কোন বিধানসভা আসনে প্রার্থী কে? দেখুন ফটোগ্যালারি

একুশের যুদ্ধে (West Bengal Assembly Election 2021) নামার আগে সৈন্যদলের সদস্যদের নাম (পড়ুন প্রার্থী তালিকা-TMC Candidate List) ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একনজরে দেখে নিন কোন বিধানসভা আসনে কে হলেন তৃণমূলের প্রার্থী...

| Edited By: | Updated on: Mar 06, 2021 | 11:46 AM
কোচবিহার (Coochbehar) জেলায় প্রার্থী তালিকায় চমক নেই বললেই চলে। নাটাবাড়ি কেন্দ্রেই লড়ছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

কোচবিহার (Coochbehar) জেলায় প্রার্থী তালিকায় চমক নেই বললেই চলে। নাটাবাড়ি কেন্দ্রেই লড়ছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

1 / 22
আলিপুরদুয়ার (Alipurduyar) জেলা

আলিপুরদুয়ার (Alipurduyar) জেলা

2 / 22
জলপাইগুড়ি (Jalpaiguri) জেলায় উত্তরবঙ্গের আরেক মন্ত্রী গৌতম দেব লড়ছেন লড়ছেন ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রেই।

জলপাইগুড়ি (Jalpaiguri) জেলায় উত্তরবঙ্গের আরেক মন্ত্রী গৌতম দেব লড়ছেন লড়ছেন ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রেই।

3 / 22
দার্জিলিং (Darjeeling) জেলায় কোন চমক নেই। তবে পাহাড়ের শহরে ওমপ্রকাশ মিশ্রকে প্রার্থী করে অনেককেই অবাক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই জেলার দুটি আসন তিনি শরিকদের জন্য ছেড়েছেন।

দার্জিলিং (Darjeeling) জেলায় কোন চমক নেই। তবে পাহাড়ের শহরে ওমপ্রকাশ মিশ্রকে প্রার্থী করে অনেককেই অবাক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই জেলার দুটি আসন তিনি শরিকদের জন্য ছেড়েছেন।

4 / 22
উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলা

উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলা

5 / 22
দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলা

দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলা

6 / 22
মালদা (Malda) জেলা

মালদা (Malda) জেলা

7 / 22
মুর্শিদাবাদ (Murshidabad) জেলা। এ জেলাতেও চমক সেই অর্থে নেই। তবে দিন কয়েক আগে বোমার আঘাতে আহত মন্ত্রী জাকির হোসেনকে এ বারও টিকিট দিয়েছে দল। প্রাক্তন সাংসদ ইদ্রিস আলিকে নিয়ে আসা হয়েছে এই জেলার প্রার্থী করে।

মুর্শিদাবাদ (Murshidabad) জেলা। এ জেলাতেও চমক সেই অর্থে নেই। তবে দিন কয়েক আগে বোমার আঘাতে আহত মন্ত্রী জাকির হোসেনকে এ বারও টিকিট দিয়েছে দল। প্রাক্তন সাংসদ ইদ্রিস আলিকে নিয়ে আসা হয়েছে এই জেলার প্রার্থী করে।

8 / 22
নদিয়া (Nadia) জেলার কৃষ্ণনগর উত্তরের প্রার্থী হয়েছেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়।

নদিয়া (Nadia) জেলার কৃষ্ণনগর উত্তরের প্রার্থী হয়েছেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়।

9 / 22
উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলার ব্যারাকপুরের আসনে প্রার্থী টলিউডের খ্যাতনামা পরিচালক রাজ চক্রবর্তী। কামারহাটিতে লড়বেন মদন মিত্র। রাজারহাট গোপালপুরে লড়ছেন অদিতি মুন্সি। বারাসতে থাকছেন চিরঞ্জিৎ-ই।

উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলার ব্যারাকপুরের আসনে প্রার্থী টলিউডের খ্যাতনামা পরিচালক রাজ চক্রবর্তী। কামারহাটিতে লড়বেন মদন মিত্র। রাজারহাট গোপালপুরে লড়ছেন অদিতি মুন্সি। বারাসতে থাকছেন চিরঞ্জিৎ-ই।

