Purbasthali: ভোটার তালিকা থেকে বিজেপি সমর্থকের নাম বাদ দেওয়ার অভিযোগ
Purbasthali: পূর্বস্থলী ২ নম্বর ব্লকের কালেখাতলা। বিজেপির দখলে এই পঞ্চায়েত। এলাকার অধিকাংশ মানুষজন দিনমজুর খেটে খাওয়া পরিবার। বহু পরিবারের সদস্যরা রোজগারের তাগিদে ভিন্ন জেলা বা ভিন রাজ্যে দিনমজুর বা পরিযায়ী শ্রমিক।

পূর্বস্থলী: বিজেপি সমর্থক হওয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল। চক্রান্ত করে ৭ নম্বর ফর্ম জমা দিয়ে ভোটার তালিকা থেকে অভিযোগ জানিয়ে নাম বাদ দিতে প্রশাসনের দপ্তরে ফর্ম জমা করছে তৃনমূল।ফলে অহেতুক নাকাল হতে হবে,রাজনৈতিক প্রতিহিংসা,দাবী বিজেপির।তৃনমূলের দাবী,অনেকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।তাই নাম বাদ দেওয়ার আবেদন জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
পূর্বস্থলী ২ নম্বর ব্লকের কালেখাতলা। বিজেপির দখলে এই পঞ্চায়েত। এলাকার অধিকাংশ মানুষজন দিনমজুর খেটে খাওয়া পরিবার। বহু পরিবারের সদস্যরা রোজগারের তাগিদে ভিন্ন জেলা বা ভিন রাজ্যে দিনমজুর বা পরিযায়ী শ্রমিক। সম্প্রতি এই পঞ্চায়েতের ধীতপুর গ্রামের ১৯০, ১৯১ নম্বর ২ টি বুথের বাইরে কর্মরত ও এলাকাবাসী মিলিয়ে এমন প্রায় ১০০ জন বিজেপি সমর্থকদের নামে ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে ৭ নম্বর ফর্ম প্রশাসনিক মহলে জমা দেওয়া হয়েছে তৃনমূল দলের তরফে, অন্তত তেমনই দাবি বিজেপির।
পাল্টা পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বক্তব্য, এলাকায় প্রচুর ভুয়ো ভোটার আছে। যাদের দুপার বাংলার ভোটার তালিকায় নাম রয়েছে। এমন ব্যক্তিদের নাম বাদ দিতে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। এই বিষয়ে প্রশাসনের তরফে জানানো হয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হবে। বৈধ প্রমাণের অভাবে কোনও নাম তালিকা থেকে বাদ পড়লে তা নিয়ম মেনেই হবে।





