Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: শ্রীলঙ্কার বিশ্বজয়ের নায়কদের সঙ্গে সাক্ষাৎ, প্রধানমন্ত্রী মোদীকে বিশেষ অনুরোধ জয়সূর্যদের

PM Modi meets Sri Lanka's World Cup heroes: শ্রীলঙ্কা সফরে গিয়ে ১৯৯৬ সালের বিশ্বজয়ী নায়কদের অনেকের সঙ্গেই দেখা করলেন ভারতের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের সঙ্গে একটা সুন্দর মুহূর্ত কাটালেন। তেমনই শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটাররা প্রধানমন্ত্রী মোদীকে বিশেষ অনুরোধও করেন।

PM Modi: শ্রীলঙ্কার বিশ্বজয়ের নায়কদের সঙ্গে সাক্ষাৎ, প্রধানমন্ত্রী মোদীকে বিশেষ অনুরোধ জয়সূর্যদের
Image Credit source: X
Follow Us:
| Updated on: Apr 06, 2025 | 7:07 PM

শ্রীলঙ্কা ক্রিকেটে একটা সময় স্বর্ণযুগ ছিল। কিংবদন্তি সব ক্রিকেটার। বিশ্বের যে কোনও দলকেই টক্কর দেওয়ার ক্ষমতা রাখত। বর্তমানে শ্রীলঙ্কা ক্রিকেটে অবশ্য ভাটা চলছে। তবে ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বজয়, শুধুমাত্র তাদের জন্যই নয়, বরং এশিয়া মহাদেশের জন্য গর্বের মুহূর্ত ছিল। শ্রীলঙ্কা সফরে গিয়ে ১৯৯৬ সালের বিশ্বজয়ী নায়কদের অনেকের সঙ্গেই দেখা করলেন ভারতের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের সঙ্গে একটা সুন্দর মুহূর্ত কাটালেন। তেমনই শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটাররা প্রধানমন্ত্রী মোদীকে বিশেষ অনুরোধও করেন।

প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডলে সেই ছবিও পোস্ট করেছেন। শ্রীলঙ্কার বিশ্বজয়ের নায়ক সনৎ জয়সূর্য,অরবিন্দ ডি’সিলভা, চামিন্ডা ভাস, রমেশ কালুবিথারানা, মারভান আতাপাত্তুদের পাশাপাশি কুমার ধর্মসেনাও রয়েছেন ছবিত। শ্রীলঙ্কার সিনিয়র পুরুষ ক্রিকেট দলের হেড কোচ সনৎ জয়সূর্য দাঁড়িয়ে ঠিক প্রধানমন্ত্রী মোদীর পাশেই। উপুল চন্দনা, রবীন্দ্র পুষ্পকুমারের মতো বিশ্বজয়ী দলের অন্যান্য সদস্যরাও ছিলেন। তাঁদের সঙ্গে দীর্ঘসময় কথাও বলেন প্রধানমন্ত্রী মোদী।

ভারতীয় ক্রিকেটে ১৯৮৩ সালের বিশ্বকাপ জয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। পরবর্তী প্রজন্মকে এই খেলার প্রতি উৎসাহিত করেছিল। ঠিক একই ভাবে ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়, ক্রিকেট মানচিত্রে তাদের জায়গা উজ্জ্বল করেছিল, এই বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী। শুধু তাই নয়, শ্রীলঙ্কার ক্রিকেটাররা সে সময় যে বিধ্বংসী ক্রিকেটটা খেলতেন, এর ফলে টি-টোয়েন্টি ক্রিকেটের ভাবনা আরও জোরালো হয়, সেটাকে কৃতিত্ব দেন প্রধানমন্ত্রী।

ভারত ও শ্রীলঙ্কার মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা যে দীর্ঘ এবং অটুট, অতীতের ঘটনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ১৯৯৬ সালে শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণের পরও খেলোয়াড়চিত মনোভাব এবং বন্ধুত্বের কারণেই শ্রীলঙ্কা সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। শুধু তাই নয়, ২০১৯ সালে শ্রীলঙ্কায় সন্ত্রাসবাদী হামলার পরও গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। এটাই শ্রীলঙ্কা ও ভারতের বন্ধুত্বের অন্যতম উদাহরণ, জানাতে ভোলেননি।

শ্রীলঙ্কার কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটাররা ভারতের প্রধানমন্ত্রী মোদীকে বিশেষ অনুরোধও করেছেন। শ্রীলঙ্কার উত্তারঞ্চল, বিশেষ করে জাফনায় উন্নত মানের ক্রিকেট মাঠ তৈরিতে মোদীর সাহায্য চেয়েছেন জয়সূর্যরা। শ্রীলঙ্কায় সাম্প্রতিক কালে তৈরি হওয়া আর্থিক সঙ্কটের সময় ভারত যে ভাবে পাশে থেকেছিল এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সে দেশের কিংবদন্তি ক্রিকেটাররা। প্রতিবেশীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ভারত যে সর্বদা প্রস্তুত, শুধু শ্রীলঙ্কাই নয়, মায়ানমারের উদাহরণও তুলে ধরেন মোদী। সদ্য ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমারের পাশে ভারত কী ভাবে দাঁড়িয়েছে, সেই উদাহরণও তুলে ধরেন।