Hardik Pandya: ‘ছাপরি’ বিদ্রুপ থেকে আবারও হিরো, হোমে ‘অ্যাওয়ে’ ম্যাচ হার্দিকের
IPL 2025, GT vs MI: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ মরসুমে প্রথম ম্যাচে খেলতে পারেননি হার্দিক। স্লো ওভার রেটের নির্বাসন কাটিয়ে ফিরছেন মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন। কাল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আমেদাবাদে নামছেন হিরো হার্দিক।

একটা বছর। পরিস্থিতি বদলেছে! কতটা? পুরোপুরি বোঝা যাবে শনিবার সন্ধ্য়ায়। আহমেদাবাদের গ্যালারি থেকে এবার বিদ্রুপ হয়তো নয়। ভালোবাসার বর্ষা নামতেই পারে। কথা হচ্ছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে। মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন। কিন্তু আজ তাঁর প্রথম পরিচয় ঘরের ছেলে। হোম গ্রাউন্ডে অ্যাওয়ে ম্যাচ খেলবেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। এই টুর্নামেন্টে পাঁচ বার ট্রফি জিতেছে মুম্বই। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে ট্রফির স্বাদ পেয়েছেন হার্দিক পান্ডিয়াও। ২০২২ সালে দল বদল হার্দিকের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নতুন দুটি দল যোগ হয়। আট থেকে দশ দলের টুর্নামেন্ট হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আর নতুন দল গুজরাট টাইটান্স নেয় হার্দিক পান্ডিয়াকে। হোম টিম। ক্যাপ্টেনও করা হয় হার্দিককেই।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে অভিষেকেই ট্রফি! মাত্র দুটো দলের এই রেকর্ড রয়েছে। প্রথমটা নিঃসন্দেহে রাজস্থান রয়্যালস। আইপিএলের উদ্বোধনী সংস্করণ অর্থাৎ ২০০৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। দ্বিতীয় দল? গুজরাট টাইটান্স। ২০২২ সালে আইপিএলে অভিষেক হয় টাইটান্সের। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে প্রথম মরসুমেই চ্যাম্পিয়ন। পরের বছর রানার্স। দুর্দান্ত সাফল্য। হার্দিক পান্ডিয়া নায়ক হয়ে উঠেছিলেন। কিন্তু গত মরসুমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে সব কিছু। নায়ক হয়ে ওঠেন খলনায়ক।
আইপিএলের গত মরসুমে হার্দিককে ক্যাপ্টেন রেখেই রিটেনশন তালিকা প্রকাশ করেছিল টাইটান্স। যদিও কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি বদলে যায়। ট্রেডিংয়ে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে যান হার্দিক পান্ডিয়া। যে দল থেকে উত্থান, সেই মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ক্যাপ্টেনও করে। আর এখানেই সমস্যার শুরু। কিংবদন্তি রোহিত শর্মাকে হঠাৎই নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া। হার্দিকের পাশাপাশি মুম্বই টিম ম্যানেজমেন্টের প্রতিও ক্ষুব্ধ হয়ে ওঠেন সমর্থকরা। প্রতি ম্যাচেই বিদ্রুপ করা হয় হার্দিককে। মুম্বইয়ের হোম ম্যাচ অর্থাৎ ওয়াংখেড়ে স্টেডিয়ামেও যেমন বিদ্রুপের শিকার হয়েছিলেন, তেমনই নিজের শহর আমেদাবাদের গ্যালারি থেকেও নানা বিদ্রুপ। এমনকি ছাপরি-ও বলা হয়েছে!
টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি। দুটো আইসিসি টুর্নামেন্ট জিতেছেন দেশের হয়ে। হার্দিক আবারও হারানো জায়গা ফিরে পেয়েছেন। ওয়াংখেড়ের যে গ্যালারি বিদ্রুপ করেছিল, সেখানেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেলিব্রেশনে গ্যালারিতে হার্দিকের নামে জয়ধ্বনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ মরসুমে প্রথম ম্যাচে খেলতে পারেননি হার্দিক। স্লো ওভার রেটের নির্বাসন কাটিয়ে ফিরছেন মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন। কাল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আমেদাবাদে নামছেন হিরো হার্দিক। ওই যে কথায় আছে- যে সয়, সে রয়। হার্দিক সয়েছেন, রয়েছেন। খলনায়ক থেকে আবারও নায়ক হয়ে উঠেছেন। আমেদাবাদের গ্যালারি থেকে লক্ষাধিক ক্রিকেট প্রেমী সমস্বরে যদি হার্দিকের নামে জয়ধ্বনি দেন…। জিতবেন হার্দিক, জিতবে ক্রিকেটও।





