NSG in Sandeshkhali: সন্দেশখালিতে বন্দুক হাতে ‘ব্ল্যাক ক্যাট’, বোমা খুঁজতে মাঠে নামল রোবট

| Updated on: Apr 26, 2024 | 8:48 PM

NSG in Sandeshkhali Live: অপারেশনে এনএসজি। বিস্ফোরকের খোঁজে চলছে অভিযান। মাইন ডিটেক্টর নিয়ে চলছে তল্লাশি। স্থানীয়দের অন্যত্র সরিয়ে এলাকা খালি করা হচ্ছে। রোবট নামিয়েও চলছে তল্লাশি। ভোটের মধ্যে ফের সরগরম সন্দেশখালি।

NSG in Sandeshkhali: সন্দেশখালিতে বন্দুক হাতে ‘ব্ল্যাক ক্যাট’, বোমা খুঁজতে মাঠে নামল রোবট
সন্দেশখালিতে এনএসজি Image Credit source: TV-9 Bangla

কলকাতা: ভোটের বাংলায় বেনজির ছবি। বারুদের স্তূপে সন্দেশখালি। সরবেড়িয়ায় আবু তালেব মোল্লার বাড়িতেই মিলেছে অস্ত্র ভাণ্ডার। অপারেশনে এনএসজি। বিস্ফোরকের খোঁজে চলছে অভিযান। মাইন ডিটেক্টর নিয়ে চলছে তল্লাশি। স্থানীয়দের অন্যত্র সরিয়ে এলাকা খালি করা হচ্ছে। রোবট নামিয়েও চলছে তল্লাশি। 

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 26 Apr 2024 07:52 PM (IST)

    শুরু বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ

  • 26 Apr 2024 06:49 PM (IST)

    সরগরম সন্দেশখালি

    Large_Image_Sandeshkhali CBI NSG

    সবিস্তারে পড়ুন: সিবিআই, NSG, রোবট, ডিটেকশন ডগ— ‘শাহজাহানের ডেরায়’ আজ কারা কারা গেল? 

  • 26 Apr 2024 05:55 PM (IST)

    সন্দেশখালিতে উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনের যোগ?

    বিস্তারিত পড়ুন- কী ভূমিকা শাহজাহানের?

    Sandeshkhali Sahjahan

  • 26 Apr 2024 05:55 PM (IST)

    সন্দেশখালিতে কী ঘটল? ছবিতে দেখুন সবটা...

    ঘটনাস্থল থেকে মিলেছে তাজা বোমা। শুধু তাই নয়, উদ্ধার হয়েছে বিদেশি নাইন এমএম পিস্তল, দেশি ৭ এম‌এম বোমা, কার্তুজ। দেশি-বিদেশি মিলিয়ে উদ্ধার হ‌ওয়া আগ্নেয়াস্ত্রের সংখ্যা অন্তত ১৫।

    আজ সকালে সিবিআই পৌঁছয় সন্দেশখালিতে। গত ৫ই জানুয়ারি ইডি-র উপর হামলার ঘটনার তদন্তে পৌঁছন গোয়েন্দারা। গোপন সূত্রে তাঁরা জানতে পারেন তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খা-এর আত্মীয় আবুতালেব মোল্লার বাড়িতে রয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র

    অনুমান করা হচ্ছে, আবু তালেম মোল্লা নামে ওই ব্যক্তির একতলা বাড়ি ভর্তি রয়েছে বিস্ফোরক। সেগুলির সন্ধানেই এই রোবট নামানো হয়েছে বলে জানা যাচ্ছে। এমন ছবি বাংলায় কার্যত নজিরবিহীন।

    সিবিআই-এর পর এবার তাঁদের পর এলাকায় পৌঁছল NSG টিম। অস্ত্র উদ্ধারের পর সেখানে গিয়েছেন কমান্ডোরা।

    রোবট ছাড়াও নিয়ে আসা হয়েছে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর। চলছে তল্লাশি।

    ২-৪ ঘণ্টার মধ্যেই এটি অপারেশন শেষ করতে পারে। এক্স রে করে দেখতে পারে ভিতরে কী আছে। ডিজিটাল ভিডিয়ো রেকর্ড করতে পারে। ৩৬ কেজি পর্যন্ত ওজন কাঁধে নিতে পারে। ৪৫ ডিগ্রি খাড়া সিড়িতেও উঠে যেতে পারে এই রোবট, ঘুরতে পারে ৩৬০ ডিগ্রি।

    এই যন্ত্র ব্যবহার করলে মানুষের প্রাণের ঝুঁকি কম থাকে। দূর থেকে রিমোটের সাহায্যেই এই যন্ত্র চালনা করা যায়। ব্রিটিশ আর্মি এই যন্ত্রকে ‘বম্ব ডক্টর’ বলেও ডাকে। চেহারায় একেবারে ছোটখাটো ট্যাঙ্কের মতো দেখতে এই যন্ত্র।

    NSG using special Robot to detect bomb in Sandeshkhali, how this robot works

    এনএসজি-র রোবট

  • 26 Apr 2024 05:23 PM (IST)

    সন্দেশখালিকে ‘পাক অধিকৃত কাশ্মীর’ বলছেন শঙ্কু, কুণালের দাবি, ‘নাটক’

    বিস্তারিত পড়ুন: সন্দেশখালিকে ‘পাক অধিকৃত কাশ্মীর’ বলছেন শঙ্কু, কুণালের দাবি, ‘নাটক’

  • 26 Apr 2024 05:17 PM (IST)

    বিস্ফোরকের খোঁজে মাঠে রোবট

  • 26 Apr 2024 05:16 PM (IST)

    আনা হয়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর

    Dog Sandeshkhali

  • 26 Apr 2024 05:08 PM (IST)

    আনা হচ্ছে অত্যাধুনিক সব যন্ত্র

    আরও তৎপরতা বাড়াচ্ছে এনএসজি

  • 26 Apr 2024 05:04 PM (IST)

    'পাক অধিকৃত কাশ্মীরের থেকেও খারাপ'

    সন্দেশখালিতে এনএসজি নামতেই তোপ বিজেপি নেচা শঙ্কুদেব পণ্ডার। বললেন, "পশ্চিম বাংলায় বহু এলাকা পাক অধিকৃত কাশ্মীরের থেকেও খারাপ। এখনও কেন রাজ্যের ডিজি পদত্যাগ করবেন না? এখানে আন্তর্জাতিক স্তরের জঙ্গিরা ধরা পড়ছে।"

Published On - Apr 26,2024 5:03 PM

Follow Us: