Waqf Bill: মঙ্গলে বিশেষ বৈঠক, বুধে বিল পেশ! চলতি অধিবেশনেই ওয়াকফে গতি চায় কেন্দ্র
Waqf Bill: মঙ্গলবারেই ওয়াকফ বিষয়ে অবস্থান স্পষ্ট করার পাশাপাশি, দুপুর সাড়ে বারোটা নাগাদ এই নিয়ে একটি বিজনেস অ্যাডভাইসরি কমিটির (Business Advisory Committee) বৈঠকও ডেকেছেন লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা।

নয়াদিল্লি: চলতি অধিবেশনেই আসরে ওয়াকফ বিল। মঙ্গলে বৈঠক, বুধে পেশ হতে পারে বিল। দ্বিতীয় পর্বের বাজেট অধিবেশন শেষ হতে আর বেশি দিন বাকি নেই। তার আগেই সংসদে এই নতুন বিল পাশ করাতে উদ্যত্ত মোদী সরকার। জানা গিয়েছে, আজ অর্থাৎ মঙ্গলবারেই ওয়াকফ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারে কেন্দ্র।
ওয়াকফ নিয়ে ধীর আঁচে ফুটছে রাজনীতি, আর সেই আবহেই সংসদে পেশ হতে চলেছে এই বিল। গত বাদল অধিবেশনেই ওয়াকফ বিল সংসদে পেশ করে শাসক গোষ্ঠী। কিন্তু তা পেশ করতেই উত্তাল হয় পরিস্থিতি। বিল নিয়ে আলোচনার জন্য একটি জেপিসি বা যৌথ সংসদীয় কমিটি গঠন করা হয়। এবারের বাজেট অধিবেশনের শুরুতেই বিল লোকসভায় জমা দেওয়া হয়েছে জেপিসির তরফে। তবে তা এখনও ওঠেনি অধ্যক্ষের টেবিলে।
চলতি অধিবেশনে সেই কাজটাই শেষ করতে চায় বিজেপি। জানা গিয়েছে, আজ অর্থাৎ মঙ্গলবারেই ওয়াকফ বিষয়ে অবস্থান স্পষ্ট করার পাশাপাশি, দুপুর সাড়ে বারোটা নাগাদ এই নিয়ে একটি বিজনেস অ্যাডভাইসরি কমিটির (Business Advisory Committee) বৈঠকও ডেকেছেন লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা।
কী আলোচনা হতে পারে এই বৈঠকে? সংসদ সূত্রে খবর, মঙ্গলের বিশেষ বৈঠকে কোন কক্ষ হয়ে বিল পাশ করানো হবে সেই নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেই কাজ মিটলেই আগামিকাল অর্থাৎ বুধবার লোকসভায় ওয়াকফ বিল নিয়ে শুরু হতে পারে আলোচনা। কেন্দ্রের প্রত্যাশা, এই অধিবেশন শেষের আগেই সংসদ থেকে পাশ করানো হবে ওয়াকফ বিল।
সূত্রের খবর, বিল পাশ করাতে ইতিমধ্যেই দলীয় সংসদদের ১০০ শতাংশ হাজিরা নিশ্চিত করতে তিন লাইনের হুইপও জারি করা হয়েছে বিজেপির তরফে। এই প্রসঙ্গে সংসদের পরিষদীয় মন্ত্রী কিরেন রিজিজু জানাচ্ছেন, ‘সাংসদদের কাছে এটা আমার বিশেষ অনুরোধ, যখন আমরা বিল আনার পরিকল্পনা কষছি, সেই সময় আলোচনার জন্য তাদেরও ১০০ শতাংশ উপস্থিতি প্রয়োজন।’
ওয়াকফ নিয়ে যখন ময়দানে নামছে কেন্দ্র, সেই আবহে পাল্টা রণকৌশল সাজাতে ব্যস্ত হয়ে পড়ল বিরোধী শিবিরও। জানা গিয়েছে, আগামিকাল একটি সংসদীয় বৈঠকে বসবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেখানেই বেঁধে নেওয়া হবে ওয়াকফ বিরোধী রণকৌশলের খুঁটি। সূত্রের খবর, এই প্রসঙ্গে অন্যান্য বিরোধী দলের সঙ্গে ফ্লোর কোঅর্ডিনেশন করতে তৈরি কংগ্রেস।





