Punjab Assembly Election 2022 : বিজেপির জার্সি পরে পঞ্জাবের নির্বাচনী রিংয়ে এইবার ‘গ্রেট খালি’

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Feb 10, 2022 | 2:52 PM

Punjab Assembly Poll 2022 : পঞ্জাব নির্বাচনের প্রাক্কালে বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টিতে (BJP) যোগ দিলেন পেশাদার কুস্তিগীর এবং ওয়ার্ল্ড রেস্টলিং এন্টারটেইনমেন্ট (WWE) স্টার দালিপ সিং রানা।

Follow Us

নয়া দিল্লি : পঞ্জাব নির্বাচনের প্রাক্কালে বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টিতে (BJP) যোগ দিলেন পেশাদার কুস্তিগীর এবং ওয়ার্ল্ড রেস্টলিং এন্টারটেইনমেন্ট (WWE) স্টার দালিপ সিং রানা। তিনি সবার মুখে “দ্য গ্রেট খালি” নামেই পরিচিত। এদিন দিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়ে এই যোগদান পর্ব হয়। তাঁকে বেলা ১ টায় সাংবাদিক সম্মেলন করে দলে আহ্বান জানানো হয়। বিজেপিতে যোগ দিয়ে কুস্তিগীর খালি বলেছেন, “আমি বিজেপিতে যোগ দিতে পেরে আনন্দিত… আমি মনে করি যে জাতির জন্য প্রধানমন্ত্রী মোদীর কাজ তাঁকে সঠিক প্রধানমন্ত্রী করে তোলে। তাই ভেবেছি দেশের উন্নয়নের জন্য কেন তাঁর সরকারের অংশ হবে না। বিজেপির জাতীয় নীতি দ্বারা প্রভাবিত হয়ে আমি বিজেপিতে যোগ দিয়েছি।”

‘দ্য গ্রেট খালি’ এর বিজেপিতে যোগদান

পঞ্জাবের নির্বাচেনর আগে বিজেপিতে যোগ দিলেন পেশাদার কুস্তিগীর দালিপ সিং রানা। বিজেপিতে যোগ দিয়েই তিনি জানিয়েছেন যে, বিজেপিতে যোগ দিতে পেরে তিনি খুব আনন্দিত। বিজেপিতে যোগ দিয়ে তিনি প্রধানমন্ত্রীর অনেক গুণগানও করেন। তিনি জানিয়েছেন যে, দেশের জন্য নরেন্দ্র মোদীর কাজই তাঁকে এই দেশের যোগ্য প্রধানমন্ত্রী করে তোলে। তিনি বিজেপির নীতির দ্বারা তিনি প্রভাবিত হয়েই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। খালির বিজেপিতে যোগদানে কেন্দ্রীয় মন্ত্রী এবং বরিষ্ঠ বিজেপি নেতা জিতেন্দ্র সিং বলেছেন, “দ্য গ্রেট খালির আমাদের দলে যোগদান দেশের জনগণ এবং যুব সম্প্রদায়ের কাছে একটি প্রেরণা।” উল্লেখ্য, বিজেপির সঙ্গে গ্রেট খালির আগে থেকেই যোগাযোগ ছিল। তিনি ২০১৯ এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রচারে এসেছিলেন। তিনি যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরার হয়ে নির্বাচনী প্রচার করেছিলেন।

‘দ্য গ্রেট খালি’

৪৯ বছর বয়সী গ্রেট খালি একজন প্রাক্তন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তাঁকে ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ WWE হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়। ৭ ফুট ১ ইঞ্চি উচ্চতা এবং ৩৪৭ পাউন্ড ওজনের খালি ২০০৬ সালে WWE তে উপস্থিত হয়। WWE তে একজন পেশাদার কুস্তিগীর হিসাবে তাঁর কর্মজীবনে কিছু সর্বশ্রেষ্ঠ কুস্তিগীরদের সঙ্গে পায়ে পা রেখে যুদ্ধ করেছেন খালি। তিনি ২০০৭ সালে বিশ্বের হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। WWE তে তাঁর সাফল্যের কারণে, দ্য গ্রেট খালি ম্যাকগ্রুবার, গেট স্মার্ট এবং অ্যাডাম স্যান্ডলার অভিনীত দ্য লংগেস্ট ইয়ার্ডের মতো বেশ কয়েকটি হলিউড চলচ্চিত্রে ক্যামিও করেছেন। তিনি রিয়্যালিটি শো বিগ বসেও অংশগ্রহণ করেছিলেন। খালি হিমাচল প্রদেশের সিরমাউর জেলার ছোট শহর ধরাইনায় একটি পাঞ্জাবি হিন্দু রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। WWE থেকে অবসর নেওয়ার পর তিনি কন্টিনেন্টাল রেস্টলিং এন্টারটেইনমেন্ট নামে একটি ভারতীয় পেশাদার কুস্তি প্রচার ও প্রশিক্ষণ অ্য়াকাডেমি খোলেন।

