AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Telangana Assembly Election Exit Poll: ‘৭০-এরও বেশি আসনে জিতব’, এক্সিট পোলকে চ্যালেঞ্জ কেসিআর-পুত্রের

KT Rama Rao: বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠকে তেলঙ্গানার মন্ত্রী তথা বিআরএস নেতা কে টি রামা রাও বলেন, ২০১৮ সালেও বেশ কিছু বুথ ফেরত সমীক্ষায় আভাস দেওয়া হয়েছিল বিআরএস হেরে যাবে। কিন্তু সেই সব বুথ ফেরত সমীক্ষা শেষ পর্যন্ত ভুল প্রমাণিত হয়েছে।

Telangana Assembly Election Exit Poll: '৭০-এরও বেশি আসনে জিতব', এক্সিট পোলকে চ্যালেঞ্জ কেসিআর-পুত্রের
কে টি রামা রাওImage Credit: TV9 Network
| Edited By: | Updated on: Nov 30, 2023 | 8:58 PM
Share

হায়দরাবাদ: একাধিক বুথ ফেরত সমীক্ষা বলছে, তেলঙ্গানায় এবার জোর টক্কর হতে চলেছে। গতবার যেভাবে একতরফা জয় এসেছিল কে চন্দ্রশেখর রাওদের, এবার তেমন নাও হতে পারে বলে পূর্বাভাস বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায়। একক সংখ্যাগরিষ্ঠতা পর্যন্ত না পৌঁছলেও বুথ ফেরত সমীক্ষাগুলিতে এগিয়ে রাখা হচ্ছে কংগ্রেস শিবিরকেই। তবে এক্সিট পোলের যাবতীয় পূর্বাভাস ও ট্রেন্ডকে হেলায় উড়িয়ে দিচ্ছেন কেসিআর-পুত্র তথা বিআরএস-এর কার্যকরী সভাপতি কে টি রামা রাও। বরং, ৭০-এর বেশি আসন জিতে ফের তেলঙ্গানায় বিআরএস ফিরবে বলে আত্মপ্রত্যয়ী তিনি।

বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠকে তেলঙ্গানার মন্ত্রী তথা বিআরএস নেতা কে টি রামা রাও বলেন, ২০১৮ সালেও বেশ কিছু বুথ ফেরত সমীক্ষায় আভাস দেওয়া হয়েছিল বিআরএস হেরে যাবে। কিন্তু সেই সব বুথ ফেরত সমীক্ষা শেষ পর্যন্ত ভুল প্রমাণিত হয়েছে। এবারের ভোট নিয়েও ভীষণ আত্মপ্রত্যয়ী সুর তাঁর গলায়। বললেন, “যাঁরা বিআরএসকে নিজেদের বন্ধু ভাবেন, যাঁরা চান কেসিআর আবার ফিরে আসুন… আমি তাঁদের কথা দিচ্ছি আগামী ৩ ডিসেম্বর আমরাই ফিরে আসছি। আমরা ৭০টিরও বেশি আসন নিয়ে ফিরে আসব।”

আগামী ৩ ডিসেম্বর (রবিবার) তেলঙ্গানার ১১৯টি আসনের ভোটগণনা। বৃহস্পতিবারই ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। শেষ পর্যন্ত কার মুখে হাসি চওড়া হবে, সেই অপেক্ষাতেই তেলঙ্গানাবাসী। বুথ ফেরত সমীক্ষাগুলিতে পূর্বাভাস, এবারের ভোটগণনা পর্বের শেষে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে আসাদউদ্দিন ওয়াইসির মিমের। তেলঙ্গানায় একক সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে দরকার ৬০টি আসন। গতবার ৮৮টি আসনে জিতেছিল কেসিআর-এর দল। কিন্তু এবার বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে, কারও একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আভাস নেই। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিআরএসকে কিছুটা পিছনে ফেলে দিতে পারে কংগ্রেস। খাতা খুলবে বিজেপিও। আর এখানেই বড় ভূমিকায় উঠে আসতে পারে ওয়েইসির দল।

এদিকে বুথ ফেরত সমীক্ষা নিয়ে আশার আলো দেখছে তেলঙ্গানার কংগ্রেস শিবির। তেলঙ্গানার দায়িত্বে থাকা কংগ্রেস নেতা মানিকরাও ঠাকরের বক্তব্য, “মানুষ কংগ্রেসের সরকার চাইছে। বিআরএস নিজেদের প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে। আমরা ৭০-এর থেকেও বেশি আসনে জিতব। তারপর মুখ্যমন্ত্রী কে হবেন, তা দলের হাইকমান্ড ঠিক করবে।”

অন্যদিকে বিজেপির তেলঙ্গানা রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি আবার অভিযোগ তুলেছেন কংগ্রেস ও বিআরএস উভয় শিবিরের বিরুদ্ধেই। বললেন, “পুলিশের সামনেই টাকা-মদ বিলি করা হয়েছে (নিশানায় বিআরএস ও কংগ্রেস)। কোথাও কোথাও ১০০-২০০ লোক নিয়ে প্রার্থীরা বুথে ঢুকে পড়েছিল। আমাদের কর্মী সমর্থকরা বাধা দেওয়ার চেষ্টা করলে, তাদের উপর হামলা হয়েছে। এই নিয়ে আমরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছি।”