Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Waqf Bill: ওয়াকফ বিল নিয়ে আজ উত্তপ্ত হতে পারে লোকসভা, প্রস্তুত বিরোধীরা, হুইপ জারি বিজেপির

Waqf Bill: সবমিলিয়ে এদিন উত্তপ্ত হতে পারে লোকসভার অধিবেশন। রাজনীতির কারবারিরা বলছেন, লোকসভায় এদিন ওয়াকফ বিল পাশ হলে আগামিকালই তা রাজ্যসভায় পেশ করা হতে পারে। সেজন্যই দলের রাজ্যসভার সাংসদদের বৃহস্পতিবার সংসদের উচ্চ কক্ষে উপস্থিত থাকতে হুইপ জারি করেছে বিজেপি।

Waqf Bill: ওয়াকফ বিল নিয়ে আজ উত্তপ্ত হতে পারে লোকসভা, প্রস্তুত বিরোধীরা, হুইপ জারি বিজেপির
ফাইল ফোটোImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Apr 02, 2025 | 7:03 AM

নয়াদিল্লি: সারা দেশের নজর আজ লোকসভার অধিবেশনের দিকে। আজ (বুধবার) লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করবে কেন্দ্র। বিলটি নিয়ে ৮ ঘণ্টা আলোচনা হওয়ার কথা। ওয়াকফ বিলের বিরোধিতায় এককাট্টা হয়েছে বিরোধীদের ‘ইন্ডিয়া’ ব্লক। আবার ওয়াকফ বিল পাশ করাতে মরিয়া বিজেপি সাংসদদের উপস্থিতি নিয়ে হুইপ জারি করেছে।

ওয়াকফ বিল নিয়ে লোকসভা যে এদিন উত্তাল হতে চলেছে, তার আঁচ পাওয়া গিয়েছে মঙ্গলবারই। গতকাল ওয়াকফ বিল নিয়ে আলোচনার জন্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিজনেস অ্যাডভাইসরি কমিটির (BAC) বৈঠক ডেকেছিলেন। সেখানে ওয়াকফ বিল নিয়ে ১২ ঘণ্টা আলোচনার দাবি জানায় বিরোধীরা। সরকার পক্ষ ৪ ঘণ্টা আলোচনার পক্ষে সওয়াল করে। বিএসি বৈঠকে আধার কার্ডের এপিক নম্বর, মণিপুর ইস্যু নিয়েও সংসদে আলোচনার দাবি জানায় বিরোধীরা। কিন্তু, তাদের কোনও দাবি মানা হয়নি অভিযোগ তোলে বিরোধীরা। বিএসি বৈঠক থেকে ওয়াক আউট করে।

কেন্দ্রের তরফে জানানো হয়, বুধবারই লোকসভায় ওয়াকফ বিল পেশ করা হবে। এবং তা নিয়ে আলোচনা হবে ৮ ঘণ্টা। এরপরই বৈঠকে বসে ইন্ডিয়া ব্লকের শরিকরা। দীর্ঘদিন পর কংগ্রেসের ডাকা বৈঠকে দেখা যায় তৃণমূলের প্রতিনিধিদের। বিরোধী জোট সিদ্ধান্ত নিয়েছে, ওয়াকফ বিলের বিরোধিতা করবে তারা। তৃণমূল জানিয়েছে, ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দেবে তারা। লোকসভায় এদিন সাংসদদের উপস্থিত থাকতে বলে হুইপ জারি করেছে কংগ্রেস। শুধু বুধবার নয়, বৃহস্পতি ও শুক্রবারও যাতে সাংসদরা সংসদে উপস্থিত থাকেন, সেকথা জানানো হয়েছে হুইপে।

এই খবরটিও পড়ুন

ওয়াকফ বিল পাশ করাতে কোমর বেঁধে নেমেছে বিজেপি-ও। এদিন লোকসভায় যাতে তাদের সব সাংসদ উপস্থিত থাকেন, সেজন্য হুইপ জারি করেছে বিজেপি। সংবাদসংস্থা ANI জানিয়েছে, বৃহস্পতিবার দলের রাজ্যসভার সাংসদরা যাতে রাজ্যসভায় উপস্থিত থাকেন, তা নিয়েও বিজেপি হুইপ জারি করেছে। এনডিএ-তে বিজেপির শরিক দলগুলি এই বিলকে সমর্থন করবে কি না, তা নিয়ে জল্পনা ছড়ায়। তারপরই নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড স্পষ্ট করে দেয়, ওয়াকফ সংশোধনী বিল সমর্থন করবে তারা।

সবমিলিয়ে এদিন উত্তপ্ত হতে পারে লোকসভার অধিবেশন। রাজনীতির কারবারিরা বলছেন, লোকসভায় এদিন ওয়াকফ বিল পাশ হলে আগামিকালই তা রাজ্যসভায় পেশ করা হতে পারে। সেজন্যই দলের সাংসদদের বৃহস্পতিবার রাজ্য়সভায় উপস্থিত থাকতে হুইপ জারি করেছে বিজেপি।

সংসদের দ্বিতীয় পর্বের বাজেট অধিবেশন শেষ হবে ৪ এপ্রিল। তার আগেই ওয়াকফ বিল লোকসভা ও রাজ্যসভায় পাশ করাতে চাইছে কেন্দ্রের শাসকদল। ৪ এপ্রিলের মধ্যে তা না হলে প্রয়োজনে সংসদের বাজেট অধিবেশনের মেয়াদ বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু।

এদিকে, দিল্লি পুলিশ এদিন রাজধানীর বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়িয়েছে। বিভিন্ন স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে এক অফিসার জানিয়েছেন।