Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AC Delivery: ১০ মিনিটেই AC ডেলিভারি করবে Blinkit! ইনস্টলেশন নিয়েও থাকবে না ঝক্কি

Air Conditioner: ব্লিঙ্কিটের প্রতিষ্ঠাতা তথা সিইও আলবিন্দর ধিন্দসা শনিবারই ঘোষণা করেন যে এবার থেকে এয়ার কন্ডিশনারও অনলাইনে ডেলিভারি করা হবে। মাত্র ১০ মিনিটেই তা ডেলিভারি করা হবে।

AC Delivery: ১০ মিনিটেই AC ডেলিভারি করবে Blinkit! ইনস্টলেশন নিয়েও থাকবে না ঝক্কি
১০ মিনিটে এয়ার কন্ডিশনার ডেলিভারি।Image Credit source: X
Follow Us:
| Updated on: Mar 31, 2025 | 12:18 PM

নয়া দিল্লি: হঠাৎ সবজি বা আইসক্রিম দরকার? মোবাইল খুলে অর্ডার করে দিলেই হল। ১০ মিনিটেই দোরগোড়ায় প্রয়োজনীয় জিনিস হাজির। রমরমিয়ে চলছে কুইক কমার্স সংস্থাগুলি। এখন হেডফোন থেকে মোবাইলও পর্যন্ত অনলাইনে কুইক কমার্স সাইটে পাওয়া যায়। এবার ই-কর্মাস সাইট আরও এক ধাপ এগোল। ঘরে বসেই এবার অর্ডার করতে পারবেন এয়ার কন্ডিশনারও। তাও আবার ১০ মিনিটে। এই অসাধ্য সাধন করছে জ্যোমাটোর কুইক কমার্স সংস্থা ব্লিঙ্কিট।

ব্লিঙ্কিটের প্রতিষ্ঠাতা তথা সিইও আলবিন্দর ধিন্দসা শনিবারই ঘোষণা করেন যে এবার থেকে এয়ার কন্ডিশনারও অনলাইনে ডেলিভারি করা হবে। মাত্র ১০ মিনিটেই তা ডেলিভারি করা হবে।

জানা গিয়েছে, হ্যাভেলসের সঙ্গে চুক্তি করেছে ব্লিঙ্কিট। তাদের ব্রান্ড লয়েড (Lloyd)-র এসি পাওয়া যাবে অনলাইনে।১০ মিনিটেই তা বাড়ির দোরগোড়ায় হাজির হবে। আপাতত দিল্লি-এনসিআর অঞ্চলেই এই সুবিধা পাওয়া যাবে প্রাথমিক পর্যায়ে। এরপর বাকি শহরগুলিতেও এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে।

এসি কিনলেই তো হল না। তার ইনস্টলেশনের ঝামেলাও রয়েছে। সেই সমস্যার সমাধানও করে দেবে ব্লিঙ্কিট-ই। এসি কেনার ২৪ ঘণ্টার মধ্যেই তা ইনস্টল করে দেওয়া হবে।