বাঁশি সুর তুলছে ‘জয় শ্রী রাম’, ‘খেলা হবে’, ব্রিগেডে হাজির এমনই এক ‘অদ্ভূত বাঁশিওয়ালা’

Mar 07, 2021 | 12:26 PM

সকাল থেকেই বাসে, ট্রেনে বিজেপি (BJP) কর্মী-সমর্থকদের ভিড়। হাতে মোদীর ছবি, প্ল্যাকার্ড। মুখে জয় শ্রী রাম ধ্বনি।

Follow Us

কলকাতা: ব্রিগেডে (Brigade) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সোনার বাংলা গড়তে কী বার্তা দেন তিনি, তা শুনতে সকাল থেকে ব্রিগেডমুখী বিজেপি কর্মী সমর্থকরা। বাংলার বিভিন্ন জেলা থেকে এসেছেন মানুষ। কেউ কেউ বড়ই ‘রঙিন’। যেমন ক্যানিংয়ের ঘুটিয়ারি শরিফ থেকে এসেছেন এক ‘অদ্ভূত বাঁশিওয়ালা’। যার বাঁশি সুর তোলে, কথা বলে। এদিন সেই বাঁশিতে কখনও শোনা গেল ‘জয় শ্রীরাম’ ধ্বনি, আবার কখনও ‘খেলা হবে’।

সকাল থেকেই বাসে, ট্রেনে বিজেপি কর্মী-সমর্থকদের ভিড়। হাতে মোদীর ছবি, প্ল্যাকার্ড। মুখে জয় শ্রী রাম ধ্বনি। কেউ কেউ আবার নিজেদেরই রাম-সীতা সাজিয়ে নিয়েছেন। কেউ সেজেছেন পবন নন্দন হনুমান। এমনই নানা বেশে নদিয়া থেকে ট্রেনে উঠতে দেখা গিয়েছে বেশ কয়েকজনকে।

কলকাতা: ব্রিগেডে (Brigade) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সোনার বাংলা গড়তে কী বার্তা দেন তিনি, তা শুনতে সকাল থেকে ব্রিগেডমুখী বিজেপি কর্মী সমর্থকরা। বাংলার বিভিন্ন জেলা থেকে এসেছেন মানুষ। কেউ কেউ বড়ই ‘রঙিন’। যেমন ক্যানিংয়ের ঘুটিয়ারি শরিফ থেকে এসেছেন এক ‘অদ্ভূত বাঁশিওয়ালা’। যার বাঁশি সুর তোলে, কথা বলে। এদিন সেই বাঁশিতে কখনও শোনা গেল ‘জয় শ্রীরাম’ ধ্বনি, আবার কখনও ‘খেলা হবে’।

সকাল থেকেই বাসে, ট্রেনে বিজেপি কর্মী-সমর্থকদের ভিড়। হাতে মোদীর ছবি, প্ল্যাকার্ড। মুখে জয় শ্রী রাম ধ্বনি। কেউ কেউ আবার নিজেদেরই রাম-সীতা সাজিয়ে নিয়েছেন। কেউ সেজেছেন পবন নন্দন হনুমান। এমনই নানা বেশে নদিয়া থেকে ট্রেনে উঠতে দেখা গিয়েছে বেশ কয়েকজনকে।

Next Article