Contai: ভোটার নিয়ে টানাটানি দু’দলের সমর্থকদের, কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোটেও রক্তারক্তিকাণ্ড!
Contai: ভোট কেন্দ্রের বাইরে মোতায়েন রয়েছে পুলিশ। কিন্তু যে রাস্তা দিয়ে ভোটাররা যাবেন, সেখানে নিরাপত্তা সুনিশ্চিত না করার জন্য এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় বেশ কয়েকজন ভোটার ও বিজেপি কর্মী সমর্থক আহত হয়েছেন। এলাকায় উত্তেজনা রয়েছে।

পূর্ব মেদিনীপুর: কাঁথির কৃষি ও সমবায় ব্যাঙ্কের ভোট নিয়ে উত্তেজনা। ভোটার নিয়ে টানাটানি তৃণমূল-বিজেপির। ভোটকেন্দ্রের কাছে দু’দলের সমর্থকদের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি। কাঁথি কার্ড ব্যাঙ্কে ৭৮টি আসনে ৫৮ হাজারের বেশি ভোটার। কাঁথি-এগরা মহকুমা জুড়ে ১৩ টি কেন্দ্রে ভোট হচ্ছে। সকাল থেকে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শহর কাঁথিতে উত্তেজনা। জাতীয় বিদ্যালয়ে সমবায় ব্যাঙ্কের ভোটের কেন্দ্র পড়েছে। ভোট কেন্দ্রের অদূরেই ভোটারদের স্লিপ কেড়ে নেওয়ার অভিযোগ উঠল। দু’দলের সমর্থকদের মধ্যে প্রথমে হাতাহাতি-ধস্তাধস্তি শুরু হয়। দু’দলের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। আর তা থেকে রক্তারক্তিকাণ্ড।
উল্লেখ্য, ভোট কেন্দ্রের বাইরে মোতায়েন রয়েছে পুলিশ। কিন্তু যে রাস্তা দিয়ে ভোটাররা যাবেন, সেখানে নিরাপত্তা সুনিশ্চিত না করার জন্য এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় বেশ কয়েকজন ভোটার ও বিজেপি কর্মী সমর্থক আহত হয়েছেন। এলাকায় উত্তেজনা রয়েছে।
বিজেপি অভিযোগ করছে, তাদের যে ক্যাম্প রয়েছে, স্লিপ দেওয়ার ক্যাম্প, সেখানে তৃণমূলের কর্মী সমর্থকরা চড়াও হয়েছে। বিজেপি নেতা দিব্য়েন্দু অধিকারী বলেন, “এখানে দাঁড়িয়ে থেকে পুলিশের নেতৃত্বে এসব চলছে। সাধারণ ভোটারকে আক্রান্ত হতে হচ্ছে। অস্থির অবস্থা তৈরি করা হচ্ছে।”
অখিল গিরি বলেন, “কাঁথি জাতীয় বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোট চলছিল। যেহেতু বিজেপি তেমন কিছু ভোট পায়নি, তাঁদের সমর্থকরা আসেনি। বিজেপি সমর্থকরা তৃণমূলকে চোর বলে, তাতেই উত্তেজনা ছড়ায়। অশান্তি পাকানোর চেষ্টা চলছে।”





