UP Assembly election: অখিলেশ যাদব ‘নির্লজ্জ’, কেন এমন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ?
Uttar Pradesh Assembly Election: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিন অখিলেশ যাদবকে চ্যালেঞ্জ করেন অমিত শাহ। সমাজবাদী পার্টি শাসনকালে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিসংখ্যান তুলে ধরার দাবি জানিয়েছেন তিনি।
মুজাফফরনগর: ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ থেকে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly election)। এবারের উত্তর প্রদেশ নির্বাচন বিজেপির কাছে ‘প্রেস্টিজ ফাইট’। যে কোনও ভাবেই রাজ্যের ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি। নির্বাচন ঘোষণা হওয়ার আগে বারবার বিভিন্ন প্রকল্পের উদ্বোধনে উত্তর প্রদেশ গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখানে গিয়ে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) নেতৃত্বাধীন বিজেপি সরকারকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। বিস্তর অভাব অভিযোগ থাকলেও বিজেপি শীর্ষ নেতৃত্ব এবারের নির্বাচনেও যোগীর উপর ভরসা রাখছে, মোদীর কথায় তা স্পষ্ট হয়ে গিয়েছিল। নির্বাচনের কারণে উত্তর প্রদেশে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবার সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে (Akhilesh Yadav) কড়া ভাষায় আক্রমণ করে বিজেপির ‘নাম্বার টু’।
“মিথ্যে কথা বলতে অখিলেশ যাদবের লজ্জাও করেনা। তিনি এমনভাবে মিথ্যা কথা বলেন যে অনেকে তাঁর কথা সত্যি বলে ধরে নেয়। অখিলেশের মতে উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই।” মুজাফফরনগরের জনসভা থেকে বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি রাজত্বে উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কতটা উন্নত হয়েছে সেই কথা মনে করিয়ে দেন অমিত শাহ। অমিতের দাবি, যোগী আদিত্যনাথের শাসনকালে রাজ্যে ডাকাতি ৭০ শতাংশ, চুরি ছিনতাই ৬৯ শতাংশ, খুন ৩০ শতাংশ, অপহরণ ৩৫ শতাংশ এবং ধর্ষণ ৩০ শতাংশ কমেছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিন অখিলেশ যাদবকে চ্যালেঞ্জ করেন অমিত শাহ। সমাজবাদী পার্টি শাসনকালে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিসংখ্যান তুলে ধরার দাবি জানিয়েছেন তিনি। “অখিলেশ বাবু, আপনি সাংবাদিক বৈঠক করবেন এবং আপনার শাসনকালে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা বলবেন। কিন্তু আপনি সাংবাদিক বৈঠক করতে পারবেন না কারন আপনার কাছে সেই সংক্রান্ত কোনও পরিসংখ্যান নেই।”
অখিলেশের পাশাপাশি বাকি বিরোধী দলগুলিকে একযোগে আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর মতে, বিএসপি জাতের রাজনীতিতে অভ্যস্ত, কংগ্রেস পরিবার তন্ত্রকে প্রশ্রয় দেয়, অখিলেশ যাদব গুন্ডা ও মাফিয়াদের নিয়ে কাজ করে। কিন্তু বিজেপির পাঁচ বছরের শাসনে কেউ জাতিবাদ, পরিবার তন্ত্র বা গুন্ডারাজ নিয়ে কোন কথা বলেনি। বিজেপির শাসনে রাজ্য জুড়ে শুধুই উন্নয়ন হয়েছে।
আরও পড়ুন : Dilip Ghosh: ‘দিলীপ ঘোষকে দেখলে লোক এমনিই ভিড় করে, আমি পিছানোর মানুষ নই’, পুলিশের সঙ্গে তুমুল বচসা