মশার তাণ্ডবে নাজেহাল? কয়েল নয়, সস্তার ৫ জিনিসেই হবে জব্দ
মশার তাণ্ডবে অনেকে নাজেহাল হয়ে পড়েন। বাড়িতে মশা তাড়ানোর জন্য অনেকেই কয়েল ব্যবহার করেন। যদি তা না করতে চান, তা হলে ঘরোয়া কয়েকটি উপায় মেনে চলতে পারেন। জেনে নিন সেগুলি।

গ্রীষ্মকাল পড়লেই নানা জায়গায় মশার প্রকোপ বাড়ে। যা শুধু ঘুমের ব্যাঘাতই ঘটায় না, বরং স্বাস্থ্যের নানা সমস্যাও হয়। মশা তাড়ানোর জন্য অনেকে কয়েল ব্যবহার করেন। তবে সেই কয়েলের ধোঁয়ার কারণে অনেকের শ্বাসকষ্ট বা চোখে জ্বালা হয়। তাই মশা তাড়ানোর জন্য বাজারে যে সকল পণ্য পাওয়া যায়, তার বেশিরভাগেই রাসায়নিক ব্যবহার করা হয়। যা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। যাদের মশার কয়েলের ধোঁয়ায় সমস্যা রয়েছে বা যারা কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করতে না চান, তারা কয়েকটি ঘরোয়া উপায় অবলম্বন করতে পারেন, তা হলে মশা তাড়ানো সহজ হবে।
মশার পাশাপাশি অন্যান্য পোকামাকড় কয়েকটি ঘরোয়া উপায়ে সহজে তাড়ানো যায়। আসুন জেনে নেওয়া যাক মশা তাড়াতে বাড়িতে থাকা কী কী জিনিস ব্যবহার করতে পারেন।
- তেজপাতা ও কর্পূর – মশা তাড়াতে তেজপাতা ও কর্পূর ব্যবহার করতে পারেন। এর সুগন্ধ সারা ঘরে ছড়িয়ে যায়। যার ফলে মশাও পালিয়ে যায়। তেজপাতাতে কর্পূর লাগিয়ে পুড়িয়ে দিতে হবে। তা হলে মশার পাশাপাশি অন্যান্য পোকামাকড় ও মথও এর ধোঁয়ার কারণে পালিয়ে যায়।
- শুকনো নিম পাতা – ত্বক এবং স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যা থেকে মুক্তি পেতে হোক বা মশা তাড়াতে, নিমের জুড়ি মেলা ভার। নিম এমন একটি উদ্ভিদ, যার পাতা, ফল ও শিকড় সবই ব্যবহার করা যায়। মশা তাড়ানোর জন্য নিমপাতা পোড়াতে পারেন। এর ধোঁয়ায় ঘরে উপস্থিত বাকি ব্যাকটেরিয়াগুলো দূর হয়।
- লবঙ্গ ও লেবু – ঘর থেকে মশা দূরে রাখতে লবঙ্গ ও লেবু বেশ কার্যকরী। লেবু দু’টুকরো করে কেটে নিতে হবে। তারপর লবঙ্গ দিতে হবে। বাড়ি থেকে মশা দূর করতে জানলার পাশে সেটি রাখতে পারেন।
- পেঁয়াজ ও রসুনের খোসা – পেঁয়াজ ও রসুনের খোসাও মশা তাড়াতে খুবই উপকারী। কারণ এগুলোর গন্ধ প্রখর। তাই পেঁয়াজ, রসুনের খোসা ফেলে না দিয়ে শুকিয়ে ঘরে পুড়িয়ে ফেলুন। এর ধোঁয়া থেকে মশা পালিয়ে যাবে।
- কমলালেবু ও পাতিলেবুর খোসা – কমলালেবু ও পাতিলেবুর খোসাতেও কড়া গন্ধ থাকে। মশা তাড়ানোর জন্য এগুলি শুকিয়ে ঘরে পোড়াতে পারেন। এর ধোঁয়ায় মশা দূরে পালাবে। এ ছাড়া এটি একটি স্প্রে বোতলে রাখতে পারেন। এবং কীটপতঙ্গের প্রকোপ কমাতে ব্যবহার করতে পারেন।





