বাংলার ভোটে লড়ছে মিম, সাত কেন্দ্রে প্রার্থী ঘোষণা ওয়েইসির

Apr 06, 2021 | 2:41 PM

এবার বাংলার ভোট (West Bengal elections 2021) বহুমুখী। তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হিসাবে একদিকে যেমন রয়েছে বিজেপি। তেমনই রয়েছে বাম-কংগ্রেসের জোট।

বাংলার ভোটে লড়ছে মিম, সাত কেন্দ্রে প্রার্থী ঘোষণা ওয়েইসির
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: বিহারের ভোটে সাফল্যের পর এবার বাংলাতেও ভোট ময়দানে আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। সাতটি বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) বা মিমের প্রার্থীরা। মঙ্গলবার তৃতীয় দফার ভোটের দিনই প্রকাশ্যে এল সেই তালিকা। উত্তর দিনাজপুরে একটি আসনে লড়ছে ওয়েইসির দল। পাশাপাশি মুর্শিদাবাদের তিনটি, মালদহের দু’টি ও পশ্চিম বর্ধমানের একটি আসনে লড়াই করবে তারা।

এবার বাংলার ভোট বহুমুখী। তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হিসাবে একদিকে যেমন রয়েছে বিজেপি। তেমনই রয়েছে বাম-কংগ্রেসের জোট। আবার এই জোটের হাত শক্ত করতে সেখানে যুক্ত হয়েছে আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফও। অন্যদিকে ওয়েইসিও আগেই জানিয়েছিলেন, বাংলার ভোটে তাঁর দল লড়বে। এবার জানিয়ে দিলেন প্রার্থীর নাম।

উত্তর দিনাজপুরের ইটাহার কেন্দ্রে মিমের প্রার্থী মোফাক্কেরুল ইসলাম। মুর্শিদাবাদের জলঙ্গিতে লড়বেন অলসুকুয়াত জামান, সাগরদিঘিতে নুরে মেহেবুব আলম, ভরতপুরে সাজ্জাদ হোসেন। মালদহের মালতীপুরে মিম প্রার্থী মৌলানা মতিউর রহমান, রতুয়ায় প্রার্থী সইদুর রহমান। আসানসোল উত্তর কেন্দ্রে ওয়েইসির দলের মুখ দানিশ আজিজ।

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 3: বিক্ষোভের মুখে হেলমেট পরে ছুট নির্মল মাজির

বাংলায় প্রায় ৩০ শতাংশ সংখ্যালঘু ভোট। বিরোধীরা বলে, এই ভোটের সিংহভাগ নাকি শাসকদলের জন্য ‘সংরক্ষিত’। যদিও ভোটের বাংলায় ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির সক্রিয় রাজনীতিতে অভিষেক সে তত্ত্বে খানিক চিড় ধরিয়েছে। রাজনৈতিক মহল বলছে, এবার সে চিড় আরও খানিক বাড়ল ওয়েইসির হাত ধরে। ভোট প্রচারে গিয়ে ওয়েইসি-সিদ্দিকিকে বারবার নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

‘হায়দরাবাদ থেকে একজন এসে ফুরফুরা শরিফের চ্যাংড়া ছেলেকে সঙ্গী করে’ সংখ্যালঘু ভোট ভাগ করতে চাইছেন বলে গত দু’তিনদিনে একাধিক বার অভিযোগ করেছেন মমতা। এসবের মধ্যেই এদিন মিমের প্রার্থী ঘোষণা তৃণমূলের আরও খানিকটা চাপ বাড়াল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Next Article