Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arjun Singh: তৃণমূলের রবীন্দ্রনাথ জয়েন করলেন বিজেপি-তে

Arjun Singh: এ প্রসঙ্গে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, "একসময় তৃণমূল কংগ্রেসের ওয়ার্কি প্রেসিডেন্ট ছিলেন। রবিদা অনেক পুরনো নেতা। আমডাঙার এমন কেউ নেই ওনাকে চেনে না। এই ভাঙন তৃণমূল সামাল দিতে পারবে না।"

Arjun Singh: তৃণমূলের রবীন্দ্রনাথ জয়েন করলেন বিজেপি-তে
বিজেপি-তে যোগদান Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: May 06, 2024 | 6:18 PM

আমডাঙা: ভোটের আগে ভাঙন তৃণমূলে। দল ছাড়লেন তৃণমূলের আমডাঙা ব্লকের সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। একই সঙ্গে অনুগামীদেরও নিয়ে গেলেন পদ্মশিবিরে। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং-এর হাত ধরে এই যোগদান।

এ প্রসঙ্গে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, “একসময় তৃণমূল কংগ্রেসের ওয়ার্কি প্রেসিডেন্ট ছিলেন। রবিদা অনেক পুরনো নেতা। আমডাঙার এমন কেউ নেই ওনাকে চেনে না। এই ভাঙন তৃণমূল সামাল দিতে পারবে না। আমডাঙা থেকেও আমরা জিতব। উনি আগে কংগ্রেস করতেন। তারপর তৃণমূল। অবশেষে যোগদান করেছেন বিজেপিতে।”

দলবদলু রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “এটা লোকসভা ভোট। এখন ভারতের যা অবস্থা নরেন্দ্র মোদী ছাড়া ভাবা যায় না। এখন নরেন্দ্র মোদী কারেক্ট ম্যান।” একই সঙ্গে তাঁর দাবি, দলে গুরুত্ব পাচ্ছিলেন না। তৃণমূল এখন দুর্নীতিতে আপদ মস্তক ভরে গিয়েছে। তাই সদলবলে বিজেপিতে যোগদান করলেন।”