10 / 22
দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) সোনারপুর দক্ষিণের প্রার্থী লাভলি মৈত্র।

দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) সোনারপুর দক্ষিণের প্রার্থী লাভলি মৈত্র।

11 / 22
দক্ষিণ কলকাতায় (South Kolkata) মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেড়ে যাওয়া আসনে লড়বেন শোভনদেব চট্টোপাধ্যায়।

দক্ষিণ কলকাতায় (South Kolkata) মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেড়ে যাওয়া আসনে লড়বেন শোভনদেব চট্টোপাধ্যায়।

12 / 22
হাওড়া (Howrah) জেলার শিবপুরে লড়বেন প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি।

হাওড়া (Howrah) জেলার শিবপুরে লড়বেন প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি।

13 / 22
হুগলি (Hoogly) জেলায় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র স্ত্রী সুজাতা লড়বেন আরামবাগ বিধানসভা কেন্দ্রে। অভিনেতা কাঞ্চন মল্লিক লড়বেন উত্তরপাড়ায়।

হুগলি (Hoogly) জেলায় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র স্ত্রী সুজাতা লড়বেন আরামবাগ বিধানসভা কেন্দ্রে। অভিনেতা কাঞ্চন মল্লিক লড়বেন উত্তরপাড়ায়।

14 / 22
পূর্ব মেদিনীপুরের (East Medinipur) সবথেকে বড় চমক একজনই। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। লড়বেন নন্দীগ্রামের আসন থেকে। এ ছাড়া অভিনেতা সোহম চক্রবর্তী লড়ছেন চণ্ডীপুরের আসনে।

পূর্ব মেদিনীপুরের (East Medinipur) সবথেকে বড় চমক একজনই। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। লড়বেন নন্দীগ্রামের আসন থেকে। এ ছাড়া অভিনেতা সোহম চক্রবর্তী লড়ছেন চণ্ডীপুরের আসনে।

15 / 22
পশ্চিম মেদিনীপুর (West Medinipur)

পশ্চিম মেদিনীপুর (West Medinipur)

16 / 22
পুরুলিয়া (Purulia)

পুরুলিয়া (Purulia)

17 / 22
বাঁকুড়া (Bankura) জেলায় বাঁকুড়া সদর বিধানসভা কেন্দ্রে লড়বেন টলি অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

বাঁকুড়া (Bankura) জেলায় বাঁকুড়া সদর বিধানসভা কেন্দ্রে লড়বেন টলি অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

18 / 22
বীরভূম (Birbhum)

বীরভূম (Birbhum)

19 / 22
পূর্ব বর্ধমান (Purba Bardhaman)

পূর্ব বর্ধমান (Purba Bardhaman)

20 / 22
পশ্চিম বর্ধমান (Pashcim Bardhaman) জেলার আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে লড়বেন আরেক টলিপাড়ার অভিনেত্রী সায়নী ঘোষ।

পশ্চিম বর্ধমান (Pashcim Bardhaman) জেলার আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে লড়বেন আরেক টলিপাড়ার অভিনেত্রী সায়নী ঘোষ।

21 / 22
ঝাড়গ্রাম (Jhargram)। জেলায় সাঁওতালি ছবির সুপারস্টার বিরবাহা হাঁসদা ৩৬ ঘণ্টা আগেই যোগ দিয়েছিলেন তৃণমূলে। তিনি লড়ছেন ঝাড়গ্রাম বিধানসভা আসন থেকেই।  অলংকরণ-অভীক দেবনাথ

ঝাড়গ্রাম (Jhargram)। জেলায় সাঁওতালি ছবির সুপারস্টার বিরবাহা হাঁসদা ৩৬ ঘণ্টা আগেই যোগ দিয়েছিলেন তৃণমূলে। তিনি লড়ছেন ঝাড়গ্রাম বিধানসভা আসন থেকেই। অলংকরণ-অভীক দেবনাথ

22 / 22
Follow Us: