দক্ষিণ ২৪ পরগনা: আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভায় পুরভোট। তার আগে বারুইপুরে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে এলেন রাজ্য়ের পরিবহণ মন্ত্রী তথা মালদা জেলা পর্যবেক্ষক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। জনসভা থেকে সিপিএম-কংগ্রেসের পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ ফিরহাদের। বললেন, “আজকাল মীরজাফর আর পাল্টি খাওয়া নেতারা বিরোধী দলনেতা হয়।”
পুরভোটের আগে প্রচারে শান দিচ্ছেন প্রত্যেক রাজনৈতিক দলগুলি। সম্প্রতি, বারুইপুরে প্রচারে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিশানা করেন ফিরহাদ। কিছুদিন আগেও পুরপ্রচারে গিয়ে সিপিএমের পাশাপাশি কংগ্রেসেরও কড়া সমালোচনা করেছিলেন তৃণমূল নেতা। এ বার বারুইপুরে বক্তব্য রাখতে গিয়ে ফিরহাদ বলেন, “সিপিএম, কংগ্রেসের তো কোনও জায়গাই নেই! ওদের তো খুঁজেই পাওয়া যায় না, তো লড়াই কী করে করবে! কোনও বিরোধী নেতাও তৈরি করতে পারল না। যত মীরজাফর আর পাল্টি খাওয়া নেতারা আজকাল বিরোধী দলনেতা।”
কিছুদিন আগেই ফিরহাদ শুভেন্দু প্রসঙ্গে বলেছিলেন, “এখন শুভেন্দু হচ্ছেন একমাত্র বিজেপি নেতা, যিনি ঘুরে বেড়াচ্ছেন। বাকি সব ঘরে ঢুকে আছে। তাই তাঁর নিরাপত্তা বাড়ানো হচ্ছে। তবে বেশি দিন বিজেপিতে থাকবে না শুভেন্দু অধিকারী। অনেক বিজেপি বিধায়ক আমাদের দলে আসতে চাইছেন। এরপর তো বিজেপি দল ফাঁকা হয়ে যাবে। তখন শুভেন্দু কী করবে?”
বস্তুত, শুভেন্দুকে নিয়ে এই ধরনের মন্তব্য এই প্রথম নয়। সাম্প্রতিক সময়ে, এর আগেও একাধিক তৃণমুল নেতাকে এই বিষয়ে সরব হতে দেখা গিয়েছে। যদিও কিছুদিন আগেই টুইট করে এই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। তাঁর বক্তব্য ছিল, যে ধরনের খবর ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়ো। দল বদলানোর বা তৃণমূলে ফেরার কোনও ভাবনাই নেই শুভেন্দুর। কিন্তু তা সত্ত্বেও তৃণমূল নেতারা মনে করছেন, বিজেপিতে বর্তমানে যা অবস্থা – যেভাবে সব জায়গায় দল পর্যদুস্ত হচ্ছে, হারের সম্মুখীন হতে হচ্ছে – সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু আর বেশিদিন বিজেপিতে টিকতে পারবেন না।
আর এই জল্পনার মাঝেই আরও একটি প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে শুভেন্দু যদি বিজেপি ছাড়েন, তাহলে কি পুরানো দল তাঁকে স্বাগত জানাবে? শুভেন্দুর দল বদলের জল্পনা উস্কে দিলেও, তৃণমূলে তাঁকে ফের নেওয়া হবে কি না, সেই বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু বলছেন না তৃণমূল নেতারা। তাঁকে নেওয়া হবে – এই কথাও যেমন বলা হচ্ছে না, ঠিক একইভাবে শুভেন্দু ফিরে এলে তাঁকে নেওয়া হবে না – এমন স্পষ্ট বার্তাও পাওয়া যায়নি।
আরও পড়ুন: Municipal Elections 2022: ‘এ বার আইপ্যাক কোথায় গেল…দালালির সময় অনেক লোক পাওয়া যায়!’