Sandeshkhali: সন্দেশখালিকে ‘পাক অধিকৃত কাশ্মীর’ বলছেন শঙ্কু, কুণালের দাবি, ‘নাটক’

Sandeshkhali: আজ টিভি ৯ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে শঙ্কুদেব পণ্ডা বলেন, "সন্দেশখালিকে যে জায়গায় নিয়ে গিয়েছে তা দেখে শিউরে উঠতে হচ্ছে। আমার প্রশ্ন, এখনও কেন রাজ্যের ডিজিপি ইস্তফা দেবেন না? কেন পুলিশমন্ত্রী ইস্তফা দেবেন না?

Sandeshkhali: সন্দেশখালিকে 'পাক অধিকৃত কাশ্মীর' বলছেন শঙ্কু, কুণালের দাবি, 'নাটক'
সন্দেশখালি নিয়ে শঙ্কু ও কুণালImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 26, 2024 | 5:22 PM

সন্দেশখালি: শুক্রবার যখন দ্বিতীয় দফার ভোট চলছে উত্তরবঙ্গে। সেই সময় সন্দেশখালিতে কমান্ডোরা। তৃণমূল নেতার আত্মীয়র বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র-ভান্ডার। ঘটনাস্থলে এসেছে এনএসজি-র দল। আর এরপর থেকেই শুরু রাজনৈতিক তরজা। বিজেপি-র যুবনেতা শঙ্কুদেব পণ্ডা বললেন, তৃণমূল সরকার বাংলাকে পাক অধিকৃত কাশ্মীরের থেকেও খারাপ জায়গায় নিয়ে গিয়েছে। যদিও,তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, সবটাই নাটকের জন্য করা হচ্ছে।

আজ টিভি ৯ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে শঙ্কুদেব পণ্ডা বলেন, “সন্দেশখালিকে যে জায়গায় নিয়ে গিয়েছে তা দেখে শিউরে উঠতে হচ্ছে। আমার প্রশ্ন, এখনও কেন রাজ্যের ডিজিপি ইস্তফা দেবেন না? কেন পুলিশমন্ত্রী ইস্তফা দেবেন না? এখানে জাতীয়-আন্তর্জাতিক স্তরের জঙ্গীরা ধরা পড়েছে। এখানে ওঁর দলের নেতার বাড়ি থেকে অস্ত্র ভান্ডার উদ্ধার হচ্ছে। আমি তো বলব এখানে আরও বড় কোনও আগ্নেয়াস্ত্র রয়েছে। সেই কারণে এনএসজিকে ডাকতে হয়েছে।”

শঙ্কুদেব জানিয়েছেন, “অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছি। আজ একটা জায়গা প্রকাশ্যে এসেছে। রাজ্যে আরও একাধিক জায়গায় এই পরিস্থিতি রয়েছে। বাংলার অবস্থা পাক অধিকৃত কাশ্মীরের থেকেও খারাপ।” অপরদিকে, কুণাল ঘোষ তোপ দেগে বলেন,”সন্দেশখালিতে এনএসজি নামানো হয়েছে নাটকের জন্য। ভোটকে প্রভাবিত করার জন্য, সন্দেশখালি ইস্যুতে অক্সিজেন জোগানোর জন্য। যদি অস্ত্র উদ্ধার হয়ে থাকে তাহলে পুলিশ তার ইন্টেলিজেন্স সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।”