Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WITT: ‘বিশ্বব্যাপী দর্শক সংখ্যা বাড়ছে’, TV9 নেটওয়ার্কের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

WITT: সম্মেলনের প্রথম দিনের অনুষ্ঠানে TV9 নেটওয়ার্কের সকল দর্শকদের শুভেচ্ছা জানান মোদী। শীর্ষ সম্মেলনের জন্য অভিনন্দন জানান নেটওয়ার্ককে।

WITT: 'বিশ্বব্যাপী দর্শক সংখ্যা বাড়ছে', TV9 নেটওয়ার্কের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী
Follow Us:
| Updated on: Mar 28, 2025 | 7:39 PM

নয়া দিল্লি: TV9 নেটওয়ার্কের What India Thinks Today (WITT) সম্মেলনে উপস্থিত হয়ে TV9 নেটওয়ার্কের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “এই নেটওয়ার্ক বিশ্বব্যাপী দর্শক তৈরি করছে।” তিনি নেটওয়ার্কের সব দর্শকদের শুভেচ্ছাও জানান। এদিন প্রধানমন্ত্রী বলেন, “আজ বিশ্বের নজর ভারতের দিকে। আজ বিশ্ব জানতে চায় ভারত আজ কী ভাবছে।”

সম্মেলনের প্রথম দিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “আমি TV9 নেটওয়ার্কের সকল দর্শকদের শুভেচ্ছা জানাই। এই শীর্ষ সম্মেলনের জন্য আপনাদের অভিনন্দন জানাই। এই নেটওয়ার্কের বিশ্বব্যাপী দর্শক সংখ্যা বাড়ছে। ভারত এবং অনেক দেশের মানুষ এই শীর্ষ সম্মেলনের সঙ্গে যুক্ত। আমি এখানে অনেক দেশের মানুষকে দেখতে পাচ্ছি। আমি সবার মঙ্গল কামনা করি। আজ বিশ্বের চোখ থাকবে ভারতের দিকে।”

একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “আজ বিশ্বের দৃষ্টি ভারতের দিকে। পৃথিবীর যে দেশেই যান না কেন, সেখানকার মানুষ ভারত সম্পর্কে কৌতূহলী হয়ে ওঠেন। সবাই ভাবেন, কী এমন ঘটল যে দেশটি ৭০ বছরে ১১তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হল এবং মাত্র ৭-৮ বছরে পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হল?” আইএমএফের নতুন পরিসংখ্যান উল্লেখ করে মোদী বলেন, এই পরিসংখ্যান বলছে যে ভারতই বিশ্বের একমাত্র প্রধান অর্থনীতি যারা ১০ বছরে তাদের জিডিপি দ্বিগুণ করেছে। গত দশকে, ভারত তার অর্থনীতিতে ২ ট্রিলিয়ন ডলার যোগ করেছে।