AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi in UP: যোগী সরকার অপরাধীদের সঙ্গে ‘জেল জেল’ খেলা খেলছে, বিরোধীদের নিশানা করে বার্তা নমোর

Narendra Modi: মেজর ধ্যানচাঁদ স্পোর্টস ইউনিভার্সিটির ভিত্তি প্রস্থর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

PM Modi in UP: যোগী সরকার অপরাধীদের সঙ্গে ‘জেল জেল’ খেলা খেলছে, বিরোধীদের নিশানা করে বার্তা নমোর
ছবি: সংবাদ সংস্থা
| Edited By: | Updated on: Jan 02, 2022 | 6:03 PM
Share

মিরাট: সামনেই উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন। বেশ কিছুদিন ধরেই একাধিক উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে বারবার উত্তর প্রদেশে যেতে দেখা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। রবিবার, উত্তর প্রদেশের মিরাট থেকে, রাজ্যের আগের সরকারগুলোকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, আগের সরকারের আমলে রাজ্যে দুষ্কৃতী দৌরাত্ম্য ছিল, উত্তর প্রদেশে মাফিয়ারা রাজ করে বেড়াতো। যোগী আদিত্যনাথের সরকার তাদের উপযুক্ত শাস্তি দিয়েছে।

পূর্বের সরকার নিশানা

হকির জাদুকর ধ্যানচাঁদের নামে একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠান থেকে তিনি বলেন, “আগের সরকারের সময় উত্তর প্রদেশে অপরাধীরাই আসল খেলা খেলত। মাফিয়ারাও নিজেদের মত খেলত। এখানে অবৈধ কার্যকলাপের টুর্নামেন্ট হত। মা-বোনেদের ওপর অত্যাচার করে অপরাধীরা দিনের আলোয় ঘুরে বেড়াত। মিরাট ও আশেপাশের মানুষরা এখনও ভুলতে পারেননি কীভাবে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। আগের সরকার নিজের মত খেলত। লোক ঘরছাড়া হতে বাধ্য হতেন। কিন্তু এখন যোগী আদিত্যনাথের সরকার এই অপরাধীদের সঙ্গে ‘জেল জেল’ খেলা খেলছে। মিরাটের মেয়েরা নিশ্চিন্তে বাইরে বেরোতে পারে। মিরাটের মেয়েরা দেশের নাম উজ্জ্বল করছে।”

ক্রীড়া বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের সুবিধা

হকির জাদুকর ধ্যানচাঁদের নামে তৈরি মেজর ধ্যানচাঁদ স্পোর্টস ইউনিভার্সিটির শিলান্যাসের পর প্রধানমন্ত্রী বলেন, এই বিশ্ববিদ্যালয় ৭০০ কোটি টাকা দিয়ে তৈরি হবে। বিশ্বের শ্রেষ্ঠ ক্রীড়া বিশ্ববিদ্যালয় গুলির মধ্য যায়গা করে নেবে এই বিশ্ববিদ্যালয়। তিনি জানিয়েছেন, এই বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের সব সুযোগ সুবিধা মিলবে। প্রত্যেক বছর ১ হাজার ছেলে মেয়ে এই বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণ নিয়ে ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত হবেন।

আবারও ‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রসঙ্গ

উত্তর প্রদেশে গিয়ে আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা গিয়েছিল ‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রসঙ্গ। রবিরারও রাজ্যের প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্থর স্থাপনের পর আবারও মোদীর মুখে শোনা গেল ‘ডবল ইঞ্জিন’ প্রকল্প। তিনি জানিয়েছেন, দুই সরকার উদ্যোগী হয়ে রাজ্যের বিভিন প্রান্তে নতুন বিশ্ববিদ্যালয় তৈরির কাজ করেছে। সমবেত জনতাকে তিনি মনে করিয়ে দিয়েছেন, এটাই ‘ডবল ইঞ্জিন’ সরকারের সুফল।

আরও পড়ুন Haryana Landslide Investigation: খনিজ উত্তোলনের একদিনের মধ্যেই কীভাবে নামল ধস, জানতে কমিটি তৈরি করছে সরকার

আরও পড়ুন Omicron Variant Live Update: দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা পৌঁছল ১,৫২৫-এ, করোনা বৃদ্ধির হার ২১ শতাংশ!