RR vs RCB Playing XI IPL 2025: অবশেষে ‘ঘরে’ ফেরা, রয়্যাল লড়াইয়ে নানা আলোচনা
RR vs RCB Preview: এ বার 'আসল' হোম ম্যাচ। যদিও জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে মরসুমের প্রথম ম্যাচ। ফলে রাজস্থানের কাছে হোম ম্যাচ হলেও পুরোপুরি চেনা হবে তা নয়। অ্যাওয়ে ম্যাচে নামা আরসিবির কাছেও পরিস্থিতি একই।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজও ডাবল হেডার। সুপার সান ডেও বলা যায়। দিনের প্রথম ম্যাচে রয়্যাল লড়াই। জয়পুরে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রাজস্থান এ মরসুমে হোম ম্যাচ খেলেছে গুয়াহাটিতে। এ বার ‘আসল’ হোম ম্যাচ। যদিও জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে মরসুমের প্রথম ম্যাচ। ফলে রাজস্থানের কাছে হোম ম্যাচ হলেও পুরোপুরি চেনা হবে তা নয়। অ্যাওয়ে ম্যাচে নামা আরসিবির কাছেও পরিস্থিতি একই।
রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু কার্যত একই বিন্দুতে। কোনও ম্যাচে চোখ ধাঁধানো পারফরম্যান্স, আবার তাদের শেষ ম্যাচ দেখলে দু-দলই কার্যত নিজেদের কিছু ভুলেই ডুবেছে। রাজস্থান শিবিরে প্রধান চিন্তা ওপেনিং। যশস্বী জয়সওয়াল একটি হাফসেঞ্চুরি করেছিলেন। পরের ম্যাচে আবারও ব্যর্থ। ঠিক যেমনটা শুরু থেকে হচ্ছিল। প্রথম হোম ম্যাচে চমকের সম্ভাবনা ক্ষীণ, যদিও বৈভবকে যেভাবে প্র্যাক্টিসে গুরুত্ব দেওয়া হচ্ছিল, তাতে যশস্বীকে ‘বিশ্রাম’ দিয়ে বৈভব চমক দেওয়া হবে না তো!
আরসিবি শিবিরে সবই বাইরে থেকে ভালো। মিডল অর্ডারেও যথেষ্ট বিকল্প রয়েছে। কিন্তু ধারাবাহিকতা! নতুন কাউকে সুযোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তরুণ ব্যাটার জেকব বেথেলকে সুযোগ দিলে অবাক হওয়ার নেই। কী হতে পারে দু-দলের কম্বিনেশন?
রাজস্থান রয়্যালস সম্ভাব্য দ্বাদশ: সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, নীতীশ রানা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসারঙ্গা, জোফ্রা আর্চার, মহেশ থিকসানা, তুষার দেশপান্ডে/কুমার কার্তিকেয়, সন্দীপ শর্মা, ফজলহক ফারুকি
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সম্ভাব্য দ্বাদশ: ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাড়িক্কল, রজত পাতিদার, লিয়াম লিভিংস্টোন/জেকব বেথেল, জীতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল, সূয়াশ শর্মা





