Parliament Waqf Bill Live Updates: ওয়াকফ বিলের নাম হবে ‘উমিদ’, ঘোষণা কিরণ রিজিজুর
Parliament Waqf Bill Live Updates: বিরোধীরা ১২ ঘণ্টা আলোচনার দাবি করেছিল এই বিল নিয়ে। সরকার ৮ ঘণ্টায় সম্মতি দিয়েছে। আজই আলোচনা শেষে ভোটাভুটি হতে পারে।

নয়া দিল্লি: সরগরম সংসদ। আজ হাইভোল্টেজ দিন, কারণ সংসদে পেশ হচ্ছে ওয়াকফ বিল। দীর্ঘ আলোচনা-পর্যালোচনার পর সংশোধনী বিল তৈরি করা হয়েছে। এই বিল পাশ হলে বড় পরিবর্তন আসবে ওয়াকফ আইনে। আজ, বুধবার সংসদের লোকসভায় পেশ করা হবে ওয়াকফ সংশোধনী বিল। বিরোধীরা ১২ ঘণ্টা আলোচনার দাবি করেছিল এই বিল নিয়ে। সরকার ৮ ঘণ্টায় সম্মতি দিয়েছে। আজই আলোচনা শেষে ভোটাভুটি হতে পারে। লোকসভায় পাশ হলে, রাজ্যসভায় পেশ করা হবে ওয়াকফ সংশোধনী বিল। সংসদের যাবতীয় আপডেট দেখে নিন এক নজরে-
LIVE NEWS & UPDATES
-
মুসলিমদের ধর্মীয় বিশ্বাসের হস্তক্ষেপ করে না এই বিল: কিরণ রিজিজু
বিরোধীদের দাবি, ওয়াকফ সংশোধনী বিল পাশ হলে ওয়াকফ বোর্ডে অ-মুসলিম প্রতিনিধি থাকবে। তারা ওয়াকফের কাজে হস্তক্ষেপ করবে। এ দিন এই জল্পনা দূর করে কিরণ রিজিজু বলেন যে ওয়াকফের কাজে অ-মুসলিমরা নাক গলাবে, এই ভ্রান্ত ধারণা তৈরি করা হচ্ছে। এই বিল কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়। বরং ওয়াকফ প্রতিষ্ঠানের কার্যপদ্ধতি সরলীকরণের জন্যই আনা হয়েছে। মুসলিমদের ধর্মীয় বিশ্বাসের হস্তক্ষেপ করে না এই বিল।
-
ওয়াকফ সংশোধনী বিলের নাম বদল
বড় ঘোষণা। রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু জানালেন যে ওয়াকফ সংশোধনী বিল ২০২৫-র নাম বদলে রাখা হচ্ছে উমিদ (ইউনিফায়েড ওয়াকফ ম্যানেজমেন্ট এমপাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট) বিল।
-
-
কারোর ধর্মীয় ভাবাবেগে আঘাত দিতে চাই না: কিরণ রিজিজু
ওয়াকফ বিল নিয়ে আলোচনা এবার রাজ্যসভায়। এ দিন সংসদে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু বলেন, “আমরা কারোর ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে চাই না। সরকার সব সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
-
আজ রাজ্যসভায় পেশ হবে বিল
লোকসভায় পাশ ওয়াকফ সংশোধনী বিল। এবার অপেক্ষা রাজ্যসভায় পাশ হওয়ার। আজ, বৃহস্পতিবারই রাজ্যসভায় ওয়াকফ বিল পেশ করা হবে। এই সংশোধনী বিল নিয়ে আলোচনার জন্য ৮ ঘণ্টা ধার্য করা হয়েছে।
-
মধ্যরাতে ভোটাভুটিতে লোকসভায় পাশ হল ওয়াকফ সংশোধনী বিল
লোকসভায় পাশ ওয়াকফ সংশোধনী বিল। বুধবার প্রায় ১২ ঘণ্টা ধরে এই বিল নিয়ে আলোচনা হয় সংসদে। শাসক-বিরোধী সব পক্ষই বিল তাদের মতামত পেশ করে। রাত প্রায় ১২টার পর শুরু হয় ভোটাভুটি। রাত ২টো নাগাদ অধিক ভোট পেয়ে বিল পাশ হয় লোকসভায়। বিলের পক্ষে ভোট পড়েছে ২৮৮টি, বিলের বিপক্ষে ২৩২টি ভোট পড়েছে। বৃহস্পতিবার রাজ্যসভায় এই বিল পেশ হবে।
