লখনউ: গত দুই মাসে একের পর এক ধাক্কা খেয়েছে ইন্ডিয়া জোট। বাংলা, পঞ্জাবে আসন ভাগাভাগি হয়নি। জোট ভেঙে বেরিয়ে গিয়েছে নীতীশ কুমারের জেডিইউ, জয়ন্ত চৌধরির আরএলডি। কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগিতে যারপরনাই অনিচ্ছা দেখা যাচ্ছে জোটের অন্যান্য শরিকদের মধ্যে। তবে, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি), সম্ভবত সবথেকে বড় ধাক্কাটা খেল, ২৫-২৬টি বিরোধী দলের এই জোট। সূত্রের খবর, উত্তর প্রদেশেও সম্ভবত আসন ভাগাভাগি হচ্ছে না ইন্ডিয়া জোটের। ইন্ডিয়া জোটের একমাত্র আশার আলো ছিল এই উত্তর প্রদেশই। আরএলডি বেরিয়ে গেলেও, অখিলেশ যাদব জানিয়েছিলেন, কংগ্রেসের সঙ্গে মসৃণভাবে এগোচ্ছে আসন ভাগাভাগির আলোচনা। কিন্তু সেখানেও সম্ভবত ধাক্কা খাচ্ছে আসন ভাগাভাগির সম্ভাবনা।
সোমবার রাতে আসন ভাগাভাগি নিয়ে আরেক দফা আলোচনায় বসেছিল কংগ্রেস এবং সমাজবাদী পার্টির নেতারা। কিন্তু, তাঁরা কোনও ঐক্যমতে আসতে পারেননি। সূত্রের খবর, কংগ্রেসকে ১৭টি লোকসভা আসন ছাড়ার প্রস্তাব দিয়েছে সমাজবাদী পার্টি। মূল সমস্যা তৈরি হয়েছে তিনটি আসন নিয়ে। মোরাদাবাদ, বালিয়া এবং বিজনোর আসন কংগ্রেসকে ছাড়তে নারাজ সপা প্রধান অখিলেশ যাদব। বালিয়া আসন থেকে কংগ্রেস, তাদের উত্তর প্রদেশের রাজ্য সভাপতি অজয় রাইকে প্রার্থী করতে চায়। তবে, এই লোকসভা কেন্দ্রটি সমাজবাদী পার্টির একটি শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। কাজেই এই আসন যে সমাজবাদী পার্টি ছাড়বে না, তা প্রত্যাশিত। মোরাদাবাদ আসনেও পাঁচ বছর আগের ভোটে জিতেছিল সপা। তবে, মোরাদাবাদের মেয়র নির্বাচনে ভাল ফল করেছিল কংগ্রেস।
এদিকে, এই তিন আসন নিয়ে ঐক্যমতে না আসতে পারার প্রভাব পড়তে চলেছে রাহুল গান্ধীর ন্যায় যাত্রাতেও। আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চূড়ান্ত না হওয়ায়, সপা সুপ্রিমো ন্যায় যাত্রায় যোগ দেবেন না। অখিলেশ আগেই জানিয়েছিলেন, কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্ত হলে, তবেই তিনি রাহুলের যাত্রায় অংশ নেবেন। তিনি বলেছিলেন, “একবার আসন বন্টন চূড়ান্ত হয়ে গেলে, সমাজবাদী পার্টি কংগ্রেসের ন্যায় যাত্রায় যোগ দেবে।” ফলে, উত্তর প্রদেশে জোটের যে ঐক্যবদ্ধ রূপ দেখা যেতে পারত, তার সম্ভাবনা কমল। ভারতীয় রাজনীতিতে কিন্তু বলা হয়, দিল্লির ক্ষমতা দখলের রাস্তা উত্তর প্রদেশ হয়ে যায়। কাজেই উত্তর প্রদেশে জোট অটুট রাখতে পারলে, সারা দেশের রাজনীতিতেই তার প্রভাব পড়তে পারে। তবে, ইতিমধ্য়েই, উত্তর প্রদেশে দুই দফায় ২৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে সমাজবাদী পার্টি। তালিকায় নাম রয়েছে কারাদণ্ড প্রাপ্ত মাফিয়া-রাজনীতিবিদ মুখতার আনসারির ভাই এবং বিএসপি সাংসদ আফজল আনসারির।