AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market Crash: রক্তে স্নান করল সেনসেক্স, ধুয়ে মুছে সাফ কোটি কোটি টাকা

Sensex-Nifty: আজ সকাল ৯টায় বাজার খুলতেই সেনসেক্সের সূচক প্রায় ৩০০০ পয়েন্ট পড়ল। নিফটিতেও ব্যাপক পতন হয়েছে। ১০০০ পয়েন্ট পড়েছে নিফটির সূচক। ট্রাম্পের ট্যারিফ যুদ্ধের কারণেই শেয়ার বাজারে এই ধস। 

Share Market Crash: রক্তে স্নান করল সেনসেক্স, ধুয়ে মুছে সাফ কোটি কোটি টাকা
ভেঙে পড়েছেন বিনিয়োগকারীরা।Image Credit: Himanshu Bhatt/NurPhoto via Getty Images
| Updated on: Apr 07, 2025 | 10:21 AM
Share

মুম্বই: শেয়ার মার্কেটে ভয়ঙ্কর ধস। সোমবার বাজার খুলতেই হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স-নিফটি। আজ সকাল ৯টায় বাজার খুলতেই সেনসেক্সের সূচক প্রায় ৩০০০ পয়েন্ট পড়ল। নিফটিতেও ব্যাপক পতন হয়েছে। ১০০০ পয়েন্ট পড়েছে নিফটির সূচক। ট্রাম্পের ট্যারিফ যুদ্ধের কারণেই শেয়ার বাজারে এই ধস।

সোমবার শেয়ার বাজার খুলতেই বিএসই সেনসেক্সের সূচকে ২৫৬৫.৭৪ পয়েন্ট পতন হয়। একধাক্কায় সেনসেক্স নেমে দাঁড়ায় ৭২,৭৯৯.৯৫ অঙ্কে। অন্যদিকে এনএসই নিফটি৫০-র সূচকও ৮৩১.৯৫ পয়েন্ট পতন হয়ে ২২,০৭২.৫০ অঙ্কে নেমে দাঁড়ায়। সকাল ১০টায় সেনসেক্স ২৭০০ পয়েন্ট কমে দাঁড়ায়। নিফটি সূচক ২২ হাজারে দাঁড়িয়ে।

স্মল ক্যাপ ইনডেক্স প্রায় ১০ শতাংশ পতন হয়েছে। মিড-ক্যাপ ৭.৩ শতাংশ পতন হয়েছে। শেয়ার বাজারের এই ধসে ব্যাপক প্রভাবিত হয়েছে টাটা স্টিল। এক ধাক্কায় ১১.২৫ শতাংশ পতন হয়েছে টাটা স্টিলের শেয়ারে। টাটা মোটরসের শেয়ারেও ৮.২৪ শতাংশ পতন হয়েছে। টেক মাহিন্দ্রার স্টকে ৬.৭০ শতাংশ পতন হয়েছে। ইনফোসিস ও এইচসিএল টেকেরও শেয়ারে ৬ শতাংশ পতন হয়েছে।

শুধু দালাল স্ট্রিটই নয়, রক্তাক্ত সমগ্র এশিয়ার স্টক মার্কেটই। ওয়াল স্ট্রিটে বেঞ্চমার্ক এসঅ্যান্ডপি ৫০০ ফিউচারে ৪.৩১ শতাংশ পতন হয়েছে, ন্যাসডাকে নতুন করে ৫.৪৫ শতাংশ পতন হয়েছে। জাপানের নিক্কেই ইনডেক্সেরও প্রায় ৭ শতাংশের বেশি পতন হয়েছে। সিওলে কসপি ৪.৮ শতাংশ পতন হয়েছে।