Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঘরের ভিতর বাঁচাতে পারছেন না গাছ? এসব নিয়ম না মানলেই মুশকিল

সাধ করে ঘরের ভিতরটা সাজিয়েছেন নানা বাহারি গাছে। কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সেই সব গাছের পাতা হচ্ছে হলুদ, হাজার যত্নেও শুকিয়ে মরে যাচ্ছে। ভেবেই পাচ্ছেন না। ভুলটা হচ্ছে কোথায়।

ঘরের ভিতর বাঁচাতে পারছেন না গাছ? এসব নিয়ম না মানলেই মুশকিল
Follow Us:
| Updated on: Mar 31, 2025 | 11:11 PM

সাধ করে ঘরের ভিতরটা সাজিয়েছেন নানা বাহারি গাছে। কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সেই সব গাছের পাতা হচ্ছে হলুদ, হাজার যত্নেও শুকিয়ে মরে যাচ্ছে। ভেবেই পাচ্ছেন না। ভুলটা হচ্ছে কোথায়। দেখুন তো এসব নিয়ম মেনে চলছেন তো!

টবের মধ্যে থাকা জলের নিষ্কাশন ব্যবস্থাও ঠিক করে দেখে রাখা প্রয়োজন। অতিরিক্ত জল জমলে গাছে পচন ধরতে পারে। সেদিকে খেয়াল রাখাও প্রয়োজন। ভেজা মাটি যেন শুকানোর সুযোগও পায়।

কখনই এসির নিচে গাছ রাখবেন না। চেষ্টা করুন গাছ রাখার জায়গাটা যাতে এসির থেকে দূরেই থাকে। প্রাকৃতিক হাওয়া-বাতাস ঠিকভাবে পেলেই গাছ ভালোভাবে বাড়তে পারবে।

খেয়াল রাখুন গাছের টবে যেন পোকামাকড় না আসে। এক্ষেত্রে কাঁচা দুধ কিন্তু খুবই উপকারী। কীভাবে? কাঁচা দুধের মধ্যে কিছুটা হলুদ মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিন। এতে, পোকামাকড় হবে না।

জলে কাপড় ভিজিয়ে মাঝে মধ্যে পরিষ্কার করুন গাছের পাতা। কাঁচা দুধ তুলোতে ভিজিয়েও এই কাজটি করতে পারেন। এই উপায়ে গাছটি তরতাজা থাকবে।