২৩ মার্চ ফের রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ

Mar 19, 2021 | 1:24 PM

আগেও নির্বাচন কমিশনের (Election Commission Of India) ফুল বেঞ্চ রাজ্যে এসেছে। তবে এবার শেষ মুহূর্তের প্রস্তুতি

২৩ মার্চ ফের রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: ফের রাজ্যে আসছে নির্বাচন কমিশনের (Election Commission Of India) ফুল বেঞ্চ। আগামী ২৩ মার্চ বাংলায় আসছেন কমিশনের আধিকারিকরা। বাংলাপ পরিস্থিতি খতিয়ে দেখতেই মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার (Sunil Arora) নেতৃত্বাধীন এই বেঞ্চ আসছে বাংলায়।

সূত্রের খবর এবার কমিশনের আধিকারিকদের নজরে থাকবে প্রথম দফার কেন্দ্রগুলি। জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে দেখা করে কথা বলবেন তাঁরা। বাংলায় ভোট ঘোষণার আগেই বঙ্গ সফরে এসে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশন একাধিক বার্তা দিয়ে গিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল অরোরা। আগামী ২৭ মার্চ থেকে বাংলায় ভোটগ্রহণ পর্ব শুরু। এর আগেও শহরে এসেছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

সঙ্গে এই বৈঠকে হাজির ছিলেন কমিশনের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে (Vivek Dubey) ও বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। পাশাপাশি কমিশনের দুই লিয়াজোঁ অফিসারও আজকের বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা যায়। ১ ঘণ্টা ২০ মিনিটের এই বৈঠকে রাজ্যকে কার্যত বুঝিয়ে দেওয়া হয় যে অন্যান্য নির্বাচনের চোখে যেন একুশের বিধানসভাকে না দেখা হয়।

রাজ্যের স্বরাষ্ট্র সচিবও আজকের বৈঠকে অংশ নেন। সেখানে কমিশনের কর্তারা জানান, যে ভাবেই হোক এ বারের নির্বাচন স্বচ্ছ এবং অবাধ করতে হবে। তা করতে রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতা চান তাঁরা। পালটা রাজ্যের তরফেও আশ্বাস দেওয়া হয়েছে সহযোগিতার।

কয়েক দিন আগেও কমিশনের বিশেষ পর্যবেক্ষক দল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কিছু রিপোর্ট তুলে ধরে তার
ব্যাখ্যা চায় রাজ্যের কাছে। মুখ্যসচিব কেন্দ্রের কিছু রিপোর্টকে ভিত্তিহীন বলে আখ্যা দেন। স্বচ্ছ নির্বাচনের স্বার্থে কমিশনের পর্যবেক্ষক দল স্পষ্টভাবে প্রশাসনের কর্তাদের বার্তা দেন, ক্ষমতাসীন শাসকদলের বিন্দুমাত্র পক্ষপাতিত্ব করা চলবে না। কোথাও কোনও অভিযোগ জমা পড়লে দ্রুততার সঙ্গে তার সমাধান করতে হবে। উদাসীনতার কোনও জায়গা নেই। রাজ্যের সঙ্গে নির্বাচন পর্যবেক্ষক সব সময় যোগাযোগে রেখে চলবে।

Next Article