The Waqf (Amendment) Bill, 2025 passed in Lok Sabha; 288 votes in favour of the Bill, 232 votes against the Bill#WaqfAmendmentBill
— ANI (@ANI) April 2, 2025
-
-
ওয়াকফ নিয়ে সরব ওয়াইসি
সংসদে সরব AIMIM সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, দেশের বৃহত্তর সংখ্যালঘুদের আক্রমণ করা হচ্ছে এই বিল এনে।
-
অন্য সম্প্রদায়ের মানুষের মেম্বার হিসেবে থাকা উচিত নয়, দাবি তৃণমূল সাংসদের
ওয়াকফ প্রসঙ্গে বলেন, তৃণমূল সাংসদ আবু তাহের বলেন, “ধর্মের নামে দেশটাকে ভাগ করে দেবে, এটাই কেন্দ্রের লক্ষ্য। এটা অত্যন্ত দুঃখের। মুসলিম সম্প্রদায়ের স্বার্থে এই দান, তাই অন্য সম্প্রদায়ের মানুষের মেম্বার হিসেবে থাকা উচিত নয়।”
-
ওয়াকফ নিয়ে আলোচনা চলবে রাত ১০টা পর্যন্ত
ওয়াকফ নিয়ে আলোচনার সময় বাড়ানো হল আরও ২ ঘণ্টা। আলোচনা চলবে রাত ১০টা পর্যন্ত।
-
ধর্মীয় ন্যায়বিচারে সরাসরি আঘাত ওয়াকফ বিল: কংগ্রেস সাংসদ
তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ এস জ্যোতিমানি বলেন, এই বিল ধর্মীয় ন্যায়বিচারের উপর সরাসরি আঘাত। তাঁর দাবি, দেশের উন্নয়নে মন না দিয়ে, ধর্মীয় রাজনীতি করছে বিজেপি।
-
কারা অন্তত পাঁচ বছর ধরে মুসলিম, কীভাবে বুঝবে সরকার? প্রশ্ন আপ সাংসদের
অমিত শাহের বক্তব্যের পর বিরোধীরা ফের সরব হন। আপ সাসদ গুরমীত সিং মীত ওই বিলকে সংবিধান বিরোধী বলে উল্লেখ করেন। তিনি প্রশ্ন তুলেছেন, কারা অন্তত পাঁচ বছর ধরে মুসলিম ধর্ম অবলম্বন করে আছেন, তা কীভাবে বুঝবে সরকার?
-
লোকসভায় ওয়াকফ বিল সম্পর্কে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
লোকসভায় ওয়াকফ বিল সম্পর্কে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “একজন মুসলিম তো চ্যারিটি কমিশনার হতেই পারেন। তাঁকে ট্রাস্ট দেখতে হবে না, আইন অনুযায়ী ট্রাস্ট কীভাবে চলবে, সেটা দেখতে হবে। এটা ধর্মের কাজ নয়। এটা প্রশাসনিক কাজ। সব ট্রাস্টের জন্য কি আলাদা আলাদা কমিশনার থাকবে? আপনারা তো দেশ ভাগ করে দিচ্ছেন। আমি মুসলিম ভাই-বোনদের স্পষ্টভাবে বলতে চাই, আপনাদের ওয়াকফ বোর্ডে কোনও অমুসলিম থাকবে না। এই আইনে এমন কিছু নেই।”
-
আরেকবার দেশভাগ হতে দেব না: অনুরাগ ঠাকুর
বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর লোকসভায় বলেন, “ধর্মীয় কারণে দেশভাগ হয়েছিল। আমরা আবার দেশভাগ হতে দেব না। কংগ্রেস ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করছে, কারণ ওয়াকফ জমি থেকে তারা বিপুল অর্থ কামিয়েছে। সেটা ফাঁস হয়ে যাবে বলে ভয় পাচ্ছে।”
-
মন্দির কমিটিতে অ-হিন্দু প্রতিনিধিদের ঢুকতে দেবেন?”, প্রশ্ন শিবসেনা সাংসদের
ওয়াকফ বোর্ডে অ-মুসলিম প্রতিনিধি প্রসঙ্গে শিবসেনা (উদ্ধব ঠাকরে) শিবিরের সাংসদ অরবিন্দ সাওয়ান্ত প্রশ্ন করেন, “আপনারা কি মন্দির কমিটিতে অ-হিন্দু প্রতিনিধিদের ঢুকতে দেবেন?”
