Cow Deaths In MP : গরুদের সুরক্ষা দিতে কোন সরকার এগিয়ে! মধ্যপ্রদেশে গরু মৃত্যু নিয়ে গোভক্তদেরকে খোঁচা কংগ্রেসের

Cow Deaths : গরু মৃত্য়ু নিয়ে মধ্য়প্রদেশে রাজনৈতিক চাপানউতর। কংগ্রেস বিজেপিকে এই নিয়ে আক্রমণ করে বলেছে, তাঁদের শাসনকালে গরুদের সংরক্ষণের জন্য বেশি বরাদ্দ ছিল।

Cow Deaths In MP : গরুদের সুরক্ষা দিতে কোন সরকার এগিয়ে! মধ্যপ্রদেশে গরু মৃত্যু নিয়ে গোভক্তদেরকে খোঁচা কংগ্রেসের
প্রতীকী চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 01, 2022 | 10:21 PM

ভোপাল : প্রথম থেকেই বিজেপি (Bharatiya Janata Party) গোমাতাদের প্রতি একটু সংবেদনশীল। বিজেপির বিভিন্ন স্তরের নেতারা বিভিন্ন সময়ে গরুদের নিয়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছেন। এইবার খোদ গরুদের প্রতি সংবেদনশীল দলের নেতার পরিচালিত গোয়ালেই মারা গেল ৬০ টি গরু। এটি মধ্যপ্রদেশের ভোপালের ঘটনা। রবিবারের এই ঘটনা গোআশ্রয়স্থলগুলির দুর্দশার ছবি তুলে ধরে। গত দুই মাস ধরে গো-আশ্রয়স্থলে বেশ কয়েকটি গরুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

গরুর মৃত্যুর খবরে শাসক দল বিজেপি এবং কংগ্রেসের মধ্য বচসার সৃষ্টি করেছে। মধ্যপ্রদেশে ১,৩৯২ টি রেজিষ্টার করা গরুর আশ্রয়কেন্দ্র রয়েছে। সেখানে মোট ১৮০,০০০ টি গরু রয়েছে। রাজ্য সরকার গরুদের যত্ন নেওয়ার জন্য “গরু মন্ত্রিসভা” নামে একটি বিশেষ সাব ক্যাবিনেট গঠন করেছে। তাদের জন্য বাজেটে ৬০ কোটি টাকাও বরাদ্দ করা হয়েছে। অতিরিক্ত বরাদ্দ হিসেবে রয়েছে ৩০ কোটি টাকাও। এই হিসেব অনুযায়ী প্রতিদিন প্রতিটি গরুর জন্য মাথা পিছু ১৩ টাকা করে বরাদ্দ। তবে সরকারের অনুমান অনুযায়ী একটি গরুর পিছনে প্রতিদিন ২০ টাকা খরচ হওয়ার কথা। সেখানে বরাদ্দে ৭ টাকা করে কম আছে।

আধিকারিকদের মতে, গৌ সব্রধন বোর্ড কর ছাড় দিয়ে গরুর দেখভালের উদ্দেশ্যে অনুদান চাওয়ার জন্য একটি প্রচারাভিযান শুরু করেছিল। দুই বছরে বোর্ড ২.০৯ লক্ষ টাকা অনুদান পেয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পশুপালন বিভাগের আধিকারিক বলেছেন, “সাধারণ মানুষ গরুর যত্ন নেওয়ার ব্যাপারে কোনও আগ্রহ দেখায়নি এবং রাজ্য সরকার ঋণের নিচে চাপা পড়ে যাচ্ছে এবং বোর্ড বাজেটের সীমাবদ্ধতার সম্মুখীন হচ্ছে।” ভোপালে গরু মৃত্যুর ঘটনায়, গরুর আশ্রয়কেন্দ্রের ম্যানেজমেন্ট গরুর খারাপ অবস্থার জন্য “তীব্র” আর্থিক সংকট এবং চরম আবহাওয়াকে দায়ী করেছে। এর তত্ত্বাবধায়ক এবং স্থানীয় বিজেপি নেত্রী নির্মলা দেবী শাণ্ডিল্য বলেছেন যে তিনি কয়েক মাস ধরে সরকারের কাছ থেকে তহবিল পাননি এবং দাবি করেছেন যে ঠান্ডা আবহাওয়া পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলেছে। তিনি বলেছেন, “তাদের ঠান্ডা আবহাওয়া থেকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের কাছে অর্থ ছিল না।” ।

উল্লেখ্য, সম্প্রতি মোরেনা জেলার দেওরিতে অবস্থিত একটি গো-আশ্রয়কেন্দ্রে ১০০ টি গরু মারা গিয়েছিল। এই গো-আশ্রয়কেন্দ্রের পরিচালক অশোক ভাদোরিয়া একইরকম অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, “আমরা গত চার মাস ধরে কোনও তহবিল পাইনি।” তিনি আরও জানিয়েছিলেন যে,আশ্রয়কেন্দ্রে ৩,৫০০ টি গরুর যত্ন নেওয়ার জন্য তাঁদের প্রতিদিন ৭০,০০০ টাকা প্রয়োজন। এই গোটা বিষয়ে মধ্যপ্রদেশের কংগ্রেস কমিটির সভাপতি কমল নাথ বলেছেন, “কংগ্রেসের শাসনকালে আমরা গো-রক্ষা এবং গো-সংরক্ষণের জন্য বাজেট বাড়িয়েছিলাম কিন্তু এখন রাজ্য সরকার বাজেট কমিয়েছে।” তিনি আরও বলেছেন, “রাজ্য সরকারের উচিত গরু বোর্ডের বাজেট কী এবং গরুর যত্ন নেওয়া সংস্থাগুলি কত টাকা পাচ্ছে তা স্পষ্ট করে বলা।” তিনি উপযুক্ত খাদ্য ও সুরক্ষার অভাবে মধ্য প্রদেশের গরুর “অসময়ে” মৃত্যুর জন্য সরকারকে দায়ী করেছেন।

আরও পড়ুন : Uttar Pradesh Assembly Election 2022 : সপার শাসনকালে উত্তর প্রদেশে শুধু দাঙ্গাই হত , অখিলেশকে তোপ যোগীর