লাভ করেন মহুয়া মল্লিক। তারপর থেকেই এখানে তৃণমূলী রাজ। ২০১০ ও পরে ২০১৫ সালে পরপর এই ওয়ার্ডে তৃণমূলের তরফে জয়লাভ করেছেন মিতালী সাহা।

২০২১-এ পুরভোটে যাঁরা প্রার্থী হলেন

গত দুইবারের বিজয়ী কাউন্সিলর মিতালী সাহাই এ বার তৃণমূলের তরফে এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিজেপির তরফে রয়েছেন রুবি বন্দ্যোপাধ্যায়। সিপিএমের তরফে রয়েছেন দীপিকা ভট্টাচার্য। মহিলাদের জন্য এই ওয়ার্ড বিশেষভাবে সংরক্ষিত।

শোভাবাজার-কুমোরটুলি || ওয়ার্ড নম্বর- ৯ (বোরো- ১) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল মিতালী সাহা ৬২৬১ ৭০.১৪ ৫০.৪৪
বিজেপি রুবী ব্যানার্জি ১১৩৫ ১২.৭২ ১৯.১১
বাম দীপিকা ভট্টাচার্য ১২৩৫ ১৩.৮৪ ২৬.০০
কংগ্রেস পিঙ্কী সাউ ২২৬ ২.৫৩ ৩.০০
অন্যান্য ১.৪৫
শোভাবাজার-কুমোরটুলি|| ওয়ার্ড নম্বর- ৯ (বোরো- ১) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল মিতালী সাহা ৫,২২১ ৫০.৪৪
বিজেপি অনিন্দতা সাহা ১,৯৭৮ ১৯.১১
বাম দীপিকা ভট্টাচার্য  ২,৬৯০ ২৬.০০
কংগ্রেস ভারতী ঘোড়ুই (চক্রবর্তী) ৩০৬ ৩.০০
অন্যান্য ১৫৩ ১.৪৫