Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Haldia: কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হল হলদিয়া ডক ইনস্টিটিউটে

Haldia: মোট ১৯টি আসনে ভোটগ্রহণ চলছে। আর সেই আসনের জন্য ৫৬ জন প্রার্থী প্রতিন্দ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৫২৬। সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।

Haldia: কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হল হলদিয়া ডক ইনস্টিটিউটে
Follow Us:
| Edited By: | Updated on: Mar 28, 2025 | 6:29 PM

হলদিয়া: হলদিয়া ডক ইনস্টিটিউটের ভোটেও এবার মোতায়েন করা হল কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় চলছে ভোট গ্রহণ। হলদিয়া বন্দরের অধীন ডক ইনস্টিটিউটের এই ভোটে চলছে ত্রিমুখী লড়াই। একদিকে বামেদের প্রগতিশীল জোট, অন্যদিকে রয়েছে বিএমএস ও আইএনটিটিইউসি সমর্থিত প্রার্থীরা।

এই ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধীদের অভিযোগ, শাসকদলের বহিরাগত দুষ্কৃতী তাণ্ডব ঠেকাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন করা হয়েছিল। সেই মতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়ে।

মোট ১৯টি আসনে ভোটগ্রহণ চলছে। আর সেই আসনের জন্য ৫৬ জন প্রার্থী প্রতিন্দ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৫২৬। সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলে সন্ধ্যে ৬টা পর্যন্ত। আগামিকাল, সকাল ৯টা থেকে শুরু হবে ভোট গনণা।

২০২৩-এ এই হলদিয়া বন্দরের ডক ইনস্টিটিউটের নির্বাচনে বাম-কংগ্রেস জোট জয়ী হয়েছিল। কার্যত পাত্তা পায়নি তৃণমূল। বিজেপিও অস্তিত্ব রক্ষা করতে ব্যর্থ হয় সেই ভোটে। ডক ইনস্টিটিউটের নির্বাচনের ১৯টি আসনে একচেটিয়া জয় পেয়েছিল বাম-কংগ্রেস জোট। বিজেপি ও তৃণমূল খাতাই খুলতে পারেনি সেখানে।