-
ওয়াকফ সম্পত্তি আল্লাহর সম্পত্তি: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
এ দিন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্যায় বলেন, “ওয়াকফ ধর্মীয় ও দানধ্যানের জন্য প্রতিষ্ঠান। মুসলিমদের সাংবিধানিক অধিকার রয়েছে নিজেদের সম্পত্তি ও অধিকার নিয়ন্ত্রণ করার। ওয়াকফ সম্পত্তি আল্লাহর সম্পত্তি। তাদের সম্পত্তি অধিগ্রহণের অধিকারও রয়েছে।”
-
বিরোধীরা ভয় পাচ্ছে, আক্রমণ ললন সিংয়ের
বিরোধীদের সমালোচনা কেন্দ্রীয় মন্ত্রী ললন সিংয়ের। তিনি বলেন, “যারা এই সংশোধনী বিলের বিরোধিতা করছে, তারা হয় নিজেদের ভোটব্যাঙ্ক-কে টানতে চাইছে, নয়তো এই ভয় পাচ্ছে যে ওয়াকফের মাধ্যমে যে জমির মালিকানা রয়েছে তাদের হাতে, তা ছাড়তে হবে। এই বিল মহিলা ও বঞ্চিত মুসলিমদের ক্ষমতায়ন করে। বিরোধীরা কী ক্ষমতায়নের বিরুদ্ধে? প্রশ্ন এটাই।”
-
সরকার ব্যর্থতা লুকাতে এই বিল এনেছে: অখিলেশ যাদব
ওয়াকফ বিলের বিরোধিতা সমাজবাদী পার্টিরও। অখিলেশ যাদব বললেন যে বিজেপি এনডিএ সরকারের ব্যর্থতা লুকানোর জন্যই এই বিল এনেছে।
-
ওয়াকফ আইন সংশোধন হলে মামলা বাড়বে: গৌরব গগৈ
কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের দাবি, ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হলে, দেশে মামলা-মোকদ্দমা আরও বাড়বে। সংশোধন বিলকে মজবুত করার জন্য হওয়া উচিত, সমস্যা বাড়ানোর জন্য নয়।
-
সরকারে কতজন মুসলিম মন্ত্রী আছেন? প্রশ্ন গগৈয়ের
সরকারকে আক্রমণ করে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, “এই বিল সংবিধানের মৌলিক অধিকারের উপর আক্রমণ। এই সরকার সংখ্যালঘুদের প্রতি সহানুভূতি দেখানোর ভান করে। সরকারে কতজন মুসলিম মন্ত্রী আছেন?সেটা বলুক।”
-
সংবিধানকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে, দাবি কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের
কংগ্রেসের তরফে বলতে উঠলেন গৌরব গগৈ। তিনি দাবি করেন ২০১৩ সালের যে উল্লেখ টানছে সরকার, তা মিথ্যা। ওয়াকফ সংশোধনী বিলের মধ্যে দিয়ে সরকার সংবিধানকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। সংখ্যালঘু সম্প্রদায়কে অপমান করতে চাইছে, ভারতীয় সমাজ ও সংখ্যালঘুদের ভাগ করতে চাইছে। তিনি বলেন, “আজ ওরা এক সম্প্রদায়ের জমিকে টার্গেট করছে, আগামিকাল ওরা অন্যদেরও টার্গেট করবে।”
-
মুসলিমদের সম্পত্তি কেড়ে নেওয়া হবে না: কিরণ রিজিজু
কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু বলেন, “ওয়াকফ সংশোধনী বিল অতীতে নয়, ভবিষ্যত নির্ভর। আমি স্পষ্টভাবে বলতে চাই-এই আইনে মুসলিমদের সম্পত্তি কেড়ে নেওয়া হবে না। রেজিস্টার্ড সম্পত্তিতে কোনও প্রভাব পড়বে না।”
-
কেন ওয়াকফ বিল আনা হল, বোঝালেন কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু
কেন সংশোধনের প্রয়োজন হল ওয়াকফ আইনের, সংসদে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু বললেন, “মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসে হস্তক্ষেপ করে না এই বিল। এটা শুধুমাত্র সম্পত্তির দেখভালের জন্য তৈরি। ওয়াকফ বোর্ডকে ধর্মনিরপেক্ষ করার প্রচেষ্টা এটা।”
-
সংসদ বিল্ডিংও ওয়াকফ সম্পত্তি বলে দাবি করা হত: কিরণ রিজিজু
ওয়াকফ বিল পেশ করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুর। বললেন, “যদি আমরা ওয়াকফ বিল পেশ না করতাম, তাহলে সংসদ বিল্ডিংও ওয়াকফ সম্পত্তি বলে দাবি করা হত।”
-
কংগ্রেসকে রবার স্ট্যাম্প বলে খোঁচা শাহের
লোকসভায় বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওয়াকফ বিল নিয়ে বিরোধীদের বিক্ষোভের সমালোচনা করে তিনি বলেন, “আমরা কংগ্রেস কমিটির মতো নই যা শুধু একটা রবার স্ট্যাম্প। আমাদের কমিটি দীর্ঘ ও পুঙ্খনাপুঙ্খ আলোচনা এবং পর্যালোচনা করেছে।”
-
সংসদে বলবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
ওয়াকফ নিয়ে বিজেপি বাংলার থেকে বলবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
-
তৃণমূলের পক্ষে কে কে বলবেন?
ওয়াকফ নিয়ে আলোচনা শুরু লোকসভায়। তৃণমূলের পক্ষে বলবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আবু তাহের।
-
সংসদে কালো পোশাকে সুদীপ বন্দ্যোপাধ্যায়
ওয়াকফ নিয়ে প্রতিবাদ জানাতে সংসদে কালো পোশাক পরে এলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
-
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সংখ্যালঘু সম্প্রদায়ের
ওয়াকফ বিল পাস করানোর উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে সংসদ ভবনের সামনে অবস্থান করছেন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা।
-
আট ঘণ্টা আলোচনা
ওয়াকফ বিল নিয়ে আলোচনা চায় বিরোধীরা। আট ঘণ্টা আলোচনায় সম্মতি হয়েছে। সরকার পক্ষ বিল পেশ করার পরই আলোচনা শুরু হবে। শাসক-বিরোধী প্রতিটি দলই বক্তব্য রাখতে চায়।
Published On - Apr 02,2025 12:32 PM





