Municipal Election 2022: পদ্ম-ফেরৎ সব্যসাচীতে ফের ভরসা তৃণমূলের, বাদ পড়লেন তাপস

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 30, 2021 | 10:57 PM

Municipal Election 2022: বিধাননগর পুরনিগমের প্রাক্তন মেয়র ছিলেন সব্যসাচী দত্ত। পরবর্তী সময়ে তিনি পদ্মশিবিরে যোগদানের পর মেয়র পদ ত্যাগ করেছিলেন। তৃণমূলে প্রত্যাবর্তনের পর ফের একবার প্রার্থী হলেন তিনি।

Municipal Election 2022: পদ্ম-ফেরৎ সব্যসাচীতে ফের ভরসা তৃণমূলের, বাদ পড়লেন তাপস
এক্স ফ্যাক্টর হতে পারেন সব্যসাচী দত্ত

Follow Us

কলকাতা : একসময় বিধাননগর পুর নিগমের মেয়র ছিলেন সব্যসাচী দত্ত। শুধু তাই নয়, বিধাননগর অঞ্চলের দাপুটে নেতা হিসেবেই তাঁর পরিচিতি। হাতের তালুর মতো চেনেন বিধাননগর। তবে মাঝে বদলেছেন রঙ। গেরুয়া হাওয়ায় গা ভাসিয়েছিলেন তিনিও। ঘাসফুল ছেড়ে হাত ধরেছিলেন পদ্মের। পরে তৃণমূলে প্রত্যাবর্তন হলেও তাঁকে আবার ভরসা করে মমতা প্রার্থী করবেন কি না, তা নিয়ে জল্পনা ছিল। বৃহস্পতিবারই প্রকাশ্যে এল তৃণমূলের প্রার্থী তালিকা। আর সেখানে সব্যসাচীর নাম বুঝিয়ে দিল তাঁর ওপর এখনও ভরসা অটুট তৃণমূলের। তবে এবার উল্লেখযোগ্যভাবে বাদ পড়েছেন তৃণমূল নেতা তাপস চট্টোপাধ্যায়।

এ দিন কালীঘাটে মমতা বন্দ্য়োপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় ও দলের অন্যান্য শীর্ষস্তরের নেতাদের বৈঠকের পরই প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হলেও প্রার্থীদের নাম নিয়ে মুখ খোলেননি তিনি। পরে রাতে প্রার্থী তালিকা প্রকাশ হলে দেখা যায়, ৩১ নম্বর ওয়ার্ড থেকেই প্রার্থী করা হয়েছে সব্যসাচীকে। এই ওয়ার্ড থেকেই ২০১৫ তে জয়ী হয়েছিলেন তিনি।

এ দিন প্রার্থী হওয়ার পর সব্যসাচী বলেন, ‘আমি অন্য দলে চলে গিয়েছিলাম। সেখান থেকে মমতা দি আবার আমাকে দলে নিয়েছেন। কাজ করার সুযোগ দিয়েছেন। ওনার সম্মান যাতে রাখতে পারি, সেটাই প্রার্থনা করব।’ তিনি আরও বলেন, ‘বিধানসভা নির্বাচনে লড়েছিলাম। হেরেও গিয়েছিলাম। তবে আমি এখনও বলতে পারি, ব্যক্তি আমি হারিনি, মমতাদির ছবির বিরুদ্ধে লড়তে পারিনি।’

উল্লেখ্য, বিধাননগর বিধানসভা কেন্দ্রে ২০২১-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সুজিত বসু বিরুদ্ধে পদ্ম প্রতীকে প্রতিদ্বন্দিতা করেছিলেন সব্যসাচী দত্ত। বিধানসভা নির্বাচনের নিরিখে বিধাননগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সল্টলেকের ১৪ টি ওয়ার্ডের মধ্যে আটটি ওয়ার্ডে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। মাত্র ছ টি ওয়ার্ডে নিজেদের ভোট এগিয়ে রাখতে পেরেছিল তৃণমূল। বিধাননগর পুরনিগমের অন্তর্গত মোট ৪১ টি ওয়ার্ড রয়েছে। এর মধ্যে বিধাননগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রয়েছে ১৪ টি ওয়ার্ড। মূলত পুরনিগমের ২৮ নম্বর ওয়ার্ড থেকে ৪১ নম্বর ওয়ার্ড- এই ১৪ টি রয়েছে সল্টলেকের মধ্যে।

তবে, এবার প্রার্থী তালিকায় জায়গা পাননি বিধাননগরের প্রাক্তন ডেপুটি মেয়র তথা রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। টিকিট পেয়েছেন তাঁর মেয়ে আরাত্রিকা ভট্টাচার্য।

সম্প্রতি, তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে আসে। অর্থের বিনিময়ে প্রার্থীর নাম সুপারিশ করা হচ্ছে বলে অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগও জানানো হয়। যদিও এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেন বিধায়ক।

অভিযোগ, শুধু অনুগামীদেরই নয়, নিজের মেয়েকেও টিকিট দিতে চেয়েছিলেন তাপস চট্টোপাধ্যায়। ওই চিঠিতে তৃণমূলের বিক্ষুব্ধ কর্মীরা লেখেন, ‘তাপস চট্টোপাধ্যায় নিজের স্বার্থ দেখেন। মেয়েকে প্রার্থী হিসাবে দাঁড় করাবেন বলে এলাকার বহু পুরনো তৃণমূল কর্মী ও ৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরকে অন্য ওয়ার্ডে সরাতে চাইছেন। একইভাবে বাদ দিয়েছেন ১ নম্বর ওয়ার্ডের সুস্মিতা দাস, ৫ নম্বর ওয়ার্ডের স্বাতী বন্দ্যোপাধ্যায়কে।’ তবে, প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন তাঁর মেয়ে।

আরও পড়ুন : Municipal Election 2022: স্বচ্ছ ভাবমূর্তিতেই জোর! রাতেই প্রার্থী তালিকা প্রকাশ্যে আনছে তৃণমূল

Next Article