West Bengal Assembly Election 2021: DCRC-গুলিতে শিঁকেয় করোনাবিধি! সংজ্ঞাহীন হয়ে পড়ছেন ভোট কর্মীরা
ভোট আবহে (West Bengal Assembly Election 2021) চলছে জারি সন্ত্রাস।

ভোট আবহে (West Bengal Assembly Election 2021) চলছে জারি সন্ত্রাস। কোথাও বোমাবাজি, কোথাও আবার সিপিএম কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর। বিক্ষিপ্ত অশান্তিতে উত্তপ্ত মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকল। এদিকে, আবার রাত পোহালের বীরভূমে (Birbhum) নির্বাচন। কমিশনের চোখে অতি স্পর্শকাতর এলাকা অনুব্রতর গড়। সেখানেও বিক্ষিপ্ত ভাবে অশান্তির খবর আসছে। এক নজরে ভোট বঙ্গের চিত্র। এদিকে, ডিসিআরসি-তে শিঁকেয় উঠেছে করোনাবিধি। প্রত্যেকের মুখে মাস্ক থাকলেও শারীরিক দূরত্ববিধি বজায় রাখা কার্যত অসম্ভব হয়ে পড়েছে।
LIVE NEWS & UPDATES
-
সংজ্ঞাহীন হয়ে পড়লেন এক মহিলা ভোট কর্মী!
ভোটের ডিউটিতে এসে সংজ্ঞাহীন হয়ে পড়লেন এক মহিলা ভোট কর্মী। অসুস্থ মহিলাকে কর্মীকে এসএসকেএমে ভর্তি করা হয়েছে। সোনালি বসাক নামে ওই ভোটকর্মী ফার্স্ট পোলিং অফিসার। তাঁর এন্টালিতে ডিউটি পড়েছে। এন্টালির ১৬৩ নম্বর বুথে তাঁর ডিউটি। তিনি ভোটের কাজেই এসেছিলেন। আচমকাই অসুস্থ বোধ করেন তিনি। তাঁর সহকর্মীরা তাঁকে জল খেতে দেন। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই অচৈতন্য হয়ে পড়েন তিনি।
নিজস্ব চিত্র
-
ডিসিআরসি-তে শিঁকেয় করোনাবিধি!
নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে পাঁচটি কেন্দ্রের ভোটযন্ত্র বিতরণ চলছে। কিন্তু তাতে চূড়ান্ত অব্যবস্থার ছবি ধরা পড়ছে। সামাজিক দূরত্বের বালাই নেই। ভিড় যেন হার মানাচ্ছে বাজারকে। ক্ষুব্ধ ভোটকর্মীদের একাংশ। ডিসিআরসিতে মানুষ খুবই কাছাকাছি। প্রত্যেকের মুখে মাস্ক থাকলেও শারীরিক দূরত্ববিধি বজায় রাখা কার্যত অসম্ভব হয়ে পড়েছে।
-
-
মুর্শিদাবাদে বিপুল পরিমাণ বোমা উদ্ধার
ভোট শেষ হতেই বিপুল পরিমাণ বোমা উদ্ধার মুর্শিদাবাদে। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সুতি থানার মাহতাবপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সুতি থানার পুলিশ। জানা গিয়েছে, সুতি থানার মাহতাবপুর এলাকায় একটি আমবাগানে চারটি জার ভর্তি বোমার খবর পায় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় সুতি থানার পুলিশ। প্রথমে দড়ি দিয়ে স্থানটিকে ঘিরে রাখা হয়। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। কে বা কারা বোমাগুলি রেখেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
-
বিজেপি নেতার বাড়ির বারান্দায় বোমা!
রাত পোহালেই বীরভূমে নির্বাচন। তারই মধ্যে বিক্ষিপ্ত কিছু ঘটনার খবর আসছে। সাঁইথিয়ায় উদ্ধার হয়েছে বোমা। আবার ময়ূরেশ্বরে বিজেপি নেতার বাড়ির বারান্দায় উদ্ধার প্লাস্টিক ভর্তি বোমা। সাঁইথিয়া থানার আমোদপুর ফাঁড়ির সৃণিধিপুর গ্রাম পঞ্চায়েতের সিওর গ্রামের পুকুর পাড় থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বোমগুলোকে ঘিরে রেখেছে পুলিশ। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। তারা গিয়ে সেগুলিকে নিষ্ক্রিয় করবে।
নিজস্ব চিত্র
-
ভোটের আগের দিন উত্তপ্ত ডোমকল!
ভোটের আগে ফের উত্তপ্ত ডোমকল । বেপরোয়া বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে ডোমকলের ডুবাপারা এলাকা। সিপিএম কর্মীদের মারধ, ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুর করা হয়েছে একাধিক সিপিএম কর্মীর বাড়ি। হামলায় আহত হয়েছেন তিন জন। সকেনা বিবি, মেহেরুল শেখ ও বিল্লাল হোসেনকে ডোমকল মহাকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। যদিও তৃণমূল এই হামলার অভিযোগ অস্বীকার করেছেন।
নিজস্ব চিত্র
-
Published On - Apr 28,2021 1:56 PM
