ICSE-ISC Result Out: ICSE-তে ভারতের মধ্যে দ্বিতীয় হয়ে নজর কাড়ল সোদপুর সেন্ট জেভিয়ার্সের অনুষ্কা
ICSE-ISC Result Out: অনুষ্কা ঘোষ ব্যারাকপুরের আনন্দপুরী অঞ্চলের বাসিন্দা। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৮। অনুষ্কা বলেছে, সে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়। পাশাপাশি, মেঘাত্তায়া সাহা যাঁর প্রাপ্ত নম্বর ৯৯.৪ শতাংশ। সে সম্ভবত রাজ্যের তৃতীয় স্থানাধিকারী কৃতি পড়ুয়া ।
পানিহাটি: ফল প্রকাশ হয়েছে আইসিএসই ও আইএসসি-র ফলাফল। যেখানে ছেলেদের ছাপিয়ে গিয়েছে মেয়েরা। দশম ও দ্বাদশ-দুই শ্রেণির পরীক্ষাতেই মেয়েদের ফলাফল ছেলেদের তুলনায় ভাল হয়েছে। আর আইসিএসই পরীক্ষায় সারা ভারতের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করল পানিহাটি সেন্ট জেভিয়ার্সের অনুষ্কা ঘোষ। নজরকারা সাফল্য পেয়েছে সে।
অনুষ্কা ঘোষ ব্যারাকপুরের আনন্দপুরী অঞ্চলের বাসিন্দা। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৮। অনুষ্কা বলেছে, সে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়। পাশাপাশি, মেঘাত্তায়া সাহা যাঁর প্রাপ্ত নম্বর ৯৯.৪ শতাংশ। সে সম্ভবত রাজ্যের তৃতীয় স্থানাধিকারী কৃতি পড়ুয়া । এর পাশাপাশি জিজ্ঞা সাধু ৯৯.২০ শতাংশ নম্বর পেয়েছেন। অনিক দাস ৯৯ শতাংশ নম্বর পেয়েছেন। এই প্রসঙ্গে সোদপুর সেন্টজেভিয়ার্স স্কুলের প্রিন্সিপাল লিপিকা ঘোষ ও এই স্কুলের অন্যতম কর্ণধার দ্যুতিমান বন্দ্যোপাধ্যায় সকল ছাত্রছাত্রীদের অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২৪-এর আইসিএসই-র (দশম শ্রেণি)র পরীক্ষায় মেয়েদের পাশের হার ৯৯.৬৫ শতাংশ, সেখানে ছেলেদের পাশের হার ৯৯.৩১ শতাংশ। আবার আইএসসি-র (দ্বাদশ শ্রেণি) পরীক্ষায় মেয়েদের পাশের হার ৯৮.৯২ শতাংশ, সেখানে ছেলেদের পাশের হার ৯৭.৫৩ শতাংশ। তাৎপর্যপূর্ণ বিষয়, এবার অঙ্কে ১০০-এ ১০০ পেয়েছে ২৫৮৭ জন পড়ুয়া। আইএসসি-তে (দ্বাদশ শ্রেণি) সবথেকে বেশি পাশের হার দক্ষিণাঞ্চল। দক্ষিণে পাশের হার ৯৯.৫৩ শতাংশ, দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমাঞ্চল। সেখানে পাশের হার ৯৯.৩২ শতাংশ।