পঞ্জাব বিধানসভা নির্বাচন

পঞ্জাব বিধানসভা নির্বাচনের প্রাক্কালে খালির বিজেপিতে যোগদান তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। পঞ্জাবে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি। ভোট গণনা হবে ১০ মার্চ। উল্লেখ্য, ২০২০ সালে দিল্লি সীমানায় কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় আন্দোলনরত কৃষকদের সমর্থন করেছিলেন।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

নয়া দিল্লি : পঞ্জাব নির্বাচনের প্রাক্কালে বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টিতে (BJP) যোগ দিলেন পেশাদার কুস্তিগীর এবং ওয়ার্ল্ড রেস্টলিং এন্টারটেইনমেন্ট (WWE) স্টার দালিপ সিং রানা। তিনি সবার মুখে “দ্য গ্রেট খালি” নামেই পরিচিত। এদিন দিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়ে এই যোগদান পর্ব হয়। তাঁকে বেলা ১ টায় সাংবাদিক সম্মেলন করে দলে আহ্বান জানানো হয়। বিজেপিতে যোগ দিয়ে কুস্তিগীর খালি বলেছেন, “আমি বিজেপিতে যোগ দিতে পেরে আনন্দিত… আমি মনে করি যে জাতির জন্য প্রধানমন্ত্রী মোদীর কাজ তাঁকে সঠিক প্রধানমন্ত্রী করে তোলে। তাই ভেবেছি দেশের উন্নয়নের জন্য কেন তাঁর সরকারের অংশ হবে না। বিজেপির জাতীয় নীতি দ্বারা প্রভাবিত হয়ে আমি বিজেপিতে যোগ দিয়েছি।”

‘দ্য গ্রেট খালি’ এর বিজেপিতে যোগদান

পঞ্জাবের নির্বাচেনর আগে বিজেপিতে যোগ দিলেন পেশাদার কুস্তিগীর দালিপ সিং রানা। বিজেপিতে যোগ দিয়েই তিনি জানিয়েছেন যে, বিজেপিতে যোগ দিতে পেরে তিনি খুব আনন্দিত। বিজেপিতে যোগ দিয়ে তিনি প্রধানমন্ত্রীর অনেক গুণগানও করেন। তিনি জানিয়েছেন যে, দেশের জন্য নরেন্দ্র মোদীর কাজই তাঁকে এই দেশের যোগ্য প্রধানমন্ত্রী করে তোলে। তিনি বিজেপির নীতির দ্বারা তিনি প্রভাবিত হয়েই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। খালির বিজেপিতে যোগদানে কেন্দ্রীয় মন্ত্রী এবং বরিষ্ঠ বিজেপি নেতা জিতেন্দ্র সিং বলেছেন, “দ্য গ্রেট খালির আমাদের দলে যোগদান দেশের জনগণ এবং যুব সম্প্রদায়ের কাছে একটি প্রেরণা।” উল্লেখ্য, বিজেপির সঙ্গে গ্রেট খালির আগে থেকেই যোগাযোগ ছিল। তিনি ২০১৯ এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রচারে এসেছিলেন। তিনি যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরার হয়ে নির্বাচনী প্রচার করেছিলেন।

‘দ্য গ্রেট খালি’

৪৯ বছর বয়সী গ্রেট খালি একজন প্রাক্তন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তাঁকে ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ WWE হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়। ৭ ফুট ১ ইঞ্চি উচ্চতা এবং ৩৪৭ পাউন্ড ওজনের খালি ২০০৬ সালে WWE তে উপস্থিত হয়। WWE তে একজন পেশাদার কুস্তিগীর হিসাবে তাঁর কর্মজীবনে কিছু সর্বশ্রেষ্ঠ কুস্তিগীরদের সঙ্গে পায়ে পা রেখে যুদ্ধ করেছেন খালি। তিনি ২০০৭ সালে বিশ্বের হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। WWE তে তাঁর সাফল্যের কারণে, দ্য গ্রেট খালি ম্যাকগ্রুবার, গেট স্মার্ট এবং অ্যাডাম স্যান্ডলার অভিনীত দ্য লংগেস্ট ইয়ার্ডের মতো বেশ কয়েকটি হলিউড চলচ্চিত্রে ক্যামিও করেছেন। তিনি রিয়্যালিটি শো বিগ বসেও অংশগ্রহণ করেছিলেন। খালি হিমাচল প্রদেশের সিরমাউর জেলার ছোট শহর ধরাইনায় একটি পাঞ্জাবি হিন্দু রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। WWE থেকে অবসর নেওয়ার পর তিনি কন্টিনেন্টাল রেস্টলিং এন্টারটেইনমেন্ট নামে একটি ভারতীয় পেশাদার কুস্তি প্রচার ও প্রশিক্ষণ অ্য়াকাডেমি খোলেন।

পঞ্জাব বিধানসভা নির্বাচন

পঞ্জাব বিধানসভা নির্বাচনের প্রাক্কালে খালির বিজেপিতে যোগদান তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। পঞ্জাবে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি। ভোট গণনা হবে ১০ মার্চ। উল্লেখ্য, ২০২০ সালে দিল্লি সীমানায় কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় আন্দোলনরত কৃষকদের সমর্থন করেছিলেন।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

Next Article