IPL 2025, Hardik Pandya: হার্দিক পান্ডিয়ার পরিণতি আর কারও হবে না, বদলে গেল আইপিএলের নিয়ম
IPL 2025 Rule Change, CSK vs MI: মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচ চিপকে। সুপার কিংসের বিরুদ্ধে 'নির্বাসিত' মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন খেলতে না পারলেও হার্দিক অবশ্য টিমের সঙ্গে চেন্নাই পৌঁছে গিয়েছেন। প্রথম ম্যাচে মুম্বইকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নতুন মরসুমের আগে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে একটা বড় সিদ্ধান্তও রয়েছে। হার্দিক পান্ডিয়ার মতো পরিস্থিতিতে আর কাউকে পড়তে হবে না। গত বারের আইপিএলের আগে গুজরাট টাইটান্স ছেড়ে ট্রেডিংয়ে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁকে যে ক্যাপ্টেন করা হবে, এই প্রত্যাশাই ছিল। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককেই ক্যাপ্টেন করা হয়। আইপিএলের গত মরসুমে স্লো-ওভার রেটের জন্য সমস্যায় পড়েছিলেন হার্দিক পান্ডিয়া। শৃঙ্খলাজনিত কারণে এক ম্যাচের নির্বাসন দেওয়া হয়। ফলে এ মরসুমের প্রথম ম্যাচ অর্থাৎ চেন্নাই ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। কোনও ক্যাপ্টেন যাতে আর এই সমস্যায় না পড়েন, বদলে নেওয়া হল নিয়ম।
মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচ চিপকে। সুপার কিংসের বিরুদ্ধে ‘নির্বাসিত’ মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন খেলতে না পারলেও হার্দিক অবশ্য টিমের সঙ্গে চেন্নাই পৌঁছে গিয়েছেন। প্রথম ম্যাচে মুম্বইকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। এ বার থেকে আইপিএলে আর স্লো-ওভার রেটের জন্য কোনও ক্যাপ্টেনকে নির্বাসিত করা হবে না। আইসিসির নিয়মের মতো ডেমেরিট পয়েন্ট অবশ্য থাকছে। কিন্তু নির্বাসনের নিয়ম তুলে দেওয়া হয়েছে।
পরিবর্তিত নিয়ম অবশ্য এই মরসুম থেকে। ২০২৫-এর আগে যে প্লেয়ার কিংবা টিম অফিসিয়ালকে যদি শৃঙ্খলাজনিত কারণে নির্বাসিত করা হয়ে থাকে, সেই নির্বাসন কার্যকর থাকবে। অর্থাৎ হার্দিককে যেহেতু গত মরসুমেই নির্বাসিত করা হয়েছিল, ফলে এই নির্বাসন কার্যকর থাকছে এবং নিয়ম বদলালেও মুম্বইয়ের প্রথম ম্যাচে খেলতে পারবেন না। নতুন নিয়ম অনুযায়ী, স্লো-ওভার রেটের জন্য ক্যাপ্টেনের সর্বোচ্চ শাস্তি হতে পারে বড় অঙ্কের জরিমানা। এ ছাড়াও স্লো-ওভার রেটের জন্য ফিল্ডিং রেস্ট্রিকশন হতে পারে। যেমন পাওয়ার প্লে-র পর পাঁচ ফিল্ডার বাউন্ডারিতে থাকতে পারেন। কিন্তু স্লো-ওভার রেট থাকলে ইনিংসের শেষ ওভারে পাঁচের জায়গায় চার ফিল্ডার হতে পারে।





