WITT 2025: গত ১০ বছরে ভারতে কী পরিবর্তন হয়েছে, ‘ইন্ডিয়া থিঙ্কস টুডে’র মঞ্চে এসে মোদী বললেন…
WITT 2025: যে দেশ স্বাধীনতার ৭০ বছরে ১১তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছিল, সেই দেশ ৭-৮ বছরে পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে।

আজ ছিল ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে ২০২৫’-এর প্রথম দিন। টিভি৯ নেটওয়ার্ক আয়োজিত এই সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এই দিন টিভি৯ নিউজ নেটওয়ার্কের অগ্রগতি ও সম্প্রসারণের জন্য সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে TV9-এর ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, TV9 বিশ্বব্যাপী দর্শক তৈরি করছে। এই দিন প্রধানমন্ত্রীর ভাষণে উঠে এসেছিল দেশের প্রগতীশীল অর্থনীতির কথাও। মোদী বলেন, “যে দেশ স্বাধীনতার ৭০ বছরে ১১তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছিল, সেই দেশ ৭-৮ বছরে পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে। তাঁরা নতুন মধ্যবিত্ত শ্রেণীর অংশ হয়ে উঠেছে। নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে।”
স্বনির্ভরতার দিকে ভারতের পদক্ষেপের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বন্ধুরা, গত দশ বছরে ভারত প্রতিটি ক্ষেত্রেই পরিবর্তিত হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে চিন্তাভাবনায়। আগে, যদি আপনি কোনও দোকানে কিছু কিনতে যেতেন, দোকানদারও বিদেশী পণ্যকেই প্রাধান্য দিতেন। তিনি একই জিনিসপত্র লোকেদের দিতেন। কিন্তু আজ মানুষ জিজ্ঞাসা করে এটা কি ভারতে তৈরি? ভারত প্রথম মেড ইন ইন্ডিয়া এমআরআই মেশিনও তৈরি করেছে। স্বনির্ভরতা অভিযান ভারতকে শক্তি জুগিয়েছে।”
ভারতকে বিশ্বের উৎপাদন কেন্দ্র হিসেবে দেখার কথাও বলেন মোদী। প্রধানমন্ত্রী জানান আজ ভারত বিশ্বব্যাপী টেলিকম এবং নেটওয়ার্কিং শিল্পের শক্তি কেন্দ্রে পরিণত হয়েছে। আগে ভারত প্রচুর পরিমাণে মোটরসাইকেলের যন্ত্রাংশ আমদানি করত। কিন্তু এখন তা রপ্তানি শুরু করেছে। সৌর মডিউলের আমদানি কমেছে এবং রপ্তানি বেড়েছে। এই প্রসঙ্গের শেষে প্রধানমন্ত্রী TV9-এর এই শীর্ষ সম্মেলনের প্রশংসা করেন। তিনি বলেন, “আজ আমরা এখানে যা-ই ভাবি না কেন, আগামীকাল তা আমাদের ভবিষ্যৎ তৈরি করবে।”
প্রধানমন্ত্রী মোদী জানান, ১০ কোটিরও বেশি ভুয়ো সুবিধাভোগী যাঁরা জন্মগ্রহণও করেননি, তাঁদের নাম বিভিন্ন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা এখন সরিয়ে ফেলা হয়েছে। তিনি বলেন, “সরকার কর ব্যবস্থা সরলীকৃত করেছে। আমরা আয়কর দাখিল করাও সহজ করে তুলেছি।” এর পাশাপাশি, প্রধানমন্ত্রী মোদী এনডিএ সরকারের আরও অনেক সাফল্যের তালিকাও তুলে ধরেন।
তারই সঙ্গে টিভি৯ নেটওয়ার্কের অচলায়তম ভেঙে চলার প্রথাকেও অভিনন্দন জানান মোদী। তিনি বলেন, “ভারত মণ্ডপমে শীর্ষ সম্মেলন আয়োজন করে টিভি৯ পুরোনো ঐতিহ্য ভেঙে দিয়েছে। আগামী সময়ে, আরও মিডিয়া হাউস এই পথ অবলম্বন করবে।”





