AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Uttar Pradesh Assembly Election 2022 : নির্বাচনী অভিষেকে অখিলেশকে উপহার ‘বন্ধু’ প্রিয়াঙ্কার, কারহাল থেকে মনোনয়ন পেশ করলেন না কংগ্রেস প্রার্থী

Congess : কারহাল বিধানসভা কেন্দ্রের জন্য মনোনয়ন পেশের শেষ দিন ছিল আজ। তবে শেষ মুহূর্তে এই আসন থেকে মনোনয়ন দাখিল করলেন না কংগ্রেস প্রার্থী।

Uttar Pradesh Assembly Election 2022 : নির্বাচনী অভিষেকে অখিলেশকে উপহার 'বন্ধু' প্রিয়াঙ্কার, কারহাল থেকে মনোনয়ন পেশ করলেন না কংগ্রেস প্রার্থী
ফাইল চিত্র।
| Edited By: | Updated on: Feb 01, 2022 | 11:09 PM
Share

আগ্রা : কারহাল বিধানসভা নির্বাচনে প্রার্থীর নাম আগেই ঘোষণা করে দিয়েছিল কংগ্রেস। মঙ্গলবার কারহাল বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার কথাও ছিল। কিন্তু শেষ মুহূর্তে প্রার্থীকে মনোনয়ন জমা দেওয়া থেকে বিরত রাখল শতাব্দী প্রাচীন দল (GOP)। উল্লেখ্য, কারহাল বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। কংগ্রেসের এই পদক্ষেপে ভোট পরবর্তী জোটের সম্ভাবনা দেখতে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

উত্তর প্রদেশে ভোটের প্রচার পুরোদমে শুরু হওয়ার আগেও একবার কংগ্রেস ও সপার জোটের সম্ভাবনা উঁকি দিয়েছিল। লখনউগামী এক বিমানে অখিলেশের সঙ্গে আচমকাই সাক্ষাৎ হয়েছিল প্রিয়াঙ্কা গান্ধীর। সেই সময় প্রিয়াঙ্কা অখিলেশকে বলেছিলেন, “আমাদের শীঘ্রই দেখা করা উচিত।” প্রিয়াঙ্কার সেই উক্তিতে জোট সম্ভাবনা দেখা দিলেও পরবর্তীতে সেই সংক্ষিপ্ত বাক্য বিনিময়কে ‘সৌহার্দ্যপূর্ণ’ আখ্যা দিয়েছিলেন দুই পক্ষই। প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালের বিধানসভা নির্বাচনেও বিজেপির বিরুদ্ধে জোট গড়ে নির্বাচনে লড়েছিল কংগ্রেস ও সপা। যদিও সেই জোটে কোনও দলেরই সেই অর্থে লাভ হয়নি। ৪০৩ আসন বিশিষ্ট উত্তর প্রদেশ বিধানসভায় অখিলেশের দল হাফ সেঞ্চুরির গণ্ডিও পার করতে পারেনি। অপরদিকে ১০০ এর বেশি আসনে লড়ে কংগ্রেসের ঝুলিতে এসেছিল মাত্র ৭ টি আসন। পরবর্তীতে ২০১৯ সালে দুই দলের পথ আলাদা হয়েছিল। তবে তাতেও উত্তর প্রদেশে ঠেকানো যায়নি বিজেপির জয় রথকে।

এই আবহে ২০২২ এর নির্বাচনের জন্য জাতপাতের নিরিখে অঙ্ক কষেছে অখিলেশ। সেই সমীকরণে ঠাঁই পায়নি কংগ্রেস। বদলে সপার সাইকেলে রাষ্ট্রীয় লোকদলকে চাপিয়েছে অখিলেশ। তবে পুরোনো বন্ধু অখিলেশের জন্য কারহাল আসনটি হাত শিবির। যদিও এর নেপথ্যে ভবিষ্যতে জোটের বীজ বপণের ইঙ্গিত দেখছেন রাজনৈতিক মহলের অনেকে।

কারহাল আসনের জন্য মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। আর আজ কংগ্রেস প্রার্থীর মনোনয়ন দাখিল করা থেকে বিরত থাকল কংগ্রেস। কারহাল থেকে কংগ্রেস প্রার্থী ছিলেন জ্ঞানবতী দেবী। মইনপুরীর কংগ্রেসের জেলা সভাপতি গোপাল কুলশ্রেষ্ঠা দলের শেষ মুহূর্তের সিদ্ধান্তে বলেছেন, “জ্ঞানবতী দেবী কারহাল থেকে কংগ্রেস প্রার্থী ছিলেন। যদিও পার্টির হাই কমান্ডের নির্দেশে তাঁকে মনোনয়ন জমা দিতে না করা হয়।” গতকালই কারহালের সপা প্রার্থী অখিলেশ যাদব এই আসনের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন। এই প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়তে চলেছেন চারবারের সাংসদ অখিলেশ যাদব। এর আগে ২০১২ সালে যখন তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন তখন তিনি বিধান পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে সরকার পরিচালনা করেছিলেন। ১০ ফেব্রুয়ারি থেকে শুরু করে ৭ মার্চ অবধি সাত দফায় নির্বাচন হবে দেশের এই বৃহত্তম রাজ্যে। ভোট গণনা হবে ১০ মার্চ। তারপরই হবে চূড়ান্ত ফলাফল ঘোষণা।

আরও পড়ুন : Cow Deaths In MP : গরুদের সুরক্ষা দিতে কোন সরকার এগিয়ে! মধ্যপ্রদেশে গরু মৃত্যু নিয়ে গোভক্তদেরকে খোঁচা কংগ্রেসের