Electric Vehicle: পেট্রোলে হড়কে যাচ্ছেন? ইলেকট্রিক বাইক কিনলে মাসে কত টাকা বাঁচাবেন, জেনে নিন
Electric Scooter: বর্তমানে ভারতের বাজারে একাধিক ভাল, উন্নতমানের ইলেকট্রিক স্কুটার বা বাইক পাওয়া যায়। এর মধ্যে রয়েছে ওলা এস ওয়ান, এথার ৪৫০ সিরিজ, এথার রিজতা সিরিজ, বাজাজ চেতক, হিরো ভিডা ও টিভিএস আই-কিউব।

ইলেকট্রিক স্কুটি বা বাইক সম্পর্কে বলা হয় এই ধরনের গাড়িগুলোয় কেনার খরচ কিছুটা বেশি। কিন্তু পরবর্তীতে খরচ অনেকটা কম। ধরা যাক আপনি একটা ইলেকট্রিক স্কুটি কিনলেন, আপনি আসলে কত টাকা বাঁচাবেন জানেন কী? বা কত টাকা বাড়তি খরচ হতে পারে আপনার?
বর্তমানে ভারতের বাজারে একাধিক ভাল, উন্নতমানের ইলেকট্রিক স্কুটার বা বাইক পাওয়া যায়। এর মধ্যে রয়েছে ওলা এস ওয়ান, এথার ৪৫০ সিরিজ, এথার রিজতা সিরিজ, বাজাজ চেতক, হিরো ভিডা ও টিভিএস আই-কিউব।
কোনও ব্যক্তিকে দৈনিক ৩০ কিলোমিটার যাতায়াত করতে হলে, কোনও স্কুটারে তাঁর খরচ হতে পারে ৬০ টাকা। যেখানে আমরা পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকা ও স্কুটির মাইলেজ ৫০ কিলোমিটার প্রতি লিটার হিসাব করতে পারি।
কিন্তু যে কোনও ইলেকট্রিক বাইকে কোনও ব্যক্তি ৩০ কিলোমিটার যাতায়াত করলে তার খরচ হবে ৭ থেকে ৮ টাকা। এই খরচটা অনেকটা নির্ভর করে কোন জায়গায় বিদ্যুতের খরচ কেমন, তার উপর। মোটামুটি একটি বৈদ্যুতিক স্কুটারের ব্যাটারির সাইজ হয় ৪ কিলোওয়াট আওয়ার। এবং সেই ব্যাটারিতে মোটামুটি ১২০ কিলোমিটার রেঞ্জ দেয় বাইকগুলো। ফলে ৩০ কিলোমিটার যেতে ১ ইউনিট বিদ্যুত খরচ হয়।
যে মানুষটা রোজ বাসে করে অফিস যাওয়া আসা করে তার জন্য একটা ইলেকট্রিক বাইক কি আদৌ সঠিক চয়েস? তথ্য বলছে, কলকাতার মতো শহরে একটানা ৩০ কিলোমিটার বাসে যেতে খরচ হয় ৩০ থেকে ৩৫ টাকা। আর যাতায়াত মিলিয়ে যখন ৩০ কিলোমিটার হয় তখন খরচ দাঁড়ায় ৪০ থেকে ৪৫ টাকা। আর কোনও ইলেকট্রিক বাইকে এই দূরত্ব যেতে খরচ হয় মাত্র ৭ থেকে ৮ টাকা।
বর্তমান কলকাতায় যানজট ক্রমাগত বাড়ছে। তথ্য বলছে, দেশের সবচেয়ে বেশি জ্যাম হয় কলকাতাতেই। ফলে কলকাতার মতো শহরে একটা ইভি কিনলে ও দৈনিক ৩০ কিলোমিটার যাতায়াত করলে মাসিক ১ হাজার ১০০ টাকা সঞ্চয় হয়। অর্থাৎ, বাৎসরিক ১৩ হাজার ২০০ টাকা।
আবার, পেট্রোলের বাইক বা স্কুটি যার মাইলেজ লিটারপ্রতি ৫০ কিলোমিটার তাতে দৈনিক ৩০ কিলোমিটার যাতায়াত করতে খরচ হবে প্রায় ৬০ টাকা। যে খরচ ইলেকট্রিক স্কুটিতে ৭ টাকা বা ৮ টাকা। হিসাব করলে দেখা যাবে, ইভি ব্যবহার করলে ওই ব্যক্তির মাসিক সঞ্চয় দাঁড়াবে ১ হাজার ৫৬০ টাকা। বার্ষিক সঞ্চয়ের অঙ্কটা দাঁড়াবে ১৮ হাজার ৭২০ টাকা।





