PM Narendra Modi: ১০ বছরে দ্বিগুণ জিডিপি! কীভাবে ৭-৮ বছরে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হল ভারত, বোঝালেন প্রধানমন্ত্রী
WITT 2025: 'হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে'-র তৃতীয় সংস্করণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "আজ বিশ্বের নজর ভারতের উপরে রয়েছে। বিশ্বের যে দেশেই যান না কেন, সেখানের মানুষের ভারত নিয়ে প্রশ্ন রয়েছে। সকলের মনে প্রশ্ন যে কী এমন হল যে ৭০ বছরে ১১ তম অর্থনীতিতে পৌছেছিল, তা ৭-৮ বছরে পঞ্চম অর্থনীতিতে পরিণত হল।

নয়া দিল্লি: লক্ষ্য ৪ ট্রিলিয়নের অর্থনীতি। ২০২৫ সালের শেষভাগের মধ্যেই এই লক্ষ্যমাত্রা অর্জন করতে চায় ভারত। কীভাবে দ্রুতগতিতে এগোচ্ছে দেশের অর্থনীতি, তার ব্য়াখ্য়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ টিভি৯ নেটওয়ার্কের ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ কনক্লেভ থেকে প্রধানমন্ত্রী বলেন যে ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশের তালিকাভুক্ত করাই লক্ষ্য।
এ দিন ভারত মণ্ডপমে আয়োজিত ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’-র তৃতীয় সংস্করণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আজ বিশ্বের নজর ভারতের উপরে রয়েছে। বিশ্বের যে দেশেই যান না কেন, সেখানের মানুষের ভারত নিয়ে প্রশ্ন রয়েছে। সকলের মনে প্রশ্ন যে কী এমন হল যে ৭০ বছরে ১১ তম অর্থনীতিতে পৌছেছিল, তা ৭-৮ বছরে পঞ্চম অর্থনীতিতে পরিণত হল। আইএমএফের তথ্য অনুযায়ী, ভারত বিশ্বের একমাত্র বড় অর্থনীতি যা ১০ বছরে জিডিপি দ্বিগুণ করেছে। গত দশকে ভারত ২ লক্ষ কোটি ডলার অর্থনীতিতে যোগ করেছে।”
তিনি আরও বলেন, “ডিজিপি দ্বিগুণ হওয়া শুধু পরিসংখ্যানের বদল নয়, ২৫ কোটি মানুষ দারিদ্রতা থেকে বেরিয়ে এসেছেন। ৩০ কোটি মানুষ নিও-মিডলমক্লাসের অংশ হয়েছেন। নিও-মিডলক্লাস নতুন স্বপ্ন নিয়ে এগোচ্ছে, অর্থনীতিতে অবদান রাখছে।”
প্রধানমন্ত্রী বলেন যে বিশ্বের সব বড় বড় অর্থনীতির তুলনায় ভারতের প্রবৃদ্ধির হার সর্বোচ্চ। সরকারের লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে ভারতকে বিশ্বের উন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা। ২০২৫ সালের শেষ নাগাদ ভারতের জিডিপি ৪ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে।





