TMC vs BJP: ভোটার তালিকায় ‘কারচুপি’ করছে তৃণমূল! বিজেপির অভিযোগকে কেটে ‘বাংলাদেশি-যোগ’ টেনে যুক্তি খাড়া শাসকদলের
TMC vs BJP: ঘটনা পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ নম্বর ব্লকের কালেখাতলা এলাকার। সেখানে বিজেপির দখলেই পঞ্চায়েত। গোটা এলাকার অধিকাংশ মানুষ দিনমজুর, খেটে খাওয়া। কেউ কেউ আবার কাজের সূত্র থাকেন ভিন রাজ্যে।

পূর্ব বর্ধমান: এপিক বিতর্কের আঁচ যখন প্রায় ঝিমিয়ে এসেছে। সেই আবহেই আবার ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে আসরে বিজেপি। শাসকদলকে কাঠগড়ায় টেনে তাদের অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে বিজেপি সমর্থকদের নাম ভোটার তালিকা থেকে ‘মুছে ফেলা’ হচ্ছে।
ঘটনা পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ নম্বর ব্লকের কালেখাতলা এলাকার। সেখানে বিজেপির দখলেই পঞ্চায়েত। গোটা এলাকার অধিকাংশ মানুষ দিনমজুর, খেটে খাওয়া। কেউ কেউ আবার কাজের সূত্র থাকেন ভিন রাজ্যে। সেখানেই এবার ভোটার তালিকা নিয়ে তৈরি হয় বাদানুবাদ।
বিজেপির অভিযোগ, পঞ্চায়েতের অন্তর্গত ধীতপুর গ্রামের ১৯০ ও ১৯১ নম্বর বুথের বিজেপি কর্মী ও এলাকাবাসী মিলিয়ে প্রায় ১০০ জন সমর্থকের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে স্থানীয় প্রশাসনিক দফতরে আবেদন জানিয়েছে তৃণমূল। তাদের দাবি, সামনেই নির্বাচন। এলাকার মানুষ চায় বিজেপি আসুক। তাই সেই ‘ভয়েই’ এমন কাণ্ড ঘটিয়েছে শাসকদলের নেতা-কর্মীরা। এই বিতর্কে গ্রামের কিছু বাসিন্দার দাবি, ‘আমরা বিজেপি করি বলে, তৃণমূল নাম কেটে দিচ্ছে।’
অবশ্য, এই নাম বাতিলের কারণ হিসাবে বাংলাদেশি-যোগকেই হাতিয়ার করেছে তৃণমূল শিবির। পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় জানাচ্ছেন, ‘এলাকায় প্রচুর ভুয়ো ভোটার রয়েছে। যাদের নাম বাতিলের জন্য আবেদন জানানো হয়েছে, তাদের মধ্য়ে কেউ কেউ মারা গিয়েছে। কেউ কেউ আবার বাংলাদেশি। এমন কয়েকজনেরও নাম রয়েছে, যারা এখানে থাকেই না।’





