AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Terrorist attack in Kashmir: এবার কোথায় পালাবে পাকিস্তান? ‘যা অ্যাকশন নেওয়ার নিন…’, সর্বদলীয় বৈঠকে স্পষ্ট কথা বিরোধীদের

Terrorist attack in Kashmir: এদিন মূলত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বেই এই সর্বদল বৈঠক হয়। তবে ছিলেন অমিত শাহের মতো কেন্দ্রের একাধিক হেভিওয়েটও। অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে যেমন ছিলেন রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মতো নেতারা, তেমন তৃণমূলের তরফে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা।

Terrorist attack in Kashmir: এবার কোথায় পালাবে পাকিস্তান? ‘যা অ্যাকশন নেওয়ার নিন…’, সর্বদলীয় বৈঠকে স্পষ্ট কথা বিরোধীদের
পাকিস্তানের উপর চাপ বাড়াচ্ছে ভারত Image Credit: TV 9 Bangla GFX
| Edited By: | Updated on: Apr 24, 2025 | 11:57 PM
Share

নয়া দিল্লি: ফুঁসছে দেশ। বদলা চাই, লোকমুখে ফিরছে একটাই শব্দ! কিন্তু, কোন পথে হবে সেই বদলা। ইতিমধ্যেই পাকিস্তানের উপর চাপ বাড়াতে শুরু করে দিয়েছে নয়া দিল্লি। আপাতত বন্ধ ওয়াঘা বর্ডার। সিন্ধু জলবণ্টন চুক্তিও আপাতত রদ করা হচ্ছে। একইসঙ্গে পাকিস্তানিদের সমস্ত ভিসা দেওয়াও সাময়িকভাবে বন্ধ থাকছে। পাশাপাশি ভারতে থাকা পাকিস্তানিদের দ্রুত ভারত ছাড়তে বলা হয়েছে। এমতাবস্থায় এদিন সর্বদলীয় বৈঠক ডাকে কেন্দ্রীয় সরকার। বৈঠক শেষে কেন্দ্রের পাশে থাকার আশ্বাস বিরোধীদের। 

এদিন মূলত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বেই এই সর্বদল বৈঠক হয়। তবে ছিলেন অমিত শাহের মতো কেন্দ্রের একাধিক হেভিওয়েটও। অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে যেমন ছিলেন রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মতো নেতারা, তেমন তৃণমূলের তরফে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা। সূত্রের খবর, নানা বিষয়ে নানা পয়েন্টে মত পার্থক্য হলেও সকলেরই একটাই কথা, যে কোনও কড়া পদক্ষে তাঁরা সরকারের সঙ্গে রয়েছেন। 

সূত্রের খবর, রাহুল গান্ধী তো স্পষ্টই বলছেন, যা অ্যাকশন নেওয়ার সরকার নিক, তাঁরা পূর্ণ সমর্থন করছেন। একই সুর কংগ্রেস সভাপতির গলাতেও। মল্লিকার্জুল খাড়গে সওয়াল করেছেন কাশ্মীরে শান্তির পক্ষে। তার জন্য যা করার সরকার করুক। অন্যদিকে দেশের এই সঙ্কটকালে তৃণমূল কংগ্রেস যে কেন্দ্রীয় সরকারের পাশে আছে তা এদিনের বৈঠকে স্পষ্ট করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে কড়া পদক্ষেপের পক্ষে জোরাল সওয়াল করতে দেখা যায় আম আদমি পার্টিকেও। আপ সাংসদ সঞ্জয় সিং বলছেন, পুরো দেশ আজ ক্ষুব্ধ। দেশের চায় কেন্দ্রীয় সরকার সন্ত্রাসীদের তাদের নিজস্ব ভাষায় উপযুক্ত জবাব দিক। সর্বদলীয় বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও জানান বৈঠক খুবই সদর্থক হয়েছে। বলেন, সামগ্রিকভাবে বৈঠক ভাল হয়েছে। সব দলই কেন্দ্রের পদক্ষেপে সমর্থন করার কথা জানিয়েছে।