Mizoram Assembly Election Results 2023 LIVE: লালডুহোমাকে অভিনন্দন জানিয়ে মিজোরামবাসীর পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রী মোদীর

| Edited By: | Updated on: Dec 04, 2023 | 10:03 PM

Assembly Election Results 2023 LIVE Counting and Updates: ৪০ আসনের বিধানসভা নির্বাচনে মোট ১৭৪ জন প্রার্থী লড়েছিলেন। মিজোরামে মুখ্য প্রতিদ্বন্দ্বী দলগুলি হল মিজো ন্যাশনাল ফ্রন্ট, জ়োরাম পিপলস মুভমেন্ট ও কংগ্রেস। তিনটি দলই ৪০ আসনে প্রার্থী দিয়েছিল। বিজেপি মাত্র ১৩টি আসনে প্রার্থী দিতে পেরেছিল। আম আদমি পার্টিও এবার প্রথম মিজোরামের নির্বাচনে অংশ নিয়েছিল।

Mizoram Assembly Election Results 2023 LIVE: লালডুহোমাকে অভিনন্দন জানিয়ে মিজোরামবাসীর পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রী মোদীর
মিজোরাম ভোটে জয়ী জেডপিএম নেতাকে অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।Image Credit source: TV9 Bangla

৪ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। আজ, সোমবার মিজোরামের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হবে।  সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা। বিকেলের মধ্যেই নির্বাচনের ফল প্রকাশ হবে। গত ৭ নভেম্বর মিজোরামে বিধানসভা নির্বাচন হয়। ৪০ আসনের বিধানসভা নির্বাচনে মোট ১৭৪ জন প্রার্থী লড়েছিলেন। মিজোরামে মুখ্য প্রতিদ্বন্দ্বী দলগুলি হল মিজো ন্যাশনাল ফ্রন্ট, জ়োরাম পিপলস মুভমেন্ট ও কংগ্রেস। তিনটি দলই ৪০ আসনে প্রার্থী দিয়েছিল। বিজেপি মাত্র ১৩টি আসনে প্রার্থী দিতে পেরেছিল। আম আদমি পার্টিও এবার প্রথম মিজোরামের নির্বাচনে অংশ নিয়েছিল। ৪টি আসনে লড়েছে আপ প্রার্থীরা। গতকাল, ৩ ডিসেম্বরই বাকি ৪ রাজ্যের সঙ্গে মিজোরামের নির্বাচনের ফল প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু শুক্রবারই নির্বাচন কমিশনের তরফে মিজোরামের ফল প্রকাশ একদিন পিছিয়ে দেওয়া হয়।  মিজোরামে রবিবার দিনটি পবিত্র দিন বলে মনে করা হয় বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

২০১৮ সালে মিজোরামের বিধানসভা নির্বাচনে ২৬ আসনে জয়ী হয়েছিল এমএনএফ। কংগ্রেসকে হারিয়ে এনডিএ জোটের শরিক দল সরকার গঠন করেছিল। জ়োরাম পিপলস মুভমেন্ট দল পেয়েছিল ৮টি আসন, কংগ্রেস পেয়েছিল মাত্র ৫টি।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 04 Dec 2023 09:51 PM (IST)

    ZPM ও লালডুহোমাকে জয়ের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

    ZPM ও লালডুহোমাকে জয়ের অভিনন্দন জানিয়ে্ টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিজোরামের উন্নয়নে সবরকম সাহায্যের বার্তাও দিয়েছেন তিনি।

  • 04 Dec 2023 06:43 PM (IST)

    কে মুখ্যমন্ত্রী হবেন?

    মিজোরামে সরকার গড়তে চলেছে ZPM। এবার মুখ্যমন্ত্রী পদে কে বসবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবিদার হিসাবে দলের প্রতিষ্ঠাতা লালডুহোমার নাম উঠলেও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলেই দলের তরফে জানানো হয়েছে। সরকার গঠনের বিষয়ে আগামিকাল দলের নির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে বসবেন লালডুহোমা। সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী কে হবেন, তা স্থির করা হবে বলে সূত্রের খবর।

  • 04 Dec 2023 06:38 PM (IST)

    ZPM-কে জয়ী ঘোষণা করল নির্বাচন কমিশন

    মিজোরামে ভোট গণনা আগেই শেষ হয়ে গিয়েছিল। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। অবশেষে ২৭টি আসন পাওয়া ZPM-কে জয়ী ঘোষণা করল নির্বাচন কমিশন।

  • 04 Dec 2023 05:12 PM (IST)

