AC Machine: পুরনো AC বদলে নতুন AC কিনলে টাকা দেবে সরকার! বড় উদ্যোগ কেন্দ্রের
AC Machine: সরকারি এক আধিকারিকের কথায়, ফাইভ স্টার মডেলের বিক্রি বাড়িয়ে বিদ্যুতের লোড কমানো হবে। এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য ব্লু স্টার, গোদরেজ, হ্যাভেলস, এলজি, ভলটাস, স্যামসাং-এর মতো সংস্থাকে আহ্বান জানানো হয়েছে।

নয়া দিল্লি: প্রতি বছর যেভাবে গরম বাড়ছে, তাতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র না এসি ছাড়া টেকাই দায়। রোদ চড়তে শুরু করলেই তাপমাত্রাও বাড়তে শুরু করছে পাল্লা দিয়ে। তবে কয়েক বছর গেলেই এসির শক্তি কমতে থাকে, ঠাণ্ডা করার ক্ষমতাও কমে যায়। তবে এবার সাধারণ মানুষের জন্য বড় উদ্যোগ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। পুরনো এসি বদল করতে টাকা দেবে কেন্দ্র? পরিকল্পনা এমনই।
আট বছরের বেশি পুরনো এসি বদল করার জন্য ইনসেনটিভ দেবে সরকার, অর্থাৎ এসি বদল করে নতুন এসি কিনতে আর্থিক সাহায্য করা হবে সরকারের তরফে। কেন্দ্রীয় বিদ্য়ুৎ মন্ত্রকের তরফে এই পরিকল্পনা করা হয়েছে। ফাইভ স্টার এসি কেনার জন্য় ভর্তুকি দেওয়া হবে বলে সূত্রের খবর। ফিনান্সিয়াল এক্সপ্রেসে প্রকাশিত তথ্য অনুযায়ী, পুরনো গাড়ি বদলানোর ক্ষেত্রে যে নীতি রয়েছে, সেইভাবেই এসি বদলের ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
মূলত বিদ্যুৎ তথা এনার্জি বাঁচানোর জন্যই এই নীতি চালু করার কথা ভাবছে সরকার। তিনভাবে এই ভর্তুকি বা ইনসেনটিভ দেওয়া হতে পারে। এক, পুরনো এসি বিক্রি করে দিলে একটি সার্টিফিকেট দেওয়া হতে পারে, যা দেখিয়ে কিছুটা কম দামে নতুন এসি কেনা যাবে। দুই, পুরনো এসি নিয়ে, কিছুটা ছাড়ে নতুন এসি বিক্রি করবে ম্য়নুফ্যাকচারার। তিন, নতুন এসি কিনলে ইলেকট্রিক বিলে ছাড় দিতে পারে সরকার। আদতে নতুন ফাইভ স্টার এসি লাগালে বিদ্যুৎ খরচ কম হয়, পুরনো এসি চালালে বিদ্যুতের খরচ হয় বেশি। সেই কারণেই এই উদ্যোগ।
সরকারি এক আধিকারিকের কথায়, ফাইভ স্টার মডেলের বিক্রি বাড়িয়ে বিদ্যুতের লোড কমানো হবে। এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য ব্লু স্টার, গোদরেজ, হ্যাভেলস, এলজি, ভলটাস, স্যামসাং-এর মতো সংস্থাকে আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, এসি কেনার পরিমাণ দিনে দিনে বাড়ছে ভারতে। গত ২০২১-২২-এ ৮৪ লক্ষ এসি বিক্রি হয়েছিল, ২০২৩-২৪-এ সেই সংখ্যা বেড়ে ১ কোটি ৯ লক্ষ হয়েছে।





