ভোপাল: মধ্য প্রদেশের রাজনৈতিক মহলে তাঁর পরিচিতি ‘মামা’ হিসেবে। এবার কি মামার দিন ফুরোলো? মধ্য প্রদেশে বিধানসভা নির্বাচনের আগে চর্চা শুরু হয়েছে শিবরাজ সিং চৌহানকে নিয়ে। এর আগে ভোপালে বিজেপি কর্মীদের ‘মহাকুম্ভে’ বক্তৃতা দিয়েছিলেন, প্রধানমন্ত্রী মোদী। ৪০ মিনিটের বক্তৃতায় মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নাম একবারও নেননি তিনি। এমন পরিস্থিতিতে সকলের চোখ স্থির ছিল সোমবার (২ অক্টোবর) গোয়ালিয়রের জনসভার দিকে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম সোনা গিয়েছে বটে, তবে মাত্র একবার। একই সঙ্গে প্রধানমন্ত্রী নাম নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়ারও। শুধু প্রধানমন্ত্রীর বক্তৃতা থেকে তাঁর নাম বাদ পড়া নয়, শিবরাজ সিং চৌহানের নিজের গলাতেও শোনা গিয়েছে বিদায়ের সুর। বলাই বাহুল্য, মধ্য প্রদেশে মুখ্যমন্ত্রী পদ প্রার্থী নিয়ে বিজেপির এই অস্বস্তি উপলব্ধি করে খোঁচা দিতে ছাড়েনি কংগ্রেস।
সোমবার, গোয়ালিয়রের সভায় প্রধানমন্ত্রী মোদী আসেন এক হুডখোলা জিপে চড়ে। সঙ্গে ছিলেন মুক্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং দলের রাজ্য সভাপতি ভিডি শর্মা। মঞ্চে শিবরাজ সিং চৌহান বসেন তাঁর ডান পাশে। বাঁ পাশে বসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। পাশাপাশি বসে প্রধানমন্ত্রী মোদী এবং শিবরাজ সিং চৌহানকে বিভিন্ন বিষয়ে কথা বলতে দেখা গিয়েছে। তাদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে, তা জনা যায়নি। তবে, ক্যামেরায় বিভিন্ন সময়ে তাঁদের যে অভিব্যক্তি দেখা গিয়েছে, সেটাই শিবরাজের বিদায় ঘণ্টা বাজার ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁদের দাবি, প্রধানমন্ত্রী মোদীকে বেশ গম্ভীর দেখিয়েছে। একই সময়ে, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের মুখে ছিল উদ্বেগের রেখা। বক্তৃতার সময়ে, শুধুমাত্র মধ্য প্রদেশের পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রসঙ্গেই শিবরাজের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
শিবরাজ সিং চৌহানের নিজের গলাতেও শোন গিয়েছে সম্ভাব্য বিদায়ের সুর। গত ৪৮ ঘণ্টায় তিনি দুটি জনসভা করেছেন। শনিবার খারগোনের এক জনসভায় তিনি বলেছেন, তিনি কোনও পদের প্রত্যাশী নন। তাঁর পদের প্রতি কোনও লোভ নেই। দেশের মহিলা ও শিশুদের জন্য কাজ করতে চান বলেই তিনি সরকার চালান। রবিবার সিহোরে আরেক জনসভায়, মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, তিনি সরকার চালান না, একটি পরিবার চালান। তিনি বলেন, “আমার মত ভাই আপনারা পাবেন না। আমি চলে গেলে আপনারা আমার অভাব বোধ করবেন।” ‘পদের প্রতি লোভ নেই’ আর ‘আমি চলে গেলে’ মন্তব্যদুটি রাজনৈতিক মহলের কারোরই নজর এড়ায়নি।
বস্তুত, মধ্য প্রদেশে এবার শিবরাজ সিং চৌহানকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেনি বিজেপি। এমনকি, এখন পর্যন্ত দুই দফায় ৭৯টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও, শিবরাজ সিং চৌহানের নাম নেই সেখানে। বরং, নরেন্দ্র সিং তোমর, ফগন সিং কুলাস্তে, প্রহ্লাদ প্যাটেলদের মতো কেন্দ্রীয় মন্ত্রীদের নাম রয়েছে। নাম রয়েছে রাজ্যের আরেক দাপুটে নেতা কৈলাশ বিজয়বর্গীয়র। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে থাকতে পারেন জ্য়োতিরাদিত্য সিন্ধিয়াও। এইবার বিধানসভা নির্বাচনে তাঁর অভিষেক হতে পারে বলে শোনা যাচ্ছে। মধ্য প্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা না করার বিষয়ে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “শিবরাজ সিং চৌহান বর্তমানে মুখ্যমন্ত্রী। নির্বাচনের পর কে মুখ্যমন্ত্রী হবেন, তা দলের ঠিক করার কথা। দলই ঠিক করবে।” তাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মুখ্যমন্ত্রী হিসেবে হয়তো দৌড় শেষ হতে চলেছে শিবরাজ সিং চৌহানের।