Ward No. 15 Maniktala KMC Election Result 2021 LIVE : বামেদের বহুদূরে রেখে জয় ঘাসফুলের

KMC Election Result 2021, Ward LIVE Counting:

Ward No. 15 Maniktala KMC Election Result 2021 LIVE : বামেদের বহুদূরে রেখে জয় ঘাসফুলের
কলকাতা পুরভোট, অলঙ্করণ: অভিজিত্‍ বিশ্বাস
Follow Us:
| Edited By: | Updated on: Dec 30, 2021 | 11:01 PM

কলকাতা: ১৫ নং ওয়ার্ড কলকাতা পৌরসংস্থার ২ নং বরোর একটি প্রশাসনিক বিভাগ। এই ওয়ার্ডটি শহরের উত্তরাংশে মানিকতলা অঞ্চলের কিয়দংশ নিয়ে গঠিত। ১৫ নং ওয়ার্ড মানিকতলা বিধানসভা কেন্দ্রের (Maniktala Assembly) অন্তর্গত।

১৫ নং ওয়ার্ডের সীমানা নিম্নরূপ: উত্তর দিকে শ্রীঅরবিন্দ সরণি। পূর্ব দিকে সার্কুলার খাল। দক্ষিণ দিকে বিবেকানন্দ রোড। পশ্চিম দিকে আচার্য প্রফুল্লচন্দ্র রোড। সাহিত্য গবেষণা সংস্থা বঙ্গীয় সাহিত্য পরিষদ এই ওয়ার্ডে অবস্থিত।

এই ওয়ার্ডে বরাবরই তৃণমূলের প্রভাব রয়েছে। ২০০৫ সালে ১৫ নম্বর ওয়ার্ডে জয়লাভ করেন বিপ্লবী সমাজতন্ত্রী দলের দীপু সাহা। পরে, ২০১০ সালে ওই ওয়ার্ডে জয়যুক্ত হন তৃণমূলের প্রার্থী সাধন সাহা। ২০১৫ সালেও শুক্লা ভোড় এই এলাকায় তৃণমূলের তরফে জয়ী হন।

২০২১-এ পুরভোটে যাঁরা প্রার্থী হয়েছিলেন

এ বারে, এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শুক্লা ভোড়। বিজেপির তরফে রয়েছেন অনিতা দাস এবং সিপিএমের তরফে রয়েছেন দীপা সাহা

তৃণমূলের প্রার্থী তালিকায় ৬৪ জন মহিলা প্রার্থী রয়েছেন। ১৯ জন তফশিলি জাতির, ২৩ জন সংখ্যালঘু সম্প্রদায়ের। বিজেপির তালিকায় উল্লেখযোগ্য ভাবে গুরুত্ব পেয়েছে মহিলা প্রার্থীর নাম। ৫০টি ওয়ার্ডের বেশি জায়গায় পদ্ম শিবিরের মুখ মহিলারা। একই সঙ্গে তরুণ মুখ রয়েছে ৪৮টি।

মানিকতলা || ওয়ার্ড নম্বর- ১৫ (বোরো- ২) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল শুক্লা ভোরে ৮৮৭৯ ৭৪.৮২ ৫৬.৪০
বিজেপি অনিতা দাস ১৪০৮ ১১.৮৬ ১৭.৬১
বাম দীপা সাহা ১২৮০ ১০.৭৯ ২১.৮০
কংগ্রেস রুমা হালদার ১৫০ ১.২৬ ২.৮১
অন্যান্য ১.৩৮
মানিকতলা || ওয়ার্ড নম্বর- ১৫ (বোরো- ২) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল শুক্লা ভোঁড় ৭,৬৬৪ ৫৬.৪০
বিজেপি সংগীতা চৌধুরী ২,৩৯৪ ১৭.৬১
বাম দীপা সাহা ২,৯৬০ ২১.৮০
কংগ্রেস সুস্মিতা চক্রবর্তী ৩৮২ ২.৮১
অন্যান্য ১৯১ ১.৩৮