Nandigram: নন্দীগ্রামের জমি নিয়ে বড় প্রশ্ন কুণাল ঘোষের, কী বলছে বিজেপি
Nandigram: কুণাল ঘোষ দাবি করেছেন এই লিস্ট হল, তৎকালীন তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ শুভেন্দু অধিকারীর তৈরি করা নন্দীগ্রাম সহ তমলুক লোকসভা কেন্দ্রে হওয়া উন্নয়নমূলক কাজের তালিকা।

নন্দীগ্রাম: আগামী ৬ এপ্রিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে। সেই রাম মন্দিরের জায়গা নিয়েই সোশ্যাল মিডিয়া প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আর সেই ফেসবুক পোস্ট ঘিরেই রাজনৈতিক বিতর্ক শুরু নন্দীগ্রামে।
সম্প্রতি কুণাল ঘোষ তাঁর ফেসবুক পেজে সাংসদ উন্নয়ন লিস্টের একটি ছবি পোস্ট করেন। সেখানে কুণাল ঘোষ দাবি করেছেন এই লিস্ট হল, তৎকালীন তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ শুভেন্দু অধিকারীর তৈরি করা নন্দীগ্রাম সহ তমলুক লোকসভা কেন্দ্রে হওয়া উন্নয়নমূলক কাজের তালিকা। এই লিস্টটা একটি পুস্তিকা আকারে বের করেছিলেন তৎকালীন তৃণমূল কংগ্রেসের টিকিটের জয়ী সাংসদ শুভেন্দু।
কুণাল ঘোষের দাবি, ৭ এবং ১০ নম্বর পয়েন্টে রয়েছে যে সাংসদ তহবিলের টাকায় হাসপাতাল তৈরির জন্য সোনাচূড়ায় জায়গা কেনা হয়েছিল। কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, সরকারি টাকায় কেনা যখন কোনও ধর্মীয় স্থান অর্থাৎ মন্দির কিংবা মসজিদ তৈরি করা যায় না, সেখানে নন্দীগ্রামে কীভাবে ধর্মীয় স্থান তৈরির পরিকল্পনা করলেন বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী?
এই পোস্ট প্রসঙ্গে বিজেপি নেতা সুদীপ দাস দাবি করেছেন, তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি বর্তমানে সরে গিয়েছে, তাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বদনাম করার জন্য বারবার তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অভিযোগের কোনও ভিত্তি নেই বলে দাবি করেছেন তিনি।
অপরদিকে নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ জানিয়েছেন, অত্যন্ত কম দামে দুজন ব্যক্তির কাছ থেকে নন্দীগ্রামের শহীদদের স্মৃতির উদ্দেশে হাসপাতাল তৈরি করার জন্য এই জায়গা কেনা হয়েছিল। কিন্তু বর্তমানে বিরোধী দলনেতা সেই জায়গায় রাম মন্দির তৈরি করছেন। অর্থাৎ তিনি নন্দীগ্রাম আন্দোলন সহ আন্দোলনকারীদের সঙ্গে দ্বিচারিতা করছেন বলে দাবি করেন তৃণমূল নেতা।