    সরকার গঠন নিয়ে মঙ্গলবার বৈঠকে বসবে ZPM

    মিজোরাম ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ZPM। এবার সরকার গঠন নিয়ে মঙ্গলবার নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন দলের প্রধান লালডুহোমা এবং দলের কার্যকরী সভাপতি কে সাপদাঙ্গা।

  • 04 Dec 2023 04:18 PM (IST)

    মুখ্যমন্ত্রী পদে ইস্তফা জোরামথাঙ্গার

    রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে নিজের ইস্তফাপত্র জমা দিলেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা।

  • 04 Dec 2023 03:45 PM (IST)

    এই ফল অপ্রত্যাশিত: বিজেপি

    মিজোরামে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়তে চলেছে ZPM। MNF পেয়েছে ১০টি আসন এবং বিজেপির ঝুলিতে মাত্র ২টি আসন। ফল প্রকাশের পরই আক্ষেপ ঝরে পড়ল রাজ্য বিজেপি সভাপতির গলায়। তিনি বলেন, “এই ফল অপ্রত্যাশিত ছিল।”

  • 04 Dec 2023 03:40 PM (IST)

    ২৭টি আসন পেয়ে জয় নিশ্চিত করল ZPM

    ২৭টি আসনে জয়ী হয়ে মিজোরামে সরকার গঠন করার বিষয়টি নিশ্চিত করল লালডুহোমার দল ZPM। MNF-এর ঝুলিতে পড়েছে মাত্র ১০টি আসন। বিজেপি পেয়েছে ২টি এবং কংগ্রেস ১টি আসন পেয়েছে।

  • 04 Dec 2023 03:18 PM (IST)

    মুখ্যমন্ত্রী জোরামাথাঙ্গা পরাজিত

    মিজোরামের মুখ্যমন্ত্রী তথা MNF নেতা জোরামাথাঙ্গা আইজল পূর্ব -১ কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন। ZPM নেতা লালথানসাঙ্গার কাছে ২,১০১ ভোটে পরাজিত হলেন তিনি।

  • 04 Dec 2023 01:52 PM (IST)

    ZPM- এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী লালডুহোমা জয়ী

    সকাল থেকেই এগিয়ে রয়েছে ZPM। এবার ZPM নেতা তথা দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী লালডুহোমা সেরচিপ কেন্দ্র জয়ী হলেন।

  • 04 Dec 2023 12:46 PM (IST)

    জয় নিয়ে আত্মবিশ্বাসী ZPM-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী

    মিজোরামে এবার ক্ষমতায় আসছেন তাঁরাই, আত্মবিশ্বাসী জোরাম পিপলস মুভমেন্ট পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী লালদুহোমা। তিনি বলেন, “আগামিকাল বা তার পরেরদিন আমি রাজ্যপালের সঙ্গে দেখা করব। এই মাসেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।”

  • 04 Dec 2023 11:49 AM (IST)

    ২ আসনে জয়ী ZPM

    মিজোরামের দুই আসনে জয়ী বিরোধী দল জ়োরাম পিপলস মুভমেন্ট দল। ৪০ আসনের মধ্যে ২৪ আসনেই এগিয়ে জেডপিএম।

  • 04 Dec 2023 11:48 AM (IST)

    ফল প্রকাশের আগেই উদযাপন ZPM সমর্থকদের

    গণনা এখনও শেষ হয়নি। তার আগেই মিজোরামে বিজয়োৎসব শুরু করল জ়োরাম পিপলস মুভমেন্ট পার্টির কর্মী ও সমর্থকরা।

  • 04 Dec 2023 11:22 AM (IST)

    এগোচ্ছে বিজেপিও

    মিজোরামে ভোট বাড়তে পারে বিজেপির। গত নির্বাচনে মাত্র একটি আসনে জয়ী হয়েছিল বিজেপি। আজ গণনা চলাকালীন, সকাল ১১টার ট্রেন্ড অনুযায়ী ৩ আসনে এগিয়ে বিজেপি। মাত্র ১ আসনে এগিয়ে কংগ্রেস।

  • 04 Dec 2023 11:20 AM (IST)

    বাড়ছে MNF-র আসন সংখ্যা

    বেলা বাড়তেই ফের পরিবর্তন মিজোরামের ভোট গণনার ট্রেন্ডে। সকাল থেকেই বিরোধী দল জ়োরাম পিপলস মুভমেন্ট বা জেডপিএম এগিয়ে থাকলেও, ধীরে ধীরে আসন সংখ্যা বাড়ছে শাসক দল মিজো ন্যাশনাল ফ্রন্টেরও। বর্তমানে জেডপিএম এগিয়ে ২৬ আসনে, এমএনএফ এগিয়ে ১০ আসনে।

