Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Flying Taxi: ওলা-উবারের ভাড়াতেই এবার আকাশে ওড়ার স্বপ্নপূরণ! ভারতে নয়া ইতিহাস সরলা অ্যাভিয়েশনের

Flying Taxi: পরে এটি মুম্বই, দিল্লি, নয়ডা এবং পুনের মতো শহরেও সম্প্রসারিত করা হবে বলে জানানো হয়েছে। কোম্পানিটি চাইছে এই এই উড়ন্ত ট্যাক্সির এক ট্রিপের খরচ ওলা বা উবারের প্রিমিয়াম পরিষেবার মতোই হবে, যাতে সাধারণ মানুষও এটি চাপতে পারে।

Flying Taxi: ওলা-উবারের ভাড়াতেই এবার আকাশে ওড়ার স্বপ্নপূরণ! ভারতে নয়া ইতিহাস সরলা অ্যাভিয়েশনের
Follow Us:
| Updated on: Apr 04, 2025 | 11:10 PM

আকাশে বিপ্লব ভারতের। বড় পদক্ষেপ করল দেশের স্টার্টআপ সংস্থা ‘সরলা অ্যাভিয়েশন’। দেশের প্রথম ‘বিমান ট্যাক্সি’ আনতে চলেছে তারা। সেই ফ্লাইং ট্যাক্সির নাম ‘শূন্য’। এটি দেশের প্রথম দেশীয় উড়ন্ত ট্যাক্সি। পরিবহনের ভবিষ্যতের জন্য এক নতুন দিগন্ত খুলে যাবে এই যাবে।

‘জিরো’ এয়ার ট্যাক্সিটি একসঙ্গে ১৬০ কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। জানা গিয়েছে, প্রাথমিকভাবে এটি ২০ থেকে ৩০ কিলোমিটার দূরত্বে ওড়ানো হবে। এই ট্যাক্সির গতিবেগ হবে ঘণ্টায় ২৫০ কিলোমিটার। মাত্র ২০ মিনিট চার্জ দিলেই আকাশে ওড়ার জন্য প্রস্তুত হয়ে যাবে এটি।

এই এয়ার ট্যাক্সিতে ৬ জন যাত্রী বসতে পারে। একজন পাইলট থাকবে। ২০২৮ সালের মধ্যে যাতে পরিষেবা শুরু করা যায় সেই লক্ষ্যমাত্রা স্থির করেছে এই সংস্থা। সরলা অ্যাভিয়েশন ২০২৮ সালের মধ্যে বেঙ্গালুরু থেকে এই পরিষেবা শুরু করার পরিকল্পনা করেছে।

পরে এটি মুম্বই, দিল্লি, নয়ডা এবং পুনের মতো শহরেও সম্প্রসারিত করা হবে বলে জানানো হয়েছে। কোম্পানিটি চাইছে এই এই উড়ন্ত ট্যাক্সির এক ট্রিপের খরচ ওলা বা উবারের প্রিমিয়াম পরিষেবার মতোই হবে, যাতে সাধারণ মানুষও এটি চাপতে পারে।

শুধু যাত্রী পরিবহনই নয়, শহরাঞ্চলে জরুরি চিকিৎসার ক্ষেত্রে বিনামূল্যের এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করার কথা ঘোষণা করেছে এই সংস্থা। গুরুতর অসুস্থ রোগীদের যানজট থেকে বাঁচাতে এবং সময়মতো হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করবে এই পরিষেবা। পরিবেশবান্ধব হিসেবেও এই পরিবহন খুবই গুরুত্বপূর্ণ।