Kolkata municipal corporation election 2021: বোমা ফাটছে, রক্ত ঝরছে, তবু পুলিশি ব্যবস্থাপনায় ‘ভোট শান্তিপূর্ণ’

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 19, 2021 | 3:13 PM

Kolkata municipal corporation election 2021: সকাল থেকে এখনও পর্যন্ত মোট ৭২ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

Kolkata municipal corporation election 2021: বোমা ফাটছে, রক্ত ঝরছে, তবু পুলিশি ব্যবস্থাপনায় ভোট শান্তিপূর্ণ
কলকাতার পৌরভোটে আবারও অশান্তির অভিযোগ (নিজস্ব চিত্র)

Follow Us

কলকাতা : কয়েক মাস আগেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য রাজ্যের তখতে বসেছে তৃণমূল। তারপরও রবিবাসরীয় নির্বাচনে (Kolkata Municipal Corporation Election 2021) সেই একই চেনা ছবি কলকাতায়। দিনভর উত্তেজনা। দফায় দফায় উত্তপ্ত শহর কলকাতা। বোমা ফেটেছে। রক্ত ঝরেছে। বিভিন্ন জায়গায় ভোট লুঠের অভিযোগ উঠেছে। বিরোধীরা বলছে, বেশ কিছু বুথে তাদের এজেন্টরা বসতে পারছেন না। তবে এত সবের পরেও কলকাতা পুলিশ (Kolkata Police) বলছে, মোটের উপর ভোট শান্তিপূর্ণ।

রবিবার দুপুরে কলকাতা পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, সকাল থেকে কিছু ঘটনা ঘটেছে। দুটি বোমাবাজির ঘটনা ঘটেছে। সকালে ৯ টা ৪৫ মিনিট নাগাদ খন্না হাই স্কুলের সামনে দুটি বোমাবাজির ঘটনা ঘটেছে। সেখানে সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছে যায়। নির্বাচনী প্রক্রিয়ায় কোনও ব্যাঘাত ঘটেনি তাতে। পর্যাপ্ত পরিমাণ পুলিশ সেখানে রাখা হয়েছে। আমরা দেখছি, যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা যেন সঙ্গে সঙ্গে গ্রেফতার হয়।

এখনও পর্যন্ত গ্রেফতার ৭২ জনকে গ্রেফতার

এছাড়া আর্মহার্স্ট স্ট্রিট থানা এলাকায় টাকি স্কুলের কাছে একটি বোমা ফাটে। তাতে তিন জন জখম হন, তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকাটি আর্মহার্স্ট স্টিট থানার অধীনে হলেও, যে দুষ্কৃতীরা এসেছিল, তারা নারকেলডাঙা থানা এলাকার থেকে এসেছিল। ঘটনায় ইতিমধ্য়েই একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের নামও আমরা পেয়ে গিয়েছি। এছাড়া হেয়ার স্ট্রিটে জৈন স্কুল এলাকায় দুই প্রার্থীর বাকবিতণ্ডায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। সেই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। সকাল থেকে এখনও পর্যন্ত মোট ৭২ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

বড় কোনও ঝামেলার খবর নেই

কলকাতার পৌরভোটে পুলিশের যে ভূমিকা, তা নিয়ে মোটেও সন্তুষ্ট নয় রাজ্যের বিরোধী দলগুলি। অবাধে ভোট লুঠের অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। বিরোধীরা বলছে, ভোটের নামে প্রহসন চলছে। প্রতিবাদে, বড়তলা থানার সামনে একসঙ্গে বিক্ষোভে বসেছে বাম-কংগ্রেস- বিজেপি। সেই প্রসঙ্গে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারকে প্রশ্ন করা হলে তিনি বলেন,”কিছু অভিযোগ আমরাও পেয়েছি। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় রাখা হচ্ছে। প্রতিটি অভিযোগের দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি যায়গায় যে সিনিয়র আধিকারিকরা রয়েছে, তাঁরা নিজেরাই প্রতিটি অভিযোগ হ্যান্ডেল করেছেন। এখনও পর্যন্ত তেমন বিরাট কোনও ঝামেলার খবর নেই। মোটের উপর শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। বাকি জায়গায় ভোট শান্তিপূর্ণ হচ্ছে।”

আরও পড়ুন : KMC Election 2021 LIVE Updates: প্রমাণ দিলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা, বিরোধীদের অভিযোগ উড়িয়ে হুঁশিয়ারি অভিষেকের

Next Article