KMC Election 2021: ‘রাজ্য পুলিশকে দিয়ে শান্তিপূর্ণ ভোট হয় বলে বিশ্বাস করি না’

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Dec 19, 2021 | 7:46 AM

Samik Bhattacharya: রবিবার বঙ্গ বিজেপির বিধায়কদের নিজের নিজের এলাকা থেকেই কলকাতা ভোটের উপরে নজর রাখতে বলেছেন শুভেন্দু।

KMC Election 2021:  রাজ্য পুলিশকে দিয়ে শান্তিপূর্ণ ভোট হয় বলে বিশ্বাস করি না
সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য (ফাইল ছবি)

Follow Us

কলকাতা : রাত পোহালেই কলকাতায় পৌরভোট (Kolkata Municipal Corporation Election 2021)। বিজেপির বার বার দাবি জানানোর পরেও কেন্দ্রীয় পুলিশ থাকছে না কলকাতার পৌরনিগম নির্বাচনে। ভোট হবে রাজ্য পুলিশ দিয়েই। কিন্তু রাজ্য় পুলিশকে দিয়ে ভোট করানোয় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হবে না বলেই মনে করছে বঙ্গ বিজেপি (West Bengal BJP)। আজ বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) সাফ জানিয়ে দেন, “রাজ্য পুলিশকে দিয়ে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয় বলে বিশ্বাস করি না।”

রাজ্য পুলিশকে নিয়ে সংশয়ে বঙ্গ বিজেপি

শমীক ভট্টাচার্য বলেন, “একটি রাজনৈতিক দলের প্রায় ৫৭ জন খুন হয়েছেন। অনেক রাজনৈতিক কর্মীরা এখনও সন্ত্রাসের আতঙ্কে নির্ভয়ে বাড়িতে ফিরে আসতে পারিনি। তবুও আমরা প্রতিদ্বন্দ্বিতা করছে। রবিবার যারা মনে করছেন অবাধে ভোট লুট করে কাউন্সিলর হবেন, তাঁরা স্মরণে রাখবেন সিবিআই বহু জায়গায় তদন্তে নেমেছে, সেখানে অনেক তৃণমূল কর্মীরা এলাকায় নেই।”

কমিশনে যাওয়ার হুঁশিয়ারি

তিনি আরও বলেন, “যদি কোথাও অশান্তি হয়, তাহলে জেনে রাখুন আমরা ‘সিট’-কে সেই জায়গায় নিয়ে যাবো। আমাদের বিরোধী দলনেতা আগামিকালের পদক্ষেপের কথা জানিয়েছেন। তাঁরা কোথাও অশান্তি দানা বাঁধলে নির্বাচন কমিশনে যাবেন। না পৌঁছাতে দিলে, যেখানে সমস্যা হবে সেখানেই বসে পড়বেন।”

কী বলেছে হাইকোর্ট?

পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর যে আর্জি বঙ্গ বিজেপির তরফে করা হয়েছিল, তা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টে। সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্য পুলিশেই আস্থা রাখে আদালত। তবে নির্বাচনে কোনও হিংসার ঘটনা ঘটলে আদালতে জবাবদিহি করতে হবে কলকাতার পুলিশ কমিশনার ও রাজ্য পুলিশের ডিজি। অন্তর্বর্তী নির্দেশে এমনটাই বলেছে কলকাতা হাইকোর্ট।

পদ্ম-বিধায়কদের শুভেন্দুর বার্তা

রবিবার বঙ্গ বিজেপির বিধায়কদের নিজের নিজের এলাকা থেকেই কলকাতা ভোটের উপরে নজর রাখতে বলেছেন শুভেন্দু। বিজেপি সূত্রে খবর, কলকাতার বিজেপি কর্মীদেরও প্রস্তুত থাকতে বলা হচ্ছে। বঙ্গ বিজেপি নেতৃত্ব নির্দেশ দিলেই মুরলীধর সেন লেন থেকে কলকাতা দক্ষিণের সরোজনী নাইডু সরণিতে রাজ্য নির্বাচন কমিশন দফতরের উদ্দেশে মিছিল হতে পারে। আবার সেই মিছিল আটকাতে পুলিশ অগ্রসর হল সরাসরি পথ অবরোধের পরিকল্পনা করে রেখেছে বিজেপি।

পরিকল্পনা আরও রয়েছে। যেমন ভোটের দিন অর্থাৎ, রবিবার কলকাতার কোনও একটা এলাকায় উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা নিজেই। তাঁর সঙ্গে থাকতে পারেন দলের আরও কয়েকজন বিধায়ক। যদি পুরভোটে অশান্তির কোনও ঘটনা ঘটে তাহলে কলকাতায় যে মিছিল হবে তাতে নেতৃত্বদান করবেন নন্দীগ্রামের বিধায়ক নিজেই।

অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আবার দায়িত্ব নিচ্ছেন জেলাগুলোয় বিক্ষোভ প্রদর্শনের দায়িত্বে। বালুরঘাটের বিধায়ক সুকান্ত যেহেতু বাড়িতেই থাকবেন, তাই সেখান থেকে তাঁর নেতৃত্বে একটা বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হতে পারে। তেমনি বিজেপি বিধায়ক ও জেলা নেতৃত্বকেও তৈরি থাকতে বলা হয়েছে নিজ নিজ এলাকায় বিক্ষোভ কর্মসূচির আয়োজনের। এমনই খবর মিলছে বিজেপি সূত্রে।

 

Next Article