  • 04 Dec 2023 10:46 AM (IST)

    ২৯ আসনে এগিয়ে ZPM

    মিজোরামে সকাল থেকেই শুরু হয়েছে ভোটগণনা। গণনা শুরু হতেই দেখা গিয়েছে তরতরিয়ে এগিয়ে যাচ্ছে জোরাম পিপলস মুভমেন্ট। শেষ পাওয়া আপডেট অনুযায়ী ২৯টি আসনে এগিয়ে রয়েছে ZPM। মিজো ন্যাশনাল ফ্রন্ট এগিয়ে রয়েছে ৭টি আসনে। বিজেপি ৩টি আসনে এবং কংগ্রেস ১টি আসনে।

  • 04 Dec 2023 09:54 AM (IST)

    ২২ আসনে এগিয়ে বিরোধী দল

    মিজোরামে পালাবদলের সম্ভাবনা প্রবল। ক্ষমতায় আসতে পারে জ়োরাম পিপলস মুভমেন্ট দল। ইতিমধ্যেই ২২টি আসনে এগিয়ে গিয়েছে জেডপিএম, যা সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা থেকে বেশি।

  • 04 Dec 2023 09:12 AM (IST)

    ১৯ আসনে এগিয়ে ZPM

    গণনা শুরুর এক ঘণ্টার মধ্যে ১৯ আসনে এগিয়ে গেল জ়োরাম পিপলস মুভমেন্ট। শাসক দল এমএনএফ এগিয়ে ১২ আসনে। কংগ্রেস এগিয়ে ৮ আসনে, বিজেপি এগিয়ে রয়েছে মাত্র ১ আসনে।

  • 04 Dec 2023 08:34 AM (IST)

    ৫ আসনে এগিয়ে ZPM

    গণনার শুরুতেই ৫ আসনে এগিয়ে জ়োরাম পিপলস মুভমেন্ট। ৪ আসনে এগিয়ে রয়েছে শাসক দল মিজো ন্যাশনাল ফ্রন্ট। কংগ্রেসও এগিয়ে রয়েছে ৪ আসনে।

  • 04 Dec 2023 08:25 AM (IST)

    চলছে গণনা

    আইজলের বুথে শুরু হয়েছে ভোট গণনা।

  • 04 Dec 2023 08:06 AM (IST)

    শুরু হল ভোট গণনা

    মিজোরামে শুরু হল ভোট গণনা। বুথে বুথে স্ট্রং রুম খোলা হয়েছে। গণনা শুরু হয়েছে ব্যালট পেপারের।

  • 04 Dec 2023 07:47 AM (IST)

    আনা হচ্ছে ব্যালট বক্স

    আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে গণনা। বিভিন্ন বুথে ইতিমধ্যেই আনা হয়েছে ব্যালট বোঝাই বাক্স। রয়েছে কড়া নিরাপত্তাও।

  • 04 Dec 2023 07:40 AM (IST)

    কড়া নিরাপত্তা বুথে

    বুথে বুথে গণনার প্রস্তুতি চলছে। কড়া নিরাপত্তা মোতায়েন রয়েছে গণনা কেন্দ্রগুলিতে।

  • 04 Dec 2023 07:35 AM (IST)

    চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

    আর আধ ঘণ্টা বাদেই মিজোরামে শুরু হবে ভোটগণনা। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বুথে বুথে।

  • 04 Dec 2023 07:27 AM (IST)

    আর কিছুক্ষণ পরই শুরু হবে ভোটগণনা

    মিজোরামে সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা। দুপুর বা বিকেলের মধ্যেই গণনা শেষ হয়ে যাবে।

  • 04 Dec 2023 07:22 AM (IST)

    মিজোরামে ক্ষমতায় আসবে কে?

    বুথ ফেরত সমীক্ষায় এবার মিজোরামে পালাবদলের সম্ভাবনাই উঠে এসেছে। মিজ়ো ন্যাশনাল ফ্রন্টকে হারিয়ে ক্ষমতায় আসতে পারে বিরোধী দল জ়োরাম পিপলস মুভমেন্ট। জেডপিএম পেতে পারে ২৮ থেকে ৩৫টি আসন। এমএনএফের মাত্র ৩ থেকে ৭টি আসনে জেতার সম্ভাবনা রয়েছে। কংগ্রেস মাত্র ২ থেকে ৪টি আসন পাবে, বিজেপি সর্বাধিক ২টি আসন পেতে পারে।

Published On - Dec 04,2023 7:18 AM

Follow Us: