Panchayat Election 2023: মহারণের আগের সন্ধ্যায় যুদ্ধকালীন পরিস্থিতিতে বাহিনী ঢুকছে বাংলায়, জানাল কমিশন

Jul 07, 2023 | 11:54 PM

West Bengal Panchayat Election 2023 Live updates: ভোটের ২৪ ঘণ্টা আগে পরপর অশান্তির খবর রাজ্যে। কোথাও বোমাবাজি, কোথাও আগুন লাগিয়ে দেওয়ার মতো অভিযোগ সামনে আসছে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে এখনও কাটেনি জট।

Panchayat Election 2023: মহারণের আগের সন্ধ্যায় যুদ্ধকালীন পরিস্থিতিতে বাহিনী ঢুকছে বাংলায়, জানাল কমিশন
মহম্মদ সেলিম
Image Credit source: TV9 Bangla

Follow Us

ভোটের একদিন আগেও রাজ্য জুড়ে অশান্তির ঘটনা। রাতে দিনহাটায় গুলিবিদ্ধ হয়েছেন তিন বিজেপি কর্মী। মুর্শিদাবাদে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে ছোড়া হয়েছে বোমা। ভোটের দিন কী হবে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে কেন্দ্রীয় বাহিনী নিয়ে জট কাটল না এখনও। কোনও বুথে কেন্দ্রীয় বাহিনীর একজন সদস্য়কে মোতায়েন করতে রাজি নন আইজি বিএসএফ। সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন থাকছে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 07 Jul 2023 10:51 PM (IST)

    শনিবার সকাল ৭টাতেই বেজে যাবে ভোটের ঘণ্টা

    রাত পোহালেই বেজে যাবে ভোটের ঘণ্টা। ৬১,৬৩৬ বুথে হবে ভোট গ্রহণ। তবে ৬৫২টি ভোটগ্রহণ কেন্দ্রের ১ হাজার ৪৩টি বুথে ভোট হবে না। দেখুন ভোটের যাবতীয় খুঁটিনাঁটি টিভি-৯ বাংলায়। বিস্তারিত পড়ুন- সকাল ৭টায় ৬০ হাজারের বেশি বুথে শুরু ভোট গ্রহণ, ময়দানে প্রায় ৮২ হাজার কেন্দ্রীয় বাহিনী

  • 07 Jul 2023 05:45 PM (IST)

    দ্রুততার সঙ্গে বাহিনী ঢুকছে বাংলায়

    এখনও পর্যন্ত রাজ্যে মোট ৬০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে রাজ্যে।
    ৪৮৫ কোম্পানির মধ্যে ২৬৩ কোম্পানি বাহিনী ঢুকে গিয়েছে বলে জানাল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, দ্রুততার সঙ্গে বাহিনী ঢুকতে শুরু করেছে।
    কমিশন সূত্রে খবর, অনেক বাহিনী রাস্তায় আসছে।


  • 07 Jul 2023 05:09 PM (IST)

    বনগাঁয় আরও ১ দেহ

    রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচন। ঠিক আগের দিন মাঠে পড়ে গুলিতে ঝাঁঝরা এক ব্যক্তির দেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়। বিস্তারিত পড়ুন: West Bengal Panchayat Elections 2023: বনগাঁয় গুলিতে ঝাঁঝরা দেহ উদ্ধার, অদূরেই পড়ে ছিলেন জখম আরও ১

  • 07 Jul 2023 05:08 PM (IST)

    পুলিশকে পাঠে সেলিমে

    আন্ত রাজ্য এবং আন্ত জেলার বিশেষ নজর দিতে হবে। পুলিশের একটি অংশ তৃণমূলের ভূমিকা পালন করছে। ভোটের আগের দিন পুলিশকে গণতন্ত্রের পাঠ পড়ালেন সেলিম

  • 07 Jul 2023 02:53 PM (IST)

    লেহ থেকে আসছে বাহিনী

    বাহিনী মোতায়েন নিয়ে নজিরবিহীন পদক্ষেপ। লেহ থেকে আনা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। লেহ থেকে এয়ার লিফ্ট করে ৫ কোম্পানি ও ২ প্ল্যাটুন বাহিনী নিয়ে আসা হচ্ছে। বিস্তারিত পড়ুন… West Bengal Panchayat Elections 2023: লেহ থেকেও উড়িয়ে নিয়ে আসা হচ্ছে বাহিনী, আদৌ কি পৌঁছবে স্পর্শকাতর বুথে? উঠছে প্রশ্ন

  • 07 Jul 2023 01:41 PM (IST)

    রাজ্যপালের সফরের আগেই ফের খুন!

    শুক্রবার অর্থাৎ ভোটের ঠিক একদিন আগে সকালে এক কংগ্রস কর্মীর মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

    বিস্তারিত পড়ুন: রাজ্যপালের সফরের আগেই ফের খুন! উত্তপ্ত রানিনগর

  • 07 Jul 2023 01:10 PM (IST)

    গ্রাউন্ড জিরোতে রাজ্যপাল

    মুর্শিদাবাদে পৌঁছনোর পরই মৃত তৃণমূল নেতার বাড়িতে পৌঁছে গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। নবগ্রামের তৃণমূলের অঞ্চল সভাপতি মোজাম্মেল শেখকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল। তাঁর বাড়িতে গিয়ে পরিজনদের সঙ্গে কথা বললেন তিনি।

  • 07 Jul 2023 11:45 AM (IST)

    বিজেপি প্রার্থীর বাড়িতে সাদা থান

    বিজেপি প্রার্থীর বাড়ির সামনে থান, ধূপ, গীতা। এই ঘটনাকে কেন্দ্র করে হইচই নদিয়ার ফুলিয়ায়। আতঙ্কিত প্রার্থীর পরিবার।

    সবিস্তারে পড়ুন: দরজা খুলতেই বুক কেঁপে উঠল মায়ের, বিজেপি প্রার্থীর বাড়ির সামনে সাদা থান-গীতা

  • 07 Jul 2023 11:42 AM (IST)

    দুবরাজপুরে বোমা উদ্ধার

    প্রায় ২০০টি তাজা বোমা উদ্ধার বীরভূমের দুবরাজপুরে। বোমা উদ্ধার মুর্শিদাবাদেও। ভোটের ২৪ ঘণ্টা আগেও বোমার স্তূপ বাংলায়।

    সবিস্তারে পড়ুন: ভোটের ২৪ ঘণ্টা আগে দিকে দিকে বোমা উদ্ধার

  • 07 Jul 2023 11:07 AM (IST)

    তৃণমূল কার্যালয়ে আগুন

    পঞ্চায়েত ভোটের ঠিক আগে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটল তৃণমূল কার্যালয়ে। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের গজলডোবা সংলগ্ন মান্তাদারি এলাকার ঘটনা।  শুক্রবার ভোরে তৃণমূল কার্যালয় থেকে ধোঁয়া বেরতে দেখেন দলের কর্মীরা। দলীয় পতাকা সহ একাধিক জিনিস পুড়ে গিয়েছে।

  • 07 Jul 2023 10:46 AM (IST)

    মুর্শিদাবাদে বোমায় জখম দুই

    বোমা বাঁধতে গিয়ে আহত হলেন দুজন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কা থানার ভবানীপুর এলাকায়। আহতরা হলেন আব্দুল লতিফ ও আখতারুল শেখ।

  • 07 Jul 2023 10:44 AM (IST)

    সব বুথে কি থাকবে কেন্দ্রীয় বাহিনী?

    কেন্দ্রীয় বাহিনী নিয়ে জট অব্যহত রয়েছে এখনও। কোন বুথে কত বাহিনী মোতায়েন করা যাবে, সে বিষয়ে একটি নির্দেশিকা প্রকাশ করেছেন আইজি বিএসএফ।

    বিস্তারিত পড়ুন: ভোটের আগের দিন নয়া নির্দেশিকা, সব বুথে কি থাকবে কেন্দ্রীয় বাহিনী?

  • 07 Jul 2023 09:07 AM (IST)

    ভোটের আগের দিন মুর্শিদাবাদে বোস

    মুর্শিদাবাদ জেলাতেও উঠেছে একের পর এক অভিযোগ। শুক্রবার সকালে সেই জেলাতেই যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আক্রান্তদের সঙ্গে তিনি নিজে কথা বলবেন বলে সূত্রের খবর।

    বিস্তারিত পড়ুন: ফের ‘গ্রাউন্ড জিরো’য় রাজ্যপাল, ভোটের আগের দিন মুর্শিদাবাদে বোস

  • 07 Jul 2023 09:05 AM (IST)

    বুথে পৌঁছচ্ছেন ভোটকর্মীরা

    ভোটের মাত্র একদিন বাকি। বুথগুলিতে সাজো সাজো রব। ভোটকর্মীরা রওনা হচ্ছেন নিজের নিজের বুথে।

  • 07 Jul 2023 09:01 AM (IST)

    বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা

    বিজেপি প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ দক্ষিণ ২৪ পরগনা বাসন্তীতে। মারধর ও খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বাসন্তী বিধানসভার ঝড়খালি কোস্টাল থানা এলাকার নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীনে এরপেনখালি গ্রামের বিজেপি প্রার্থী লিপিকা মণ্ডলের বাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ। প্রার্থীর দাবি, তাঁর এজেন্ট ও শ্বশুরকে মারধর করা হয